New Honda CBR 150R 2021 আনঅফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ হলো
This page was last updated on 29-Jul-2024 05:49am , By Shuvo Bangla
New Honda CBR 150R 2021 মডেলটি আনআফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। ১৬ মার্চ ২০২১, বাইকটি সর্বোপ্রথম বাংলাদেশে রোড এন্ড রেস নামে একটি ডিলার পয়েন্ট নিয়ে আসে। হোন্ডার কোম্পানির All Honda bike price in Bangladesh দেখে আসুন।
New Honda CBR 150R 2021 আনঅফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ হলো
হোন্ডা আগের Honda CBR 150R মডেলটি থেকে এই মডেলটিতে অনেক পরিবর্তন নিয়ে এসেছে। Honda CBR 150R মডেলের বাইকটি বাংলাদেশে পাওয়া যায়, যা বাংলাদেশের একটি খুব জনপ্রিয় স্পোর্টস বাইক।
এই বছর হোন্ডা তাদের বাইকটিতে কিছু নতুন রঙ এবং কিছু নতুন বৈশিষ্ট্য সহ তাদের নতুন মডেল New Honda CBR 150R 2021 বাজারে নিয়ে এসেছে। New Honda CBR 150R 2021 সর্বোপ্রথম ইন্দোনেশিয়ায় লঞ্চ করে এবং বর্তমানে এটি এখন বাংলাদেশে লঞ্চ করেছে।
আপডেট এই নতুন মডেলটি আগের মডেলের তুলনায় অনেক বেশি আকর্ষণীয়। নতুন এই মডেলটি কিছুটা Honda CBR 250RR এর ডিজেইনে করা হয়েছে।
হোন্ডা তাদের এই নতুন মডেলটি ৩ টি কালার ভেরিয়েন্টে তৈরি করেছে- Red-BlackGrey-RedMatte-Black বাইকটিতে স্লিপার ক্লাচ ব্যবহার করা হয়েছে। এটি এই বাইকের একটি প্রধান বৈশিষ্ট্য, যা বাংলাদেশের আগের Honda CBR 150R এ ছিলনা।
এই বাইকটিতে স্পোর্টি রাইডিং পজিশন সহ ফুল-ফেয়ারড ডিজাইন রয়েছে। বাইকটিতে একটি ১৪৯.১৬ সিসি সিংগেল সিলিন্ডার, DOHC, ৪ টি ভাল্ব এর শক্তিশালী ইঞ্জিন এবং ৬ টি গিয়ার দেওয়া হয়েছে।
Click To See Honda CBR 150R Test Ride Review In Bangla – Team BikeBD
বাইকটির আরো একটি বৈশিষ্ট্য হল এর লিকুইড কুলিং সিস্টেম এবং ই এফ আই সিস্টেম। নতুন ডিজাইনের এলইডি হেড লাইট গুলো যা বাইকটিকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। এলইডি টেইল লাইট এবং টার্ন ইন্ডিকেটর বাইকটিকে নতুনত্বের স্পর্শ দিয়েছে। এই বাইকটিতে সম্পূর্ণ ডিজিটাল মিটার রয়েছে।
ইঞ্জিনটি থেকে ৯০০০ আরপিএম এ ১৭.১ বিএইচপি পাওয়ার এবং ৭০০০ আরপিএম এ ১৪.৪ এনএম টর্ক উৎপন্ন করে। সামনের সাসপেনশন আপসাইড ডাউন এবং পিছনে সুইং আর্ম মনোশক (প্রো-লিংক) সিস্টেম সাসপেনশন যা আপনাকে প্রতিটি ভ্রমনে আরামদায়ক একটি যাত্রা উপহার দিবে।
কম্পানির মতে বাইকটি পার লিটারে ৩৮+ মাইলেজ, এবং ১৩৬+ টপ স্পিড দিতে সক্ষম। যা একটি স্পোর্টস বাইকের জন্য যথেষ্ট ভাল। বাইকটির সাসপেনশন গুলো এডজাস্টেবল যা এই বাইকটির একটি নতুন ফিচার।
New Honda CBR 150R 2021 মডেলটিতে সামনের চাকায় ১০০/৮০-১৭ সাইজের টায়ার দেওয়া হয়েছে এবং পিছনের চাকায় ১৩০/৭০-১৭ সাইজের টায়ার দেওয়া হয়েছে। উভয় টায়ার টিউবলেস। New Honda CBR 150R 2021 বাইকটিতে পূর্বের মডেলটির থেকেও স্পোর্টি এক্সস্টাস্ট মাফলার এবং NGK স্পার্ক প্লাগ ব্যবহার করা হয়েছে যা খুব কার্যকরী।
বাইকটির এবিএস ভার্শন থাকলেও এখন পর্যন্ত বাংলাদেশে এবিএস ভার্শনটি এভেইলেভেল হয়নি। New Honda CBR 150R 2021 বাইকটির বর্তমান বাজার মূল্য ৫,৪৫,০০০ টাকা মাত্র।
New Honda CBR 150R 2021 আগের মডেলটির থেকেও আরও আকর্ষণীয় বৈশিষ্ট্যযুক্ত। আপনি যদি বাইকটি সম্পর্কে আরও জানতে চান তাহলে BIKEBD.COM ওয়েবসাইট ভিজিট করুন।