ঈদ উপলক্ষ্যে বাজাজ নিয়ে এসেছে ঈদ ডিস্কাউন্ট অফার - ১৩,০০০ টাকা পর্যন্ত ছাড়।
This page was last updated on 31-Jul-2024 04:08am , By Raihan Opu Bangla
বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে বিক্রয়ের দিক থেকে সবার উপরে রয়েছে বাজাজ মোটরসাইকেল। উত্তরা মোটরস বাংলাদেশে বাজাজের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। ঈদ উপলক্ষ্যে বাজাজ নিয়ে এসেছে বাজাজ ঈদ অফার।
ঈদ উপলক্ষ্যে বাজাজ নিয়ে এসেছে ঈদ ডিস্কাউন্ট অফার - ১৩,০০০ টাকা পর্যন্ত ছাড়।
ঈদ উপলক্ষ্যে বাজাজ দিচ্ছে সর্বোচ্চ ১৩,০০০ টাকা পর্যন্ত ছাড়। এছাড়া সর্বোনিন্ম রয়েছে ৩,০০০ টাকা পর্যন্ত ছাড়। এই অফারটি চলবে পুরো রমজান মাস জুড়ে।
বাজাজের পালসার মডেলটি ১৫০-১৬০সিসি সেগমেন্টে অন্যতম জনপ্রিয় মডেল। বর্তমানে বাংলাদেশে ১৫০-১৬০সিসি সেগমেন্টে ৭টি ভার্সন এভেইলেবল রয়েছে।
২০০১ সালে Bajaj Pulsar 150 Twin Disc প্রথমবারের মত লঞ্চ করা হয়। প্রথম জেনারেশনের এই পালসার ১৫০/১৮০সিসি এর সাথে ছিল, দুটি ভাল্ব, এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ১২/১৫ বিএইচপি পর্যন্ত শক্তি উৎপন্ন করতে সক্ষম ছিল।
Also Read: বাজাজ ঈদ অফার ২০২০ – সর্বোচ্চ ২২,০৭৩/- টাকা পর্যন্ত ক্যাশব্যাক
২০১০ সালের দিকে বাজাজ ১৫০সিসি পালসার সেগমেন্টে UG 4.5 ভার্সনটি লঞ্চ করে। এই পালসারে ক্লিপ অন হ্যান্ডেল বার দেয়া হয়েছিল, যা আমরা Pulsar 135LS বাইকটিতে দেখতে পাই।
এছাড়া ইঞ্জিনের শক্তিও আরও কিছুটা বাড়িয়ে দেয়া হয়েছিল, যা 14.09 HP to 15.06 HP করা হয়। তবে এতে কোন 'DTS-i' ফিচার যুক্ত করা হয়নি।
Click To See Bajaj Pulsar NS160 Refresh First Impression Review
২০১৫ সালের দিকে বাজাজ একই সাথে Bajaj Pulsar RS200, Bajaj AS150, এবং AS200 লঞ্চ করে ছিল। RS এর পরিপূর্ন রূপ হচ্ছে 'Race Sport' এবং AS এর পরিপূর্ন রূপ হচ্ছে 'Adventure Sport'। RS200 ই বাজাজের প্রথম ফেয়ার্ড বা স্পোর্টস কিট সমৃদ্ধ বাইক এবং AS সিরিজের বাইক গুলো ছিল সেমি ফেয়ার্ড এবং সেই সাথে প্রোজেকশন হেডলাইট বাইক।
Bajaj Pulsar NS160 বাইকটি বাংলাদেশের অন্যতম স্ট্রীট নেকেড স্পোর্টস বাইক। বাংলাদেশে প্রথমবারের মত ২০১৮ সালে বাইকটি লঞ্চ করা হয়। সেই সময় নেকেড স্ট্রীট স্পোর্টস সিরিজের এগ্রেসিভ লুকিং ও স্টাইলিশ বাইক।
এছাড়াও বাজাজ দিচ্ছে কিস্তি সুবিধা। বাজাজ তাদের কাস্টোমারদের জন্য দিচ্ছে ৮০% শতাংশ পর্যন্ত লোন সুবিধা। এর সাথে বাজাজে চলছে এক্সচেঞ্জ অফার। যেখানে আপনি আপনার পুরাতন বাইক বদলে নতুন বাজাজ বাইক ক্রয় করতে পারবেন।
কোভিড-১৯ সংক্রামক এর পর এবারে ঈদ অনেক বড় ভাবে পালনের উদ্যোগ নেয়া হচ্ছে। কারণ কোভিড এর কারণ দুই বছরের ঈদ সেভাবে মানুষ উদযাপন করতে পারেনি। তাই এবারের ঈদে বাজাজের এই অফার আপনার জন্য সহায়ক হবে নতুন বাজাজ মোটরসাইকেল কেনার জন্য।