ইয়ামাহার মোটরসাইকেল বিপণন করবে এসিআই মটরস

This page was last updated on 04-Jul-2024 09:37am , By Shuvo Bangla

দেশের বাজারে ইয়ামাহা ব্রান্ড এর মোটরসাইকেল বিক্রয় ও বিপণন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এসিআই মটরস লিমিটেড। সম্প্রতি ভারতের ইয়ামাহা মটরস প্রাইভেট লিমিটেডের সঙ্গে এসিআই লিমিটেডের এ সংক্রান্ত একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৫ জুন কোম্পানির পরিচালনা পরিষদ সভায় এর অনুমোদন দেয়া হয়। চুক্তি অনুযায়ী, আগামী তিন বছরের জন্য এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা ব্রান্ডের মোটরসাইকেল ও এর যন্ত্রাংশ বিক্রয় এবং বিতরণ করবে।

Also Read: স্বাধীনতার শপথ - চলুন সবাই মিলে গড়ি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

এ সময়ে প্রতিষ্ঠানটি মোটরসাইকেল বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৩৪ কোটি ৭০ লাখ (৬ হাজার ৩৪৭ মিলিয়ন) টাকা। এর মধ্যে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে বিক্রির টার্গেট ধরা হয়েছে যথাক্রমে- ৫০২ মিলিয়িন, ২ হাজার ৪৪৫ মিলিয়ন এবং ৩ হাজার ৪০০ মিলিয়ন টাকা।

Also Read: এবার পানি দিয়ে চলবে ইয়ামাহার এই মোটরসাইকেল

উল্লেখ্য, এসিআই লিমিটেড তাদের সহযোগী প্রতিষ্ঠান এসিআই মটরসের ৬৬ দশমিক ৫০ শতাংশ শেয়ার ধারণ করছে।