Suzuki Gixxer SF FI স্বপ্ন আমি দেখলেও পূরণ করেছিল বাবা - রাসেল মাহমুদ

This page was last updated on 23-Mar-2025 05:14pm , By Shuvo Bangla

আমার নাম রাসেল মাহমুদ আমার বাসা ঢাকার ধামরাই থানার আইনগন গ্রামে । আজ আপনাদের সাথে আমার Suzuki Gixxer SF FI বাইকটি নিয়ে আমার রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো । 

আমার জীবনের প্রথম বাইক ছিল Yamaha YBX সেই বাইকটা আমি আমার এক ভাইয়ের কথায় অপমানিত হয়ে কিনেছিলাম আমার শখের মোবাইলটা বিক্রি করে ২২ হাজার টাকা দিয়ে ওই বাইক দিয়েই আমি বাইক চালানো শিখেছিলাম । বর্তমানে আমার ব্যবহার করা বাইকটি জাপানি ব্রান্ড Suzuki Gixxer SF FI বাইকটি । বাইকটি আমি ধামরাই এর সুজুকির শোরুম লাকী মটরস থেকে কিনেছি । 

ছোটবেলা থেকেই বাইকের প্রতি ভালবাসা একটু বেশি ছিল স্বপ্ন ছিলো একদিন স্পোর্টস বাইক কিনবো স্বপ্ন আমি দেখলেও পূরণ করেছিল বাবা । তরুণ প্রজন্মের কাছে সুজুকি জিক্সার খুব পছন্দের একটি মডেল। বাংলাদেশের বাজারে প্রথম যখন জিক্সার বাইক আসে তখন থেকেই এই বাইকের প্রতি আলদা আকর্ষণ এবং চাহিদা তৈরি হয়। আমার কাছে জিক্সার সিরিজ শুরু থেকেই ভালো লেগে যায় এবং মনে মনে একটা টার্গেট করি যে বাইক যখন কিনবো তখন জিক্সারই কিনবো। 

এরপরে অনেক সময় পেরিয়েছে যুগের সাথে তাল মিলিয়ে সুজুকি তাদের এই জিক্সার সিরিজ নতুনভাবে সাজিয়েছে  আমি টার্গেট করে ফেলি সুজুকি জিক্সার এসএফ এফআই বাইকটি কিনবো কারণ এর লুকস দেখে প্রেমে পড়ে গিয়েছি।

যেহেতু বাইকটি নতুনভাবে সাজানো হয়েছে তাই পূর্বের যে কোন জিক্সারের থেকে আপডেট বলা যায় এবং সবচেয়ে ভালো লেগেছে এই বাইকের ডিজাইন। সামনের দিকে এলিডি হেডল্যাম্প চাবি অন করার সাথে সাথে একটা এগ্রেসিভ ভাব নিয়ে আসে অন্যদিকে বাইকের পারফরমেন্স শুনেছি অনেক ভালো যেহেতু এফআই ইঞ্জিন তাই অবশ্যই ইঞ্জিনের পারফরমেন্স ভালো হবে। 

অন্যদিকে এবিএস ব্রেকিং থাকার ফলে আমি ব্রেকিং এর দিক থেকে একটা আত্মবিশ্বাস পেয়েছি। সব মিলিয়ে আমার মনের মত বাইক হয়েছে এই সুজুকি জিক্সার এসএফ এবিএস। বাইকটি কেনা প্রায় ১ বছর ৪ মাসের মত হয়েছে এবং রাইড করেছি প্রায় ১৯০০০+ কিলোমিটার এর একটু বেশি কখনো রাস্তায় নেমে সমস্যার সম্মুখীন হতে হয়নি । 

বাইকে বসে অনেক আরামদায়ক অনুভূতি হয় ৪৪০ কিলোমিটার বাইক চালানোর পরও পিঠে ব্যথার উপশম ঘটেনি । এই সময়ের মধ্যে ১২ বার সার্ভিসিং করিয়েছি এয়ার ফিল্টার দুই বার পরিবর্তন করেছি। সত্যি বলতে আমি আমার বাইকের বিগ ফ্যান । সবকিছুর মধ্যেই ভালো মন্দ দুইটা দিক থাকে আমার বাইকেও আছে । Suzuki Gixxer SF FI বাইকের ভালো দিক - 

  • বাইকের কিট গুলো টেকসই এবং পেইন্ট কোয়ালিটি অনেক ভালো ।
  • পিলিওন বসার সিট টি খুব আরামদায়ক ।
  • সবচেয়ে পছন্দের হলো হেন্ডেল ৩ পার্ট হেন্ডেল ধরলেই অন্যরকম একটা অনুভূতি কাজ করে ।
  • হেড লাইটের আলোতে আমি মুগ্ধ ।
  • ইঞ্জিনের শক্তি হিসেবে মনে হয় ৬ টা গিয়ার থাকেলও কোন সমস্যা হতো না ।
  • ব্রেকিং এর জন্য আমি এই বাইককে ১০/১০ দিব । 

Suzuki Gixxer SF FI বাইকের খারাপ দিক -

  • আমার মতে সব থেকে খারাপ দিক হলো ইঞ্জিন অনেক গরম হয়ে যায় ।
  • চেন টা একটু ভালো দিতে পারতো ।
  • বাইক ওয়াশ করতে গেলেই প্লার্গ পানি যায় ।

এই তিনটা সমস্যা আছে বলে মনে হয় আমার অন্য কারো কাছে অন্য সমস্যা হতে পারে । এখন আসি মাইলেজ এর কথায় আমি সব সময় ৪৩-৪৫ এর মতো মাইলেজ পাই  হাইওয়েতে ৪৮-৫০ এর মতো মাইলেজ পাই । আমি বাইক খুব বেশি স্পীড এ চালাই না তবে ৩ মাস আগে মাওয়া এক্সপ্রেসওয়ে তে ১২৮ তুলেছিলাম এর বেশি চেষ্টা করিনি কারণ বাড়িতে আমার জন্য সবাই অপেক্ষায় থাকে । 

এখন পর্যন্ত বাইকে ২৩ টা জেলা শহর ঘুরেছি আমর বাইকটি নিয়ে সব মিলিয়ে আমার কাছে বাইকটি বাজেটের মধ্যে সেরা বাইক মনে হয় যা বলে শেষ হবে না। সব মিলিয়ে যদি বলি তাহলে এই বাইকটি বাংলাদেশের বাজার অনুযায়ী দাম সঠিক মনে হয়েছে আর বাইকের আসল রুপ বের হয় ৫ হাজার কিলোমিটার রাইড করার পরে। আমি আশাবাদী যে এই বাইকটা আমাকে অনেক দিন সাপোর্ট দিবে এবং বাইকটি আরও জনপ্রিয়তা অর্জন করবে । 

সবার প্রতি ভালোবাসা রইলো , আমার মতামতকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ। ধন্যবাদ টিম বাইকবিডিকে এরকম সুন্দর একটি প্ল্যাটফর্ম গঠনের জন্য । ধন্যবাদ ।


লিখেছেনঃ রাসেল মাহমুদ

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।