পারফরম্যান্স স্পার্ক প্লাগ ব্যবহার আধুনিক মোটরসাইকেলে কি ধরণের সুবিধা দিতে পারে?
This page was last updated on 30-Jul-2024 08:19am , By Saleh Bangla
মোটরসাইকেল রাইডাররা প্রায়ই তাদের মোটরসাইকেলের পারফর্মেন্স, রিলায়াবিলিটি, ও এফিশিয়েন্সি বাড়ানোর জন্য চেষ্টা করে থাকেন। সেকারণে অনেকেই বিভিন্ন আফটারমার্কেট পারফরম্যান্স পার্টস দিয়ে তাদের মোটরসাইকেলের বিভিন্ন মেকানিজম আপগ্রেড করে থাকেন। আর এইক্ষেত্রে মোটরসাইকেলে আফটারমার্কেট পারফরম্যান্স স্পার্ক প্লাগ ব্যবহার বেশ জনপ্রিয় একটি মডিফিকেশন। তো সেইসূত্রেই আজ আমরা জানবো পারফরম্যান্স স্পার্ক প্লাগ ব্যবহার আধুনিক মোটরসাইকেলে কি ধরণের সুবিধা দিতে পারে সেই বিষয়ে। চলুন তবে আজকের আলোচনায়।
মোটরসাইকেলের জন্য হাই-পারফরম্যান্স স্পার্ক প্লাগ
এখনকার মোটরসাইকেলগুলিকে বলা যেতে পারে আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের এক একটি বিস্ময়। কেননা, এগুলি পাওয়ার, এফিশিয়েন্সি, ক্রাফ্টসম্যানশিপ ও টেকনলোজির এক অপূর্ব সমন্বয়ে তৈরী হয়, যা একজন রাইডারকে বেশ উপভোগ্য রাইডিং এক্সপেরিয়েন্স দিতে পারে। আর এসব মোটরসাইকেলে পারফরম্যান্স পার্টস দিয়ে আপগ্রেড প্রায়ই বেশ ভালো ফলাফল দেয়। ফলে এসব মোটরসাইকেলে অনেকেই পারফরম্যান্স স্পার্ক প্লাগ ব্যবহার করে থাকেন।
যাইহোক, মোটরসাইকেলের পারফরম্যান্স স্পার্ক প্লাগগুলি অত্যন্ত পরিশীলিতভাবে ডিজাইন করা ও বিশেষভাবে তৈরি করা হাই-কোয়লিটি স্পার্কপ্লাগ, যা অত্যন্ত টেকসই ও এফিশিয়েন্ট। এগুলি উল্লেখযোগ্যভাবে আধুনিক মোটরসাইকেল ইঞ্জিনের হাই-পারফরম্যান্স ক্যারেক্টারের সাথে মিলে চমৎকারভাবে সার্বিক পারফরম্যান্স বাড়িয়ে তোলে। ফলে এককথায় এগুলি ফ্যাক্টরি স্টক স্পার্ক-প্লাগের চেয়ে অনেক বেশি পারফর্মার। যাইহোক, এখানে আধুনিক মোটরসাইকেলে পারফরম্যান্স স্পার্ক প্লাগ ব্যবহারের সুবিধাগুলি সংক্ষেপে আলোচিত হলো।
আধুনিক মোটরসাইকেলে পারফরম্যান্স স্পার্ক প্লাগ ব্যবহারের সুবিধা
ইগনিশন এফিশিয়েন্সি বৃদ্ধি
পারফরম্যান্স স্পার্ক প্লাগগুলি রিলায়েবল ও পাওয়ারফুল ইগনিশনের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়। বিশেষকরে আধুনিক মোটরসাইকেল ইঞ্জিনের কম্বাশ্চনে এই স্পার্কপ্লাগগুলি নির্ভরযোগ্য ও পাওয়ারফুল ইগনিশন প্রদানের মাধ্যমে এফিশিয়েন্ট কম্বাশ্চন নিশ্চিত করে। আর এই প্লাগগুলি ইরিডিয়াম বা প্ল্যাটিনামের মতো উচ্চমানের এবং উচ্চতর গলনাঙ্ক বিশিষ্ট টেকসই উপকরণ দিয়ে তৈরি হয়। ফলে এগুলি আধুনিক মোটরসাইকেলের হাই-আরপিএম রাইডিং কন্ডিশনের টাফ সিচুয়েশনেও অত্যন্ত এফিশিয়েন্ট ইগনিশন পারফরম্যান্স নিশ্চিত করে।
পাওয়ার ও টর্ক আউটপুট বৃদ্ধি
পারফরম্যান্স স্পার্ক প্লাগগুলি সুপারিয়র কন্ডাক্টিভিটি ও পাওয়ারফুল ইগনিশন ফিচারসহ ডিজাইন করা হয় বিধায় অত্যন্ত এফিশিয়েন্ট কম্বাশ্চন নিশ্চিত করে। ফলে এই স্পার্ক প্লাগগুলি ফুয়েলের প্রতিটি বিন্দু পরিপূর্ণ দহনের সাপেক্ষে সর্বোচ্চ পরিমান শক্তি উৎপাদন করে আধুনিক মোটরসাইকেল ইঞ্জিনে সর্বোচ্চ পারফরম্যান্স পেতে সহায়তা করে। সুতরাং, পারফরম্যান্স স্পার্ক প্লাগগুলি একটি হাই-পারফরম্যান্স মোটরসাইকেল ইঞ্জিন থেকে বর্ধিত পাওয়ার এবং টর্ক আউটপুট পেতে সহায়ক হিসেবে কাজ করে।
ফুয়েল ইকোনমি নিশ্চিত করে
আধুনিক মোটরসাইকেলে পারফরম্যান্স স্পার্ক প্লাগ ব্যবহারের আরেকটি সুবিধা হলো এগুলি উল্লেখযোগ্যভাবে ফুয়েল ইকোনমি বাড়াতে সাহায্য করে। কেননা, পারফরম্যান্স স্পার্ক প্লাগগুলি এসব মোটরসাকেল ইঞ্জিনের কম্বাশ্চন চেম্বারে এয়ার-ফুয়েল মিকশ্চারকে পরিপূর্ণভাবে দহণে সাহায্য করে। ফলে এই এফিশিয়েন্ট কম্বাশ্চন কম জ্বালানী খরচ করে পাওয়ার প্রডাকশন যেমন বাড়ায়, তেমনি পক্ষান্তরে ফুয়েলও যথেষ্ট পরিমান সাশ্রয় করে।
মসৃণ ইঞ্জিন অপারেশন
একটি মোটরসাইকেল ইঞ্জিনের মসৃণ অপারেশনের জন্য একটি কার্যকর ও ভালোমানের স্পার্ক প্লাগ ব্যবহার অত্যাবশ্যকীয়। আধুনিক মোটরসাইকেলগুলিতে হাই-পারফরম্যান্স স্পার্ক প্লাগ ব্যবহারে সেগুলি যেকোন RPM কন্ডিশনে প্রতিবারই স্থিতিশীল ও ধারাবাহিক কম্বাশ্চনের নিশ্চয়তা দেয়। সেইসাথে এসব ইঞ্জিনে মিসফায়ার এবং ভাইব্রেশনের সম্ভাবনাও হ্রাস পায়। সুতরাং, সবমিলিয়ে পারফরম্যান্স স্পার্কপ্লাগ শহর বা লং-হাইওয়ে যেকোনো রাইডে মসৃণ ইঞ্জিন অপারেশন নিশ্চিত করতে সাহায্য করে।
চাপ সহনক্ষম ও দীর্ঘস্থায়ী
পারফরম্যান্স স্পার্ক প্লাগগুলি সাধারণত ইরিডিয়াম এবং প্ল্যাটিনামের মতো প্রিমিয়াম ম্যাটেরিয়ালে দিয়ে তৈরি হয়। এগুলি একচেটিয়াভাবে টেকসই হওয়ার জন্যই এসব প্রিমিয়াম ম্যাটেরিয়ালে তৈরি হয়, যাতে দীর্ঘ সময় ধরে এমনকি চরম রাইডিং কন্ডিশন ও পারিপার্শ্বিক অবস্থার মধ্যেও নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারে। ফলস্বরূপ, এই স্পার্কপ্লাগগুলি আধুনিক হাই-পারফরম্যান্স মোটরসাইকেলের ইঞ্জিনের এক্সট্রিম চাপ সহ্য করেও লম্বা সময় ধরে তাদের টপ পারফরম্যান্স ধরে রাখতে পারে।
লোয়ার ইমিশন নিশ্চিত করে
পারফরম্যান্স স্পার্ক প্লাগগুলি আধুনিক মোটরসাইকেলগুলোতে উল্লেখযোগ্যভাবে ইমিশন নিয়ন্ত্রনেও সহায়ক হিসেবে কাজ করে। যেহেতু পারফরম্যান্স স্পার্ক প্লাগগুলি হাই-পারফরম্যান্স মোটরসাইকেল ইঞ্জিনে এফিশিয়েন্ট কম্বাশ্চন নিশ্চিত করে পরিপূর্ণ কম্বাশ্চন ঘটায়, সেহেতু তাদের একজষ্ট গ্যাসেও কম ইমিশন নির্গত হয়। সুতরাং সর্বাধিক ফুয়েল এফিশিয়েন্সি নিশ্চিত হয়, সর্বোচ্চ পাওয়ার প্রডাকশন হয়, এবং ফুয়েল পরিপূর্ণভাবে বার্ন হয়ে ইঞ্জিন ইমিশন উল্লেখযোগ্যভাবে কমে যায়।
সুতরাং, সবমিলিয়ে বলা যায় যে, আধুনিক মোটরসাইকেলগুলিতে পারফরম্যান্স স্পার্ক প্লাগ ব্যবহারে অনেকটাই বাড়তি সুবিধা পাওয়া যায়। কেননা এসব মোটরসাইকেল সাধারণত অত্যাধুনিক ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে সাথে টপরেঞ্জ পারফরম্যান্স ও এফিশিয়েন্সির জন্য ডিজাইন করা হয়। তাই এসব মোটরসাইকেলের এক্সট্রিম অপারেটিং কন্ডিশনে নিরবিচ্ছিন্নভাবে কাজ করার সাথে সাথে ইঞ্জিন থেকে সর্বোচ্চ পারফরম্যান্স পাবার জন্য পারফরম্যান্স স্পার্ক প্লাগ ব্যবহার অত্যন্ত ফলদায়ক হতে পারে তা বলাই যায়।