সুজুকি বাংলাদেশ আয়োজন করেছে ফটো কন্টেস্ট
This page was last updated on 20-Nov-2023 08:54am , By Raihan Opu Bangla
বাংলাদেশের প্রিমিয়াম মোটরসাইকেল ব্র্যান্ডের মধ্যে অন্যতম মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে সুজুকি। সুজুকি তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে ছবি প্রতিযোগীতা বা ফটো কন্টেস্ট।
সুজুকি বাংলাদেশ আয়োজন করেছে ফটো কন্টেস্ট
যেখানে আপনি আপনার সুজুকির সাথে আপনার ট্রাভেলের সবচেয়ে প্রিয় ছবিটি পোস্ট করে জিতে নিতে পারেন সুজুকি মার্চেন্ডাইস গিফট। এই প্রতিযোগীতা চলবে ডিসেম্বর ১, ২০২২ থেকে আগামী ডিসেম্বর ২০, ২০২২ তারিখ পর্যন্ত।
ছবি পোস্ট করার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে যা আপনাকে ফলো করতে হবে। ছবিটি পোস্ট করতে ক্যাপশনে ব্যবহার করতে হবে #MySuzukiRide #MySuzukiMoment।
নিয়মাবলীঃ
১। আপনার ট্রাভেলের ছবিটি নিজের ফেসবুক টাইমলাইনে পাবলিক রেখে পোস্ট করে, পোস্টটির লিংকটি সুজুকির অফিশিয়াল পেজের সাথে শেয়ার করতে হবে পোস্টের কমেন্টে সেকশনে।
২। পোস্টে সর্বোচ্চ লাইক-কমেন্ট প্রাপ্ত ১ম, ২য় ,৩য় ও ৪র্থ বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় সুজুকি অফিসিয়াল মার্চেন্ডাইস গিফট।
৩। নোটিশ ছাড়াই সুজুকি বাংলাদেশ, এই ক্যাম্পেইনের যেকোনো সংযোজন, সংবর্ধন এবং পরিবর্তন করার অধিকার সংরক্ষন করে।
এই প্রতিযোগীতার লিংক আগামী ২০শে ডিসেম্বর, ২০২২ পর্যন্ত কমেন্টের লিংক গ্রহণযোগ্য হবে, এরপর আর কোন লিংক গ্রহণ করা হবে না।
এছাড়া আপনি যদি এই প্রতিযোগীতা বা সুজুকির বাইক সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী হন তবে আপনার নিকটস্থ সুজুকি মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ।