ঢাকা বাইক শো ২০১৭ সিইএমএস গ্লোবাল—সংবাদ সম্মেলনের বিস্তারিত

This page was last updated on 18-Aug-2024 04:55am , By Shuvo Bangla

ঢাকা বাইক শো ২০১৭ এর আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন করেছে শো’র আয়োজক সিইএমএস গ্লোবাল। রাজধানীর পল্টনে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এই সংবাদ সম্মেলনে শো’র পার্টনার ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এবারে ঢাকা বাইক শো ২০১৭’র অনলাইন পার্টনার হয়েছে বাইকবিডি।

ঢাকা বাইক শো ২০১৭ সংবাদ সম্মেলন

DHAKABIKESHOE1

প্রোগ্রামটি উপস্থাপন করেন মিসেস মেহেরুন এস ইসলাস; গ্রুপ প্রেসিডেন্ট ও এমডি, সিইএমএস গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক জনাব সাফাত ইশতিয়াক; সহকারী ব্যবস্থাপক, র‌্যাংকন মোটরবাইকস লিমিটেড জনাব তানভীর কামরুল ইসলাম; নির্বাহী পরিচালক, সিইএমএস বাংলাদেশ জনাব নঈম শরিফ; হেড অব মার্কেটিং, সিইএমএস বাংলাদেশ 

DHAKA BIKESHOW

আগামী ২৩-২৫ মার্চ কুড়িলের বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠিতব্য ঢাকা বাইক শো এর এটি তৃতীয় আসর।তিন দিন ব্যাপী এই প্রদর্শনীর পাশাপাশি সেখানে ১২তম ঢাকা মোটর শো ২০১৭, ‘২য় ঢাকা অটো পার্টস শো ২০১৭’ এবং ‘ঢাকা কমার্সিয়াল অটোমোটিভ শো ২০১৭’ অনুষ্ঠিত হবে।

BIKE SHOW STOL


সিইএমএস গ্লোবাল ২০০৩ থেকে ঢাকা মোটর শো আয়োজন করে আসছে, তবে এই নিয়ে তৃতীয়বারের মতো তারা ঢাকা বাইক শো আয়োজন করতে চলেছে। একই স্থানে তারা কার, ভারী যানবাহন ও খুচরা যন্ত্রাংশের প্রদর্শনীর আয়োজন করেছে। প্রত্যেকটি প্রদর্শনীর জন্য কনভেনশন সেন্টারটির আলাদা তিনটি হলে আয়োজন করা হয়েছে। তবে ভারী যানবাহনগুলো বেজায় বড়ো হওয়ায় সেগুলো বাইরে তাবুতে প্রদর্শন করা হবে।

 

MOTORCYCLE TIPS

আমরা যতোদূর জানতে পেরেছি, এবারের ঢাকা বাইক শো ২০১৭-তে ১২-১৪টি মোটরসাইকেল কোম্পানি অংশগ্রহণ করবে এবং অনেক কোম্পানিই প্রদর্শনীর তিন দিনে অনেক নতুন মোটরসাইকেল উন্মুক্ত করবে। এবারের আয়োজনে অন্যতম আকর্ষণ হতে চলেছে বিশ্বখ্যাত এপ্রিলিয়া মোটরসাইকেলের উন্মোচন

অংশগ্রহণকারী মোটরসাইকেল কোম্পানিযে ব্র্যান্ড-এর প্রতিনিধিত্ব করে
র‌্যাংকন মোটরবাইক লিমিটেডসুজুকি
রেস গ্লোবালহাইওসাং, সিএফ মটো,  জিএসআর
রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডলিফান
স্পিডোজ লিমিটেডকিওয়ে
নিউ গ্রামীণ মটরসএইচ পাওয়ার
কর্ণফুলী মটরসহাওজু
গুডহুইল মটরসঅ্যাভাটার
এটলাস বাংলাদেশএটলাস জংশেন
মোটরসাইকেল ওয়ার্ল্ড লিমিটেডএপ্রিলিয়া


বাংলাদেশে সুজুকি মোটরসাইকেলের পরিবেশক র‌্যাংকন মোটরবাইক লিমিটেড ঢাকা বাইক শো ২০১৭’র প্লাটিনাম স্পন্সর এবং বাইকবিডি সেখানে অনলাইন পার্টনার হিসেবে উপস্থিত থাকবে।

TEEM BIKEBD

প্রদর্শনীর ওই তিন দিন আমরা প্রতিনিয়ত আপনাকে সেখানকার সর্বশেষ সংবাদ, নতুন বাইকের উদ্বোধন ও বিভিন্ন মোটরসাইকেল কোম্পানির বিশেষ অফারের সংবাদ জানাতে থাকবো।

BIKEBD STKER

 

তাছাড়া ঢাকা বাইক শো ২০১৭ চলাকালে আমরা বাইকারদের জন্য বিশেষ ইভেন্ট আয়োজন করবো। এ সম্পর্কে আমরা শীঘ্রই আমাদের ফেসবুক পেজে জানাবো এবং যেসব বাইকার আমাদের স্টল ভিজিট করবেন তাদেরকে ‘বাইকবিডি.কম স্টিকার উপহার দেওয়া হবে। এখন অপেক্ষা প্রদর্শনী শুরু হওয়ার...