ইয়ামাহা জেনুইন স্পেয়ার পার্টস এর মূল্য হ্রাসের ঘোষণা দিল এসিআই মোটরস লিমিটেড
This page was last updated on 10-Mar-2025 10:03am , By Badhan Roy
মোটরসাইকেল ব্যাবহারকারীদের মেইনটেনেন্স এর জন্য স্পেয়ার পার্টস অত্যন্ত জরুরি। সপ্রতি ইয়ামাহা গ্রাহকদের জন্য জেনুইন স্পেয়ার পার্টস এর সহজলভ্যতা নিশ্চিতের জন্য এসিআই মোটরস লি. ইয়ামাহা ব্র্যান্ডের সকল জেনুইন স্পেয়ার পার্টস এর উপর আকর্ষনীয় মূল্য হ্রাসের ঘোষণা দিয়েছে।
ইয়ামাহা জেনুইন স্পেয়ার পার্টস এর মূল্য হ্রাসের ঘোষণা দিল এসিআই মোটরস লিমিটেড
ইয়ামাহা বাংলাদেশ তথা এসিআই মোটরস লি. এর অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ তারিখে ইয়ামাহা ব্র্যান্ডের সকল জেনুইন স্পেয়ার পার্টস এর উপর আকর্ষনীয় মূল্য হ্রাসের ঘোষণার আপডেট দেওয়া হয়।

জানা গেছে, ইয়ামাহা জেনুইন স্পেয়ার পার্টস এখন থেকেই পাওয়া যাচ্ছে আগের থেকেও সাশ্রয়ী মূল্যে। মোটরসাইকেলের সেরা পারফরম্যান্স ও নিরাপত্তা নিশ্চিত করতে জেনুইন পার্টসের কোন বিকল্প নেই। নকল পার্টস ব্যবহার করলে বাইকের পারফরম্যান্স ও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি স্বত্বেও বাইকারদের কথা বিবেচনা করে স্পেয়ার পার্টস এর মূল্য হ্রাস করার জন্য এসিআই মোটরস লি. অবশ্যই সাধুবাদ পাওয়ার দাবিদার। ইয়ামাহা ব্যাবহারকারীগণ সারা বাংলাদেশের সকল এসিআই অথোরাইজড থ্রি এস সেন্টার থেকে নতুন মূল্যতালিকায় প্রয়োজনীয় জেনুইন স্পেয়ার পার্টস গুলো সংগ্রহ করতে পারবেন।

বাইক ও বাইকিং বিষয়ক সকল তথ্য এবং আপডেট পেতে বাইকবিডির সাথেই থাকুন।

