Runner AD 80s Deluxe মালিকানা রিভিউ - নজরুল ইসলাম
This page was last updated on 12-Aug-2024 05:07am , By Shuvo Bangla
আমি মোঃ নজরুল ইসলাম খান । পেশায় একজন ব্যবসায়ী , আমি বসবাস করি ঢাকা জেলার সাভার থানায় । আপনাদের সাথে আমার Runner AD 80s Deluxe বাইকের মালিকানা রিভিউ শেয়ার করবো ।
আমার জীবনে প্রথম বাইক চালানো শিখি বাবার হাতে আর এটি ছিল ইয়ামাহা আর এক্স । ব্যবসায়িক কাজে এবং ঘুরে বেড়ানোর জন্য বাইক একটি দারুন জিনিস । ব্যবসায়িক কাজে প্রতিদিন ৬০ থেকে ৭০ কিলোমিটার বাইক রাইডিং এর জন্য আমি রানার এডি ৮০এস ডিলাক্স মোটরসাইকেলটি ক্রয় করি । বাইকটি ক্রয় করার প্রধান কারন কম তেলে বেশি চলে ।
এটার বডি স্ট্রাকচার দেখার পর আমার মনে হয়েছিল এটা অনেকদিন চলার উপযোগী । আমার বাইকটি পেপারস সহ দাম পড়েছিল ৯২ হাজার ৪০০ টাকা । বাইকটি আমি কিনেছিলাম সাভার সেতু মটরস থেকে । বাইক কিনতে যাওয়ার ঘটনা নতুন নয় এটি আমার 6 তম বাইক.তবুও নতুন বাইক কেনার সময় প্রতিটা মানুষেরই নতুন একটা অনুভূতি এবং ফিল থাকে সেটা বলে প্রকাশ করার মতো না ।
এই বাইকটির ফিউচার সম্বন্ধে বলতে গেলে এটার ওডো মিটার স্পিড মিটার ছাড়া তেমন কোন অপশন নেই সাথে ফুয়েল মিটার দেখা গেলে অনেক ভালো হতো । আমি বাইকটা এখন পর্যন্ত ছয়টা সার্ভিসিং করেছি প্রতিটা সার্ভিসিং তেজগাঁও সার্ভিস সেন্টার থেকে করানো হয়েছে । নতুন অবস্থায় আমি বাইকটি থেকে মাইলেজ পেয়েছি ৪০ - ৪৫ । বাইকের যত্নে আমি সব সময় জেনুইন পার্টস এবং অরজিনাল মবিল দেওয়ার চেষ্টা করি ।
আমি কখনোই স্পিড প্রমোট করি না তবুও আমার মোটরসাইকেলটিতে আমি সর্বোচ্চ ৭৫ স্পিড তুলতে সক্ষম হয়েছি ।
Runner AD 80s Deluxe বাইকটির কিছু ভালো দিক -
- কম তেলে বেশি চলে
- বাইকটি অনেক টেকসই আপনি পাঁচ বছরে চালিয়েও তেমন কিছু করতে পারবেন না
- বাইকটির ইঞ্জিন অনেক ভালো আমি একটানা ১২০ কিলোমিটার এর মতো রাইড করেছি
- মেইনটেনেন্স খরচ খুব কম
- চাকা স্কিড করবে না
Runner AD 80s Deluxe বাইকটির কিছু খারাপ দিক -
- হেডলাইটের আলো খুবই কম
- বাইকের সুইচের কোয়ালিটি গুলো খারাপ
- হ্যালোজেন হেড লাইট
- গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই কম
এখন আসি ট্রাভেল নিয়ে বাইকটি নিয়ে আমি অনেক লম্বা রাস্তা রাইড করেছি । ঢাকা-চট্টগ্রাম , বগুড়া , কুষ্টিয়া , রাজশাহী , ময়মনসিংহ , বাগেরহাট সহ আরো অনেক জেলা যা আপনাদের সাথে ছবি সহ শেয়ার করেছি । বাইকটি আমি এখন পর্যন্ত চালিয়েছি ৪৩ হাজার কিলোমিটার । ইঞ্জিন অয়েল হিসেবে আমি ব্যবহার করি সেল এডভান্স 20w50 । সব দিক মিলিয়ে বাইকটি আমাকে খুব ভালো পার্ফরমেন্স দিচ্ছে । ধন্যবাদ ।
লিখেছেনঃ মোঃ নজরুল ইসলাম খান