অবিশ্বাস্য দামে বাংলাদেশে লঞ্চ হল Hero Thriller 160R 4V

This page was last updated on 11-Aug-2024 07:41am , By Raihan Opu Bangla

হিরো বাংলাদেশের বাইকারদের জন্য সব সময় সারপ্রাইজ নিয়ে হাজির হয়ে থাকে। তাই সব সময়ের মত হিরো বাইকাদের জন্য হাজির হয়েছে নতুন একটি সারপ্রাইজ নিয়ে। হিরো মোটরসাইকেল বাংলাদেশ লঞ্চ করেছে ১৬০সিসি সেগমেন্টের নতুন মোটরসাইকেল Hero Thriller 160R 4V

অবিশ্বাস্য দামে বাংলাদেশে লঞ্চ হল Hero Thriller 160R 4V

অবিশ্বাস্য দামে বাংলাদেশে লঞ্চ হল Hero Thriller 160R 4V

নতুন এই বাইকটিকে হিরো সম্পূর্ন নতুন ভাবে ডিজাইন, স্টাইল, ও পারফর্মেন্স উন্নত করেছে। এছাড়া বাইকটির ইঞ্জিন পারফর্মেন্স আগের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল করা হয়েছে। বলা যায় ১৬০সিসি সেগমেন্টের অন্যতম পাওয়ারফুল মোটরসাইকেল হচ্ছে Hero Thriller 160R 4V।

এক জমকালো আয়োজনের মাধ্যমে বসুন্ধরা কনভেনশন সিটি (আইসিসিবি) তে হিরো মোটরসাইকেল বাংলাদেশ Hero Karizma XMR 210 এর সাথে নতুন Hero Thriller 160R 4V বাইকটি লঞ্চ করেছে।

এই বাইকটিতে হিরো দিয়েছে ১৬৩সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক, ৪টি ভাল্বসহ ওয়েল কুল্ড ইঞ্জিন। ইঞ্জিন থেকে সর্বোচ্চ 16.67 BHP এবং 14.60 NM টর্ক উৎপন্ন করতে সক্ষম। এছাড়া এই বাইকটিতে আরও আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে। 

এখন আসা যাক দামের বিষয়ে হিরো সব সময় কাস্টোমারদের কথা চিন্তা করে দাম রেখেছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। হিরো তাদের নতুন Hero Thriller 160R 4V বাইকটির দাম রেখেছে 2,74,990 BDT But For the first 210 people Offer price is 2,54,990 Taka.

বাইকটি খুব দ্রুত বাংলাদেশে হিরো মোটরসাইকেল এর সকল শোরুমে পাওয়া যাবে বলে আমরা ধারণা করছি। ধন্যবাদ।