লিফান মোটরসাইকেল ক্যাশ ডিস্কাউন্ট অফার জুলাই ২০২৩

This page was last updated on 29-Jul-2024 09:24am , By Raihan Opu Bangla

লিফান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি চাইনিজ মোটরসাইকেল ব্র্যান্ড। সম্প্রতি লিফান তাদের জনপ্রিয় কয়েকটি মোটরসাইকেল মডেলের উপর দিচ্ছে ক্যাশ ডিস্কাউন্ট অফার। রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে লিফান মোটরসাইকেলের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। 

বাংলাদেশে লিফানের স্পোর্টস, ক্রজার, ক্যাফে রেসার অনেক গুলো মডেলের মোটরসাইকেল রয়েছে। প্রতিটি মডেল নিজ নিজ সেগমেন্টে বেশ জনপ্রিয় মোটরসাইকেল। এদের মধ্যে Lifan KPR, Lifan KPT, Lifan KP165 KPRO V4 উল্লেখযোগ্য মডেল রয়েছে লিফানের লাইন আপে।

Lifan KP165 KPRO V4 মডেলটি নেকেড স্পোর্টস সেগমেন্টের অন্যতম জনপ্রিয় মডেল। বাইকটির ডিজাইন ও পাওয়ারের সাথে স্টাইলিশ লুকস দেয়া হয়েছে। এছাড়া বাইকটিতে দেয়া হয়েছে ১৬৫সিসির একটি শক্তিশালী ইঞ্জিন। 

লিফান এই বাইকটিতে দিচ্ছে ১৫,০০০ টাকার ক্যাশব্যাক অফার এবং সেই সাথে প্রতিটি বাইকের সাথে দেয়া হচ্ছে ফ্রি উইন্ডব্রেকার। 

অপরদিকে বাংলাদেশে খুব বেশি দেখা যায় না এডভেঞ্চার ট্যুরিং মোটরসাইকেল, তবে এই সেগমেন্টের জনপ্রিয় বাইক হচ্ছে Lifan KPT 150 V4। বাইকটি বাংলাদেশের প্রেক্ষাপট অনুয়ায়ী একমাত্র ট্যুরিং বাইক হিসেবে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছে। 

রাসেল ইন্ডাস্ট্রিজ লিফান কেপিটি বাইকে দিচ্ছে ১০০০০ টাকার ক্যাশ ডিস্কাউন্ট এবং এর প্রতিটি মডেলের ক্রয়ের সাথে কাস্টোমার পাবেন একটি ফ্রী-উইন্ডব্রেকার। 

বাংলাদেশে ক্যাফে রেসার সেগমেন্ট জনপ্রিয় হলেও এই সেগমেন্টে সেভাবে মডেল এভেইলেবল নেই। তবে এই সেগমেন্টের জনপ্রিয় মডেল হচ্ছে Victor R café race 125

বাইকটি লুকস ডিজাইন এবং স্টাইলের দিক থেকে ইউনিক একটি ক্যাফে রেসার। লিফান এই বাইকটিতে দিচ্ছে ৫০০০ টাকার ক্যাশ ডিস্কাউন্ট এবং ফ্রী উইন্ডব্রেকার। 

বাংলাদেশে স্পোর্টস সেগমেন্টে রেভ্যলিউশন আনা মোটরসাইকেল হচ্ছে মডেল হচ্ছে Lifan KPR। Lifan KP 165 EFI মডেলটিতে অত্যাধুনিক প্রযুক্তি করার কারণে বাজেট ফ্রেন্ডলি স্পোর্টস বাইক হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। 

লিফানের সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেল হচ্ছে Lifan KPR সিরিজ। এই মডেলের EFI ভার্সনে লিফান দিচ্ছে ৭০০০ টাকার ক্যাশ ডিস্কাউন্ট এবং ফ্রী উইন্ডব্রেকার এবং কার্বুরেটর ভার্সনে দিচ্ছে ৬০০০ টাকা ডিস্কাউন্ট ও ফ্রী উইন্ডব্রেকার। 

এই অফারটি খুব সীমিত সময়ের জন্য দেয়া হচ্ছে। বিস্তারিত জানতে ও অফারটি পেতে আপনার কাছাকাছি লিফান মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ।