ঈদ ডিস্কাউন্ট অফার নিয়ে এলো কেওয়াইটি এবং বিলমোলা হেলমেট !!!
This page was last updated on 08-Jul-2024 02:32pm , By Ashik Mahmud Bangla
গিয়ারএক্স বাংলাদেশ ঈদ উপলক্ষ্যে কেওয়াইটি এবং বিলমোলা হেলমেটে দিচ্ছে ডিস্কাউন্ট অফার । গিয়ারএক্স হচ্ছে বাংলাদেশে কেওয়াইটি এবং বিলমোলা হেলমেট এর অথোরাইজড ডিস্ট্রিবিউটর । তাদের শোরুম এর অবস্থান হচ্ছে মিরপুর ৬০ ফিট এবং ঢাকায় মধ্যেই তাদের আরও ১০টি সেলস সেন্টার রয়েছে । এছাড়া বিস্তারিত জানার জন্য আপনি তাদের হট লাইন নাম্বারে কল করতে পারেন । নাম্বার হচ্ছেঃ 01789111059 ।
Also Read: KYT Falcon FR Helmet Price In Bangladesh
গিয়ারএক্স বাংলাদেশ বাংলাদেশে মোটরসাইকেল এক্সেসরিজ নিয়ে কাজ করছে প্রায় দুই বছরের উপরে । তাদের হেলমেট এর একটি সমৃদ্ধ কালকেশন রয়েছে । যাদের মধ্যে রয়েছে ইটালির বিখ্যাত ব্র্যান্ড কেওয়াইটি, এছাড়া রয়েছে থাইল্যান্ড এর জনপ্রিয় ব্র্যান্ড বিলমোলা এবং থাইল্যান্ড এর লোকাল ব্র্যান্ড রাইডার । বিলমোলার ডিফেন্ডার হেলমেটটি বাংলাদেশে অনেক জনপ্রিয় । এই হেলমেট এর অনেক গুলো সুন্দর ও আকর্ষনীয় ডিজাইন রয়েছে । এই হেলমেটটির রেগুলার দাম হচ্ছে ৮৭০০ টাকা, তবে বর্তমানে ডিস্কাউন্ট অফার এর কারনে এই হেলমেটটি আপনি পাবেন ৮০০০ টাকায় । ডিফেন্ডার হেলমেটটি ওজন হচ্ছে ১৫০০ গ্রাম এবং এর সাথে আপনি একটি এক্সট্রা ভাইজর ফ্রী পাচ্ছেন ।
মিড রেঞ্জ এর মধ্যে আপনি পাচ্ছেন বিলমোলা র্যাপিড । এই হেলমেটটির রেগুলার প্রাইস হচ্ছে ৬৮০০ টাকা । তবে এই ডিস্কাউন্ট অফারে আপনি এই হেলমেটটি পাবেন ৬০০০ টাকায় ।
Bilmola Helmets In Dhaka Bike Show 2019
৫ম ঢাকা বাইক শোতে গিয়ারএক্স একটি নতুন ব্র্যান্ড বাংলাদেশে নিয়ে আসে । আর সেটি হচ্ছে কেওয়াইটি । কেওয়াইটি হচ্ছে একটি ইটালিয়ান ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডটি এপ্রিলিয়া রেসিং মটোজিপি রাইডার এলিক্স এসপারগেরো ব্যবহার করে থাকেন ।
Also Read: All KYT Helmet In Bangladesh
কেওয়াইটি এনএক্স রেস কেওয়াইটি এনএক্স রেস হচ্ছে পুরোপুরি কার্বন ফাইবার দিয়ে তৈরি প্রিমিয়াম হেলমেট । যা অফিশিয়ালি প্রথমবারের মত বাংলাদেশে নিয়ে আসা হয়েছে । এই হেলমেটটির অপটিকাল ক্লাস ওয়ান ভিশন রয়েছে এর সাথে এটি ইউভি বা অতি বেগুনী রশ্মি থেকে আপনাকে বাচাবে । এছাড়া হেলমেটটিতে রয়েছে ডিডি রিং, এরই সাথে ধোয়া যাবে এমন প্যাডিং ও এটি ইসিই ও ডট সার্টিফাইড করা । এই হেলমেটটির মুল্য ধরা হয়েছে ১৯,৯৯৯ টাকা , এটি ওজনে ১৩০০ গ্রাম এর মত । কেওয়াইটি এনএক্স রেস (ট্রাই-কম্পোজিট টেকনোলজি) এই হেলমেটটি কেওয়াইটি এনএক্স রেস এর মতই একই রকম হেলমেট, তবে এর একটি বিশেষ দিক রয়েছে তা হলো এটি তিনটি মেটেরিয়ালের সম্বন্বয়ে তৈরি । কার্বন, ক্লেভার ও ফাইবার গ্লাস এই তিনটি মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে এই হেলমেট । এই হেলমেটটির ওজন হচ্ছে ১৩৫০ গ্রাম এবং এর দাম হচ্ছে ২৪,৯৯৯ টাকা ।
KYT Helmets In Dhaka Bike Show 2019
কেওয়াইটি কেওয়াই-১ এটিও একটি ট্রাই-কম্পোজিট হেলমেট, যা এর ডিজাইনটি এমন করে তৈরি করা হয়েছে যা উইন্ড ফ্লো খুব বেশি পরিমানে দেয় এবং এর এরো-ডায়নামিক ডিজাইন একে অন্যতম বেস্ট হেলমেট হিসেবে তৈরি করেছে । এছাড়া এর ইউভি ৩৮০ এন্টি স্ক্র্যাচ ভাইজর রয়েছে । বাংলাদেশে এর দাম হচ্ছে ২৫,৯৯৯ টাকা । কেওয়াইটি এনএফ-আর কেওয়াইটি এনএফ-আর এর রয়েছে এডিভি সেল এবং ব্লিট ইন সান ভাইজর এবং সামনের দিকে পিন লক ভাইজর । এছাড়া এর গগল এর জন্য ভাল সুবিধা রয়েছে ও ব্লুটুথ কমিউকেটর এর জন্য আলাদা ভাবে জায়গা দেয়া হয়েছে । এই হেলমেটটির দুটি ভার্সন রয়েছে যার একটি রেগুলার, এর দাম হচ্ছে ১৩,৯৯৯ টাকা এবং মোট জিপি গ্রাফিক্স ভার্সন যার মুল্য হচ্ছে ১৪,৯৯৯ টাকা ।
Also Read: KYT NFR Steel Flower Yellow Price In Bangladesh
কেওয়াইটি ফেলকন ২ এটি একটি এন্ট্রি লেভেল হেলমেট যা কেওয়াইটি লাইন আপের অন্যতম । এই হেলমেটটিতে রয়েছে এন্টি স্ক্র্যাচ ভাইজর এর সাথে এডিটি এডভান্স সেল, রিমুভাল চেক প্যাডস ও এর দাম হচ্ছে ১১,৯৯৯ টাকা । কেওয়াইটি কনভেয়ার এই হেলমেটটি কেওয়াইটির এক মাত্র ফ্লিপ আপ হেলমেট । এই সেগমেন্টের হেলমেট গুলোকে বলা হয় মডিউলার হেলমেট । এর সেফটি অনেক দারুন । এই হেলমেটটির দাম পরবে ১০,৯৯৯ টাকা ।