ইয়ামাহা বাংলাদেশ ফটো কন্টেস্ট - রাইড এন্ড রোমান্স
This page was last updated on 03-Feb-2025 01:24pm , By Raihan Opu Bangla
শুরু হয়ে গেল ভালবাসার মাস ফেব্রুয়ারি। আর দেরি কেন আপনার প্রিয় মানুষটির সাথে ভ্যালেন্টাইন ডেটি সুন্দর ভাবে পালনের জন্য তৈরি হয়ে যান। ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ নিয়ে এসেছে রাইড এবং রোমান্স ফটো কন্টেস্ট।
ইয়ামাহা ফটো কন্টেস্ট - রাইড এন্ড রোমান্স
এই ভ্যালেন্টাইন ডে আপনার প্রিয় মানুষটির সাথে উদযাপনের জন্য ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ নিয়ে এসেছে দারূণ একটি প্রতিযোগিতা। আপনার প্রিয় ইয়ামাহা মোটরসাইকেল এবং প্রিয় মানুষটির সাথে তোলা ছবি শেয়ার করে জিতে নিন উপহার।
Also Read: Yamaha Motorcycle Price In Bangladesh
আপনার তোলা ছবিটি শেয়ার করুন ইয়ামাহা মোটরসাইকেল ফটো কন্টেস্ট এর পোস্টের কমেন্ট সেকশনে। প্রতিযোগীতার পোস্টটি আপনি ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এর অফিশিয়াল ফেসবুক পেজে পেয়ে যাবেন। এই প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ তারিখ হচ্ছে ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।
Also Read: Bike Price In Bangladesh
পোস্ট করে আপনি ও আপনার প্রিয় মানুষটি জিতে নিতে পারেন কাপল ডিনার। সর্বোচ্চ তিনজন বিজয়ী পাবেন এই কাপল ডিনার। এছাড়া পরবর্তি ৫০জন পাবেন ইয়ামাহা কাপল এক্সক্লুসিভ টিশার্ট। যার ছবিতে সবচেয়ে বেশি রিয়েকশন থাকবে তিনি ই হবেন এই প্রতিযোগীতার বিজয়ী।
নিয়মাবলীঃ
- প্রতিযোগীকে তার কাপল ছবি প্রতিযোগীতার পোস্টে কমেন্ট সেকশনে পোস্ট করতে হবে
- ছবিতে থাকা বাইকটি অবশ্যই প্রতিযোগীর নিজস্ব হতে হবে এবং বাইকটি অথোরাইজড ডিলার থেকে ক্রয় করা হতে হবে
- অটো-লাইক, প্রমোশনাল লাইক অথবা কোন ধরনের অবৈধ রিয়েকশন প্রমানিত হলে প্রতিযোগীকে প্রতিযোগিতা থেকে বাতিল করা হবে
- প্রতিযোগীতায় কোন ধরনের পরিবর্তন, সংস্করন অথবা পরিবর্ধন করার ক্ষমতা শুধু মাত্র এসিআই মোটরস লিমিটেড করতে পারবে
আর দেরি কেন, আজই আপনার প্রিয় মানুষ এবং বাইকটির সাথে আপনার তোলা সুন্দর ছবিটি এখনই পোস্ট করে প্রতিযোগীতায় অংশ নিন। আর তিন জন সর্বোচ্চ রিয়েকশন বিজয়ী পাবেন কাপল ডিনার। এছাড়া ৫০জন পাবেন ইয়ামাহা এক্সক্লুসিভ টি-শার্ট।