হিরো মোটরসাইকেল এবার ক্রয় করা যাবে দারাজ অনলাইন শপে!
This page was last updated on 31-Jul-2024 09:15am , By Raihan Opu Bangla
হিরো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ভারতীয় মোটরসাইকেল ব্র্যান্ড কোম্পানি। হিরো মুলত তাদের কমিউটার সেগমেন্টের মোটরসাইকেলের জন্য অনেক বেশি পরিচিত। হিরো তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে দারূণ এক সুযোগ।
হিরো মোটরসাইকেল এবার ক্রয় করা যাবে দারাজ অনলাইন শপে!
এবার হিরো মোটরসাইকেল ক্রয় করতে করা যাবে অনলাইনে। হিরো মোটরসাইকেল বাংলাদেশ ও দারাজ নিয়ে এসেছে দারূণ এক অফার। এবার হিরো মোটরসাইকেল ক্রয় করতে করা যাবে দারাজ অনলাইন শপে।
দারাজ বাংলাদেশে সবচেয়ে বড় অনলাইন ই-কমার্স শপিং ওয়েব সাইট। এখানে আপনার নিত্য দিনের প্রয়োজনীয় সব কিছু খুব সহজেই পেয়ে যাবেন। এছাড়া দারাজ জনপ্রিয়তার ও পরিচিতির দিক থেকেও বেশ এগিয়ে রয়েছে।
সেই সুবাধে হিরো বাংলাদেশ তাদের মোটরসাইকেল বিক্রয়ের জন্য এই প্ল্যাটফর্মটিকে বেছে নিয়েছে। আপনি এখন সহজেই আপনার পছন্দের হিরো মোটরসাইকেলটি দারাজে হিরোর স্টোর থেকে ক্রয় করতে পারববেন।
অপর দিকে দারাজ থেকে Hero Thriller 160R এবং Hero Hunk 150R ক্রয় করলেই পেয়ে যাবেন ১১,৭৫৬/- টাকার ছাড়। এছাড়া থাকছে ২৪ ঘণ্টার মধ্যে বাইক ডেলিভারির সুবিধা। এছাড়া থাকছে ০% কিস্তি সুবিধা।
তাই আর দেরি না করে আপনার কাছাকাছি হিরো মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন আপনার পছন্দের হিরো মোটরসাইকেলটি ক্রয় করার জন্য। এছাড়া বিস্তারিত জানতে হিরো মোটরসাইকেলের অফিশিয়াল ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।