Yamaha FZS FI বাইক নিয়ে মালিকানা রিভিউ - তুহিন

This page was last updated on 31-Jul-2024 05:08am , By Shuvo Bangla

আমি নোমান আহম্মেদ তুহিন । আমার বাইক এর নাম Yamaha FZS FI এটা আমার জীবনের প্রথম বাইক । যদিও আমার বয়সটা অনেক কম তবে এই অল্প বয়সে এই বাইক থেকে যে এক্সপেরিয়েন্স পেয়েছি এটা আপনাদের শেয়ার করতে চাই।

Yamaha FZS FI বাইক নিয়ে মালিকানা রিভিউ                                      

এক কথায়  বাইকটার ব্রেকিং কন্ট্রোল অসাধারণ । ১৫০ সিসি বাইক হিসেবে মাইলেজ অনেক ভালো দেয়। বাইকটা অনেক কমফোর্টেবল , ১৫০ সিসি হিসাবে  বাইকটার ওয়েট বেশি না। যদিও আমি হালকা পাতলা মানুষ তারপরে অনেক সুন্দর ভাবে বাইকটা কে কন্ট্রোল করতে পারি। 

Yamaha FZS FI বাইক নিয়ে মালিকানা রিভিউ - তুহিন

বাইকটার লুক এক কথায় অসাধারণ। বাইকটা যে কেউ রাইড করলে অনেকটাই সুন্দর লাগে। বাইকটা সাউন্ড কোয়ালিটি একদম জোস লেভেলের । সর্বশেষ  আমার অল্প বয়সের অভিজ্ঞতা থেকে একটা কথা আপনাদের কে বলতে চাই আপনারা যদি এই বাইকটি কিনতে চান  একদম চোখ বন্ধ করে বাইকটা নিতে পারেন আশা করি কোন ধরনের ভুল করবেন না। 

বিশেষ দ্রষ্টব্য আমার একটা খারাপ লাগার বিষয় আপনাদের কাছে শেয়ার করতে চাই জাস্ট একটা বিষয়ে খারাপ লাগছে যুগের সাথে তাল মিলিয়ে  বাইকটা মিটার একটু আপডেট করলে বাইকটা আরো গর্জিয়াস হতো, তারপরেও যেটুকু আছে আলহামদুলিল্লাহ। 

yamaha fzs fi v2 user

আর একটা বিষয় না বললেই নয়  আমি যদি  আপনাদের কোন ভুল তথ্য দিয়ে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদিও আমার বয়সটা অনেকটাই কম আমার অভিজ্ঞতা অনেক কম । বাইক বিডিকে অসংখ্য ধন্যবাদ মনের কথা প্রকাস করার এইরকম সুন্দর একটা সিস্টেম করার জন্য । ধন্যবাদ । 


লিখেছেনঃ  নোমান আহম্মেদ তুহিন 

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।