টিভিএস বাংলাদশের নিয়ে এসেছে ফ্রী হেলমেট অফার সেপ্টেম্বর ২০২২

This page was last updated on 15-Jan-2025 06:58pm , By Raihan Opu Bangla

টিভিএস বাংলাদশের নিয়ে এসেছে ফ্রী হেলমেট অফার সেপ্টেম্বর

টিভিএস বাংলাদশের অন্যতম জনপ্রিয় ভারতীয় মোটরসাইকেল ব্র্যান্ড। টিভিএস বাংলাদেশের তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে দারূণ একটি অফার। 

ফ্রী হেলমেট অফার

Also Read: TVS Bike showroom in Norshingdi : R.S.S Motors 

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড গুলোর মধ্যে টিভিএস অন্যতম, টিভিএস এর RTR সিরিজটি অনেক জনপ্রিয় একটি সিরিজ। বিশেষ ভাবে তরুণ প্রজন্মের কাছে এই সিরিজের মোটরসাইকেল গুলো অনেক জনপ্রিয়।

TVS Apache RTR 160 4V বাইকটি টিভিএস এর নেকেড স্পোর্টস সিরিজের জনপ্রিয় মডেল। এই বাইকটিতে অনেক আধুনিক প্রযুক্তিযুক্ত করার পর বাইকটি নেকেড স্পোর্টস লাভারদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে। 

এছাড়া এই বছর টিভিএস বাংলাদেশে তাদের ১২৫সিসি সেগমেন্টে নতুন বাইক TVS Raider বাইকটি লঞ্চ করেছে। বাইকটি লুকস, ডিজাইন, স্টাইল ও পারফর্মেন্স দিয়ে বাইকারদের মন জয় করে নিয়েছে। 

অপরদিকে টিভিএস এর ১২৫সিসি সেগমেন্টের অন্যতম মডেল হচ্ছে TVS Stryker। এই বাইকটিও ১২৫সিসি সেগমেন্টের জনপ্রিয়। 

Also Read: All Helmets In Bangladesh


টিভিএস বাংলাদেশ সম্প্রতি অফারে দিচ্ছে ফ্রী হেলমেট। প্রতিটি বাইক ক্রয়ের সাথেই পাচ্ছেন ফ্রী হেলমেট। এই অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে আপনার কাছাকাছি টিভিএস মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। আর এই অফারটি স্টক থাকা পর্যন্ত চলবে।

হেলমেট বাইকারদের জন্য অনেক জরুরী একটি এক্সেসরিজ। এছাড়া হেলমেট ছাড়া রাইড করলে জরিমানার সম্মুখীন হতে হয়। তাই এই অফারটি কাস্টোমারদের সহায়তা করবে তাদের পছন্দের বাইকের সাথে হেলমেট পেতে। 

এই অফারটি টিভিএস এর সকল অথোরাইজড শোরুম থেকে উপভোগ করা যাবে। এছাড়া আরও বিস্তারিত জানতে আপনি টিভিএস বাংলাদেশের ফেসবুক পেজেও মেসেজ করে জানতে পারবেন। ধন্যবাদ।