বাজাজ ডিলারশিপ নিয়োগ বিজ্ঞপ্তি
This page was last updated on 01-Aug-2024 07:54am , By Raihan Opu Bangla
বাজাজ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ভারতীয় মোটরসাইকেল ব্র্যান্ড। বাংলাদেশে বাজাজ মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে উত্তরা মোটরস লিমিটেড।
সম্প্রতি উত্তরা মোটরস কিছু এলাকার জন্য তাদের ডিলার তাদের ডিলারশিপ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। তাদের কিছু কিছু নির্ধারিত এলাকায় ডিলারশিপ দেয়ার জন্য তারা সম্প্রতি বিজ্ঞাপন দিয়েছে।
বিজ্ঞাপন থেকে জানা যায় যে, ঢাকা ইস্কাটন, বিজয়নগর, উত্তরখান, মুন্সিগঞ্জে তারা নতুন ডিলার নিয়োগ দিতে যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম, সিলেট, দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, যশোর ও পাবনার কিছু কিছু জায়গাতেও ডিলার নিয়োগ দেয়া হবে।
বর্তমানে তারা মাত্র আবেদন পত্র জমা দেয়ার তারিখ নির্ধারণ করেছে। ডিলারশিপ নিয়োগের আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ হচ্ছে ২৫ জুলাই ২০২২।
বাজাজ মোটরসাইকেলের ডিলারশিপ নেওয়ার সুযোগ এখন আপনার সামনে! উপরে উল্লেখিত এলাকা গুলোয় কেউ ডিলারশিপ নিতে আগ্রহী হলে এখনই যোগাযোগ করুন ০১৭০১২০৬১৭১, ০১৭০৮৪৮৪৭১৪, ০১৭১১৮৮১০৩৩ নম্বরে।
বাজাজ মুলত তাদের কমিউটার সেগমেন্টের মোটরসাইকেলের জন্য বেশি জনপ্রিয়। বাজাজের সবচেয়ে বেশি বিক্রয় হওয়া মডেলের মধ্যে উল্লেখ যোগ্য মডেল গুলো হচ্ছে Bajaj Discover, Bajaj Platina , Bajaj CT 100 এর মত কমিউটার মডেল গুলো। এছাড়া Bajaj Pulsar 150cc সেগমেন্টে সবচেয়ে বেশি বিক্রয় হওয়া মডেল গুলোর মধ্যে অন্যতম মডেল।
এবারের ৬ষ্ঠ ঢাকা বাইক শো ২০২২ এ বাজাজ অংশ গ্রহণ করেছিল। তারা তাদের নতুন বাইক গুলো এখানে শো করেছে। এছাড়া তারা একটি এম্বুলেন্সও শো করেছে। যা দুর্গম এলাকাতে সার্ভিস দিতে সক্ষম যেখানে গাড়ির এম্বুলেন্স যেতে পারে না বা কষ্ট হয়।
আপনারা যারা বাজাজের ডিলারশিপ নিতে আগ্রহী তাদের তারা অতি শীঘ্রই আবেদন করে ফেলুন। আবেদন এর জন্য বাজাজের ফেসবুক পেজ অথবা সেখানে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন।