বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) ঢাকা বাইক শো ২০১৮

This page was last updated on 16-Jul-2024 04:25pm , By Saleh Bangla

ঢাকা-মার্চ ২২,২০১৮- বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) ঢাকা বাইক শো-২০১৮ তে যেটা ২২-২৪ মার্চ পর্যন্ত চলবে, যেটি অনুষ্ঠিত হবে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)তে এবং কনভেনশন সেন্টারের হল নাম্বার – ৩, প্যাভিলিয়ন নাম্বারঃ সি – ৩ তে তারা তাদের পাওয়ারফুল বাইকগুলো শো করবে ।

 বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) ঢাকা বাইক শো

BHLএই তিন দিন ব্যপী শোতে , বাংলাদেশ হোন্ডা (বিএইচএল) তাদের নতুন লঞ্চ হওয়া সিবি হর্নেট ১৬০আর কে আরো উন্নত করে তুলবে এক্সকুলেসিভ ডিসপ্লের মাধ্যমে এবং স্পেশাল টেস্ট রাইড এক্সপেরিয়্যন্স রাখছেন সিবি হর্নেট লাভারসদের জন্য । বিএইচএল চিন্তা করছে যারা ১৬ ফেব্রুয়ারী ২০১৮তে সিবি হর্নেট লঞ্চ হওয়ার পর প্রথম মাসে কিনেছে সেইসব সিবি হর্নেট কাস্টমারদের সাথে ভাল একটা মজার সন্ধ্যা কাটাতে চায় । বিএইচএল আশা করছে যে সিবি হর্নেট কাস্টমাররা সব জায়গা থেকে ঢাকায় মিলিত হোক এবং মজার সময় কাটাক । বিএইচএল বাংলাদেশে প্রথম মাসে ১,৫০০ ইউনিট এর বেশি বিক্রি করেছে । ইয়্যাং কাস্টমাররা নতুন লঞ্চ হওয়া সিবি হর্নেট এর উপর বেশ আগ্রহ দেখায় এবং বড় ধরনের বুকিং অর্ডার দেয় । ওয়েটিং বুকিং কাস্টমারদের কথা দেওয়া হয়েছে যে জলদি বাইকটি ডেলিভারী দেওয়া হবে তাই গাজীপুরের শ্রীপুরে কর্মচারীদের বেশি করে কাজ করতে বলা হয়েছে যাতে করে জলদি ডেলিভারী দেওয়া যায় ।Honda-all-Hornet-160r-1 সিবি হর্নেট এর পাশাপাশি বিএইচএল ১৫০ ও ১৬০ সিসি মডেলের যে বাইকগুলো শো করবে তা হল সিবি ট্রিগার, হোন্ডা এক্স ব্লেড ১৬০আর, সিবি ইউনিকর্ন ১৬০ এবং সিবিআর ১৫০আর যেটা বাংলাদেশের বাইকারদের বাইকের বিষয়ে নতুন ধারনা তুলে আনবে । কিছু কিছু মডেলের বাইক বাংলাদেশের কাস্টমারদের উপর নির্ভর করে বিএইচএল ভবিষৎ এ নিয়ে আসবে । হোন্ডা ডিও ১১০ ইয়্যাং আইকন স্কুটার যেটা হোন্ডা শো করবে পুরুষ এবং মহিলা বাইকারদের জন্য । ডিও দুই শ্রেনীর মানুষের জন্য ব্যবহার যোগ্য এবং জ্যাম যুক্ত রাস্তা এবং খারাপ রাস্তায় চালানোর জন্য এই স্কুটারটি বেশ ভাল ।honda-dio-price-in-bangladesh  হোন্ডা জেনুইন এক্সেসোরিজ যেমন হোন্ডা ব্র্যান্ড জ্যাকেট, হেলমেট, রাইডিং গ্লোভস, বাইক ডেকোরেশন কিটস এবং আরো অনেক ধরনের এক্সেসোরিজ মোটরশো প্যাভিলিয়নে দেখানো হবে এবং বিক্রি করা হবে । এছাড়াও র‍্যাফেল ড্র, কুইজ কম্পিটিশন এবং বিভিন্ন ধরনের পুরষ্কার দেওয়া হবে ভিজিটরদের জন্য । হোন্ডা  ভিশন বাংলাদেশের জন্য করা হবে ‘বদলে ফেলুন জীবনের গতি’ ক্যাম্পেইনের মাধ্যমে করা হবে । মোটরশো এর সব থেকে আকর্ষনীয় বাইকগুলো থাকবে কাস্টমারদের জন্য হল সিবি শাইন, লিভো এবং ড্রিম নিও ।Well-Bangladesh অনুষ্ঠানের কথা বললে, মি. ইউচিরো ইশি বলেছেন, “হোন্ডা বিশ্বের সব থেকে সহজলভ্য বাইক এবং সেই ধারা অনু্যায়ী বাংলাদেশ হোন্ডা (বিএইচএল) এই প্রোডাক্টস এর উপর ইনভেস্ট করছে, যাতে মানুষের মানুষের লাইফ চেঞ্জ হয়ে যায় । আমরা সেই সব কাস্টমারদের ধন্যবাদ জানায় যারা আমাদের নতুন লঞ্চ হওয়া সিবি হর্নেট ১৬০আর নিয়ে খুব আগ্রহ প্রকাশ করে । আমাদের কাছে অনেকের এই বাইকটির জন্য বড় ধরনের বুকিং দেওয়া আছে এবং আমরা যথাসাধ্য চেষ্টা করব আমাদের ওয়েটিং কাস্টমারদের ঈদের আগে বাইকটি পৌছায় দেওয়ার জন্য ।”  সিবি হর্নেট ১৬০আর রউ, রিয়্যাল, রিপড এবং রকিং, সিবি হর্নেট ১৬০আর ৩ ধরনের কালার স্কিম নিয়ে এসেছে সেগুলো হল – স্ট্রাইকিং গ্রীন, স্পোর্টস রেড এবং এ্যাথেলেটিক ব্লু মেটালিক সাথে ইউনিক মাস্কুলার ট্যাংক, ওয়াইড রিয়ার টায়ার, ২৭৬ মি.মি. পেটাল ডিস্ক ব্রেক, এক্স-শেপড এলইডি টেইল লাইট, ফাইভ স্পোক স্প্লিট এ্যালয় হুইলস এবং স্ট্রাইকিং রিম স্ট্রাইপস যেটা বাইকটিকে খুব সুন্দর এবং আকর্ষনীয় করে তুলেছে ।

১৬৩ সিসি ইঞ্জিন দক্ষতার সাথে সিবি হর্নেট ১৬০আর ১৫.৩পিএস পাওয়ার এবং ১৪.৭৬ এনএম টর্ক দিতে সক্ষম, যেটা এই সেগমেন্টের খুবই দক্ষ সর্ম্পূন বাইক । লং স্ট্রোক এ্যডভান্সড ইঞ্জিন এর সাথে কম্প্রেশন রেটিও ১০ঃ১ যেটা ডিজাইন করা হয়েছে ভাল লো ইন্ড টর্ক এবং ভাল পাওয়ার দিতে সক্ষম । এছাড়াও বাইকটির ইঞ্জিন বেশ স্মুথ । হোন্ডা সিবি হর্নেট ১৬০আর বাংলাদেশের টপ ইন্ড স্পোর্টস বাইক যেটার ফুয়েল এ্যফেন্সি, মনো সাস্পেশন পাওয়ার এবং এএইচও হোন্ডার লেটেস্ট টেকনোলজি থেকে তৈরী করা হয়েছে । সিবি হর্নেট এর দাম বাংলাদেশে প্রায় ১৯৯,৮০০ টাকা । হোন্ডা এক্স ব্লেড ১৬০আর- (বাংলাদেশে এ্যভেলেবল না) হোন্ডা এক্স ব্লেড হোন্ডার সব থেকে লেটেস্ট এডিশন যেটা রেজর ব্লেডের মত শার্প । ১৬০ সিসি বাইকটি রেজর-শার্প ডিজাইন এবং এই সেগমেন্টের প্রথম যেটার ফেস অনেকটা রোবোর মত । এক্স-ব্লেড এর অন্যান্য ফিচারস সহ ফুল এলইডি হেডল্যাম্প, এলইডি টেইল ল্যাম্প, নতুন ডিজিটাল ইনষ্ট্রুমেন্ট ক্লাস্টার এর সাথে গিয়ার শিফট ইন্ডিকেটর এবং সার্ভিস রিমেন্ডার, ফুয়েল ক্যাপাসিটি ১২ লিটারস, ডুয়েল আউটলেট মাফলার এবং স্প্লিট গ্র্যাব রেইল দেওয়া আছে । বাইকটির ইঞ্জিন এয়ার-কুল্ড ৪-স্ট্রোক ১৬৩সিসি এবং বাইকটি প্রায় ১৪ পিএস @ ৮৫০০ আরপিএম এবং টর্ক ১৩.৯ এনএম @ ৬০০০ আরপিএম দিতে সক্ষম । ইঞ্জিনে আছে ৫-স্পিড গিয়ারবক্স যেটা ধারনা করা হচ্ছে যে মাইলেজ প্রায় ৬০ কিলোমিটার পার লিটার দিতে সক্ষম । Honda-X-Blade-160-Val ডায়মন্ড টাইপ ফ্রেম এর উপর নির্ভর করে বাইকটিতে টেলিস্কোপ ফ্রন্ট ফর্কস এবং রিয়ারে মনোশক এ্যবর্জবার দেওয়া আছে । হোন্ডা এক্স ব্লেডে ১৭ ইঞ্চি এ্যলয় হুইলস যার ফ্রন্টে ২৭৬ মি.মি. ডিস্ক ব্রেক এবং রিয়ারে ১৩০ মি.মি. ড্রাম ব্রেক দেওয়া আছে । সিবি ইউনিকর্ন ১৬০ - (বাংলাদেশে এ্যভেলেবল না) সিবি ইউনিকর্ন ১৫০ স্টাইল এবং ডিজাইনের দিক দিয়ে হোন্ডার সব থেকে অন্যতম বাইক । সিবি ইউনিকর্নে ফোর স্ট্রোক ইঞ্জিন, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ১৪৯.২সিসি ইঞ্জিন দেওয়া আছে । বাইকটি প্রায় ১২.৮পিএস পাওয়ার এবং ১২.৮ এনএম টর্ক দিতে সক্ষম । honda-sub-unicorn-160price-in-bangladesh-to18 হোন্ডা সিবি ইউনিকর্ন ১৫০ বাজারের প্রথম মোটরসাইকেল যেটার রিয়ারে মনোশক দেওয়া হয়েছিল যেটা ফ্রন্টের কনভেনশনাল ফর্কের নিচে লুকানো রয়েছে । বাইকটির ফ্রন্টে ২৪০মি.মি. ডিস্ক এবং রিয়ারে ১৩০ মি.মি. ড্রাম ব্রেক দেওয়া আছে । বাইকটির মাইলেজ প্রায় ৬২ কিলোমিটার পার লিটার এবং টপ স্পিড প্রায় ১০১ কিলোমিটার পার আওয়ার । সিবি শাইন ১২৫ সিসি সেগমেন্টের হোন্ডা মোটরসাইকেলের বেশ জনপ্রিয় বাইক । সিবি শাইন সেই সব সেগমেন্টের বায়ারদের জন্য ভাল যারা প্রিমিয়াম লুকস এর সাথে পার্ফমেন্স এবং ফুয়েল এফেসিয়েন্সি ভাল চায় । Honda-all-hears-125 সিবি শাইন এর গ্র্যাফিক্স খুব সুন্দর এবং এর ফুয়েল ট্যাংকের উপর ৩ডি হোন্ডা এম্বেলেম ফুয়েল ট্যাংকে আলাদা একধরনের লুকস দিয়েছে । বাইকটির ইঞ্জিনে ১২৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড হোন্ডা ইকো টেকনোলজি (এইচইটি) ইঞ্জিন । ইঞ্জিনটি প্রায় ১০.৩ পিএস @ ৭৫০০ আরপিএম এবং ১০.৫৪ এনএম @ ৫৫০০ আরপিএম দিতে সক্ষম যেটার গিয়ারবক্স ৪টি । সিবি শাইন দুইটা কালার সহ এর দাম বর্তমানে ১৪৬,০০০টাকা । ড্রিম নিও ড্রিম নিও ফুয়েল ইকোনোমি এবং বাজারে নতুন এসেছে , যেটার ১১০সিসি এইচইটি ইঞ্জিন এবং প্রায় ৮.৪ পিএস পাওয়ার দিতে সক্ষম । বাইকটির সামনে এবং পিছন দুটোতেই ড্রাম ব্রেক । honda-dream-neo-110-black-with-red-stripes ফুয়েল এফেসিয়েন্সি প্রায় ৭৪ কিলোমিটার পার লিটার , ৭২০মি.মি. লং কর্ম্ফোটেবল সিট, ১৭৯ মি.মি. হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং টিউবলেস টায়ার দেওয়া আছে ।ড্রিম নিও ম্যাচুয়ার এবং প্র্যাক্টিক্যাল কাস্টমারদের বেস্ট চয়েজ । বাইকটি হোন্ডার সব থেকে সহজলভ্য বাইক যেটার দাম মাত্র ১১৪,৫০০ টাকা । লিভো লিভো বাংলাদেশে ২০১৭ সালে লঞ্চ হয় । লিভোর ইঞ্জিনে সিঙ্গেল সিলিন্ডার, ১১০সিসি, এয়ার কুল্ড ইঞ্জিন এবং এটি প্রায় ৮.৩ পিএস @ ৭৫০০ আরপিএম এবং ৮.৬ এনএম @ ৫৫০০ আরপিএম সাথে ৪টি গিয়ারবক্স দেওয়া আছে । সাস্পেশনের দিক দিয়ে ফ্রন্টে টেলিস্কোপ ফর্কস এবং রিয়ারে এ্যাডজাস্টটেবল ডুয়েল শক এ্যাবর্জবার দেওয়া আছে । honda-livo-110 ব্রেকিং এর দিক দিয়ে ১৩০মি.মি. ড্রাম ব্রেক ফ্রন্টে এবং রিয়ারে । বাইকের হুইল ১৮ ইঞ্চি এবং টিউবলেস টায়ারস । লিভোর মাইলেজ প্রায় ৭০কিলোমিটার পার লিটার এবং এর ফুয়েল ক্যাপাসিটি ৮.৫ লিটারস এবং টপ স্পিড ৮৬ কিলোমিটার পার আওয়ার । বাইকটির ওজন প্রায় ১১১ কেজি । লিভো দুটো ভার্শনে পাওয়া যায় সেগুলো হল ড্রাম ব্রেক এবং ডিস্ক ব্রেক ভার্শন । ড্রাম ব্রেকের দাম ১৩০,০০০ টাকা এবং ডিস্ক ব্রেকের দাম ১৩৫,৫০০ টাকা । ডিও - (বাংলাদেশে এ্যভেলেবল না) অসাধারন আপগ্রেটের সাথে নতুন হোন্ডা ডিও এর ফ্রন্ট এপ্রোনে দুটো হোয়েট পজিশন ল্যম্পস এবং হ্যন্ডেলবার এ এলইডি স্ট্রাইপ দেওয়া আছে । রিয়ারে সেকশনে নতুন ডিজাইন করা টেইল-ল্যাম্প দেওয়া আছে যদিও এলইডি ইউনিটের না । ওয়াইডার সিটস রাইডার এবং পিলিয়নদের জন্য বেশ আরামদায়ক, এছাড়াও মোবাইল চার্জিং পয়েন্ট দেওয়া আছে । অটো হেডল্যম্প অন (এএইচও) ফিচারসও দেওয়া হয়েছে রোডে গ্লোবাল সেফটির জন্য honda-dio-scooter-2018-bangladesh হোন্ডা ডিও এর ইঞ্জিন ১১০ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যেটা প্রায় ৮.১ পিএস পাওয়ার এবং ৯এনএম টর্ক দিতে সক্ষম সিভিটি ট্র্যান্সমিশন এর সাহায্য । ডিও এর ফ্রন্ট সাস্পেশনে বটম লিংক এবং রিয়ারে মনোশক দেওয়া আছে । ১০ ইঞ্চি হুইলের সাথে ডিও এর টায়ারগুলো টিউবলেস ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

KTM Duke 250 (2024)

KTM Duke 250 (2024)

Price: 0.00

VOGE SR150GT

VOGE SR150GT

Price: 0.00

Revoo C03

Revoo C03

Price: 0.00

View all Upcoming Bikes