Carnival Assure - ইন্সুরেন্স করার নিয়ম - কি কি বেনিফিট ?
This page was last updated on 28-Jul-2024 07:12am , By Ashik Mahmud Bangla
Carnival Assure একটি বীমা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এর পার্টনারদের বিভিন্ন পলিসি থেকে, আপনি নিজের প্রয়োজনমতো বীমা পলিসি বেছে নিতে পারেন। বিভিন্ন পলিসির মতো Carnival Safety First , বেশ জনপ্রিয় একটি পলিসি। এটি দূর্ঘটনা বীমা কভারেজ প্রদান করে। কিভাবে আপনি এই পলিসি টি কিনতে পারেন এবং এর বেনিফিট গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি।
কিভাবে আপনি Carnival Assure বীমাটি ক্রয় করতে পারেন?
Carnival Assure ওয়েবসাইটে Health Insurance অপশনের ভিতরে বীমাটি রয়েছে।
পলিসির মূল্য: ৩৬৫ টাকা (বছরে একবার - শুধুমাত্র ক্রয় করার সময় পেমেন্ট)
কভারেজের পরিমাণ: ১০০,০০০ টাকা পর্যন্ত
কভারেজ সময়সীমা: ১ বছর
পলিসিটি কিনতে এখানে ক্লিকের মাধ্যমে লিঙ্কে প্রবেশ করে, Buy Now অপশনটিতে প্রবেশ করুন।
এখন আপনার নাম, মোবাইল নম্বর এবং অন্যান্য তথ্য দিয়ে ফাঁকা ঘরগুলো পূরণ করুন, অবশ্যই আপনার NID এর সাথে মিল রেখে তথ্যগুলো প্রদান করবেন। এরপর NEXT এ ক্লিক করুন,
এরপর Nominee Info গুলো আগেরমতো সঠিকভাবে পূরণ করে NEXT এ ক্লিক করুন।
এরপর Mailing Address (যোগাযোগের ঠিকানা) এর তথ্যগুলো সঠিকভাবে পূরণ করুন। যদি আপনি আপনার এলাকার Post Code না জেনে থাকেন তাহলে গুগলে সার্চ করুন, খুব সহজেই আপনি Post Code পেয়ে যাবেন। সবশেষে NEXT এ ক্লিক করুন,
এরপর Good Health Declaration টি ভালোভাবে পড়ে নিন এবং শেষের দুটি শর্তে টিক চিহ্ন দিয়ে NEXT এ ক্লিক করুন,
এরপর আপনি যেগুলো পূরণ করেছেন সেগুলো সব ঠিক আছে কিনা সেটা একবার ভালোভাবে যাচাই করে নিন। যদি সব ঠিক থাকে তাহলে SUBMIT এ ক্লিক করুন। এরপর আপনার বীমার টাকাটা জমা দিতে হবে, টাকা জমা দেয়ার জন্য আপনি বিভিন্ন অপশন পাবেন, আপনার সুবিধামতো অপশনটি বেছে নিন এবং PAY NOW তে ক্লিক করুন,
পেমেন্ট সফলভাবে শেষ হলে আপনার বীমাটি হয়ে গেলো। সাথে সাথেই আপনার মোবাইলে কনফার্ম SMS যাবে, যা থেকে আপনি বীমার অনলাইন কপি নামিয়ে রাখতে পারবেন। চাইলে আপনি সেটি প্রিন্ট করেও রেখে দিতে পারেন।
শর্তসমূহঃ
- বীমাকৃত ব্যক্তির সংখ্যা – ১
- পলিসি বৈধতা – নিবন্ধনের তারিখ থেকে ১ বছর
- বাংলাদেশী হতে হবে
- ১৮ – ৬০ বছরের মধ্যে বয়স হতে হবে
বেনিফিটঃ
১- মৃত্যু (যে কোন কারণে) – ৫০,০০০ টাকা পর্যন্ত ( আত্মহত্যা / এইচআইভি-এইডস ব্যতীত অন্য কোনও কারণে মৃত্যু)
২- দূর্ঘটনা জনিত হাসপাতালে ভর্তি কভারেজ – ৫০,০০০ টাকা পর্যন্ত
- মাথায় আঘাত (৫০,০০০ পর্যন্ত)
- দ্বিতীয় এবং তৃতীয় ডিগ্রি বার্ন (৩৭,৫০০ টাকা পর্যন্ত)
- বুকের ইনজুরি (২৫,০০০ টাকা পর্যন্ত)
- ফ্র্যাকচার এবং স্থানচ্যুতি (১২,৫০০ টাকা পর্যন্ত)
- ১ম ডিগ্রি পোড়া, স্ক্র্যাপ এবং কাটগুলি (৫,০০০ টাকা পর্যন্ত)
- স্প্রেন সহ নরম টিস্যু ইনজুরি (২,৫০০ টাকা পর্যন্ত)
বীমা ক্লেইম অর্থাৎ বীমাদাবি করতে পারবেন অনলাইনে। ওয়েবসাইটের শুরুতেই ক্লেইম বাটন রয়েছে। আপনার তথ্য এবং ক্লেইমের কারণের কাগজ গুলো ছবি তুলে পাঠিয়ে দিলেই হবে। কাগজগুলো যাচাই করে, মাত্র কয়েকটি কর্ম দিবসের মধ্যে বীমা ক্লেইমের অর্থ আপনার কাছে পৌঁছে যাবে।
দুরঘটনায় সুরক্ষিত থাকতে - ক্লিক করুন
Facebook Page - https://www.facebook.com/carnivalassure/