স্পীডার মোটরসাইকেল বাংলাদেশে লঞ্চ করেছে নতুন Speeder NSX 165R
This page was last updated on 19-Nov-2023 04:54am , By Raihan Opu Bangla
বাংলাদেশে অন্যতম একটি চাইনিজ মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে Speeder Motorcycle। জেনেসিস মোটবিডি বাংলাদেশে স্পীডারের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর।
স্পীডার মোটরসাইকেল বাংলাদেশে লঞ্চ করেছে নতুন Speeder NSX 165R
এই মোটরসাইকেল ব্র্যান্ডটি তাদের রেট্রো স্টাইল ও ডিজাইনের ক্যাফে রেসার মোটরসাইকেলের জন্য জনপ্রিয়। স্পীডার মোটরসাইকেলের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল হচ্ছে Speeder Countryman।
তবে সাম্প্রতিক সময়ে স্পীডার লঞ্চ করেছে নতুন একটি স্পোর্টস মোটরসাইকেল। এই নতুন বাইকটি হচ্ছে Speeder NSX 165R।
স্পীডার মোটরসাইকেল লাইন আপে যুক্ত হওয়া এই নতুন Speeder NSX 165R বাইকটি হচ্ছে স্পোর্টস সেগমেন্টের মোটরসাইকেল। বাংলাদেশে স্পোর্টস বাইকের চাহিদা রয়েছে।
Also Read: সর্বশেষ Speeder bike price in Bangladesh বাইক নিউজ বাংলাদেশ
Speeder NSX 165R বাইকটিতে অনেক ফিচার্সের সাথে যুক্ত করা হয়েছে একটি শক্তিশালী ইঞ্জিন। আপনি ইঞ্জিনটির দিকে লক্ষ্য করলে দেখবেন যে, এটি ১৬৪সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ওয়াটার কুল্ড NBF2 ইঞ্জিন।
এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ 18 BHP @ 10000 rpm এবং torque of 14.6 @ 8500 rpm শক্তি উৎপন্ন করতে সক্ষম। এ থেকে বোঝা যাচ্ছে যে বাইকটি বেশ পাওয়ারফুল একটি বাইক। আশা করা যাচ্ছে টেস্ট রাইডের পর আমরা আপনাদের পুরোপুরি তথ্য দিতে পারব।
এবার বাইকটির হুইল ব্রেক এবং সাসপেশন নিয়ে কথা বলা যাক। বাইকটির সামনের দিকে দেয়া হয়েছে ১১০/৭০-১৭ সেকশন এবং রেয়ারে দেয়া হয়েছে ১৫০/৭০-১৭ সেকশন টায়ার। বাংলাদেশের খুব কম মোটরসাইকেলে রেয়ার টায়ার হচ্ছে ১৫০ সেকশন।
অপর দিকে সামনে ও রেয়ারে দেয়া হয়েছে ডিস্ক ব্রেক। এর সাথে যুক্ত করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। এই বাইকটির সামনের দিকে দেয়া হয়েছে ইউএসডি সাসপেনশন এবং রেয়ারে দেয়া হয়েছে মনোশক সাসপেনশন।
যদিও আমরা এখন পর্যন্ত বাংলাদেশের রাস্তায় বাইকটি টেস্ট করিনি তাই সাসপেনশন এর ফিডব্যাক কেমন তা এখনই বলা সম্ভব হচ্ছে না। এর ফুয়েল ট্যাঙ্কে প্রায় ১৬ লিটার ফুয়েল নেয়া যায় এবং এর ওজন হচ্ছে ১৫৩ কেজি।
স্পীডার এই বাইকটিকে ইউনিক করতে গিয়ে অনেক কিছুই এড করেছে, যেমন ওয়াটারপ্রুফ স্পিডোমিটার, সেফটি গার্ড, ক্রাশ গার্ড, গ্রাফিক্স, স্টাইল, কালার অপশন সব কিছুই বাইকটিতে যুক্ত করা হয়েছে, যা একজন বাইকারের রাইড করার সময় প্রয়োজন।
আমরা আশা করছি বাইকটি মোটরসাইকেল প্রেমীদের আকৃষ্ট করবে। বিশেষ ভাবে যারা স্পোর্টস বাইক লাভার রয়েছেন তাদের কাছে বাইকটি বিশেষ ভাবে আকর্ষনীয় হতে পারে। আপনি বাইকটি সম্পর্কে জানতে স্পীডার মোটরসাইকেলের শোরুমে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।