Ntrack - মোটরসাইকেল ট্র্যাকিং সিস্টেম
This page was last updated on 28-Jul-2024 07:04pm , By Saleh Bangla
বাংলাদেশে মোটরসাইকেল এর সিকিউরিটির জন্য মোটরসাইকেল ট্র্যাকিং অন্যতম সেরা একটা সলিউশন। এবং, বর্তমানে বাংলাদেশে NTrack দিচ্ছে মোটরসাইকেল ট্র্যাকিং সিস্টেম এর সুবিধা, যা আপনার অনেক পরিশ্রম করে কেনা বাইকটির সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করবে।
বাংলাদেশে ট্র্যাকিং সিস্টেম নতুন কোন বিষয় নয়, বরং এটা বেশ কয়েক বছর ধরেই চলে আসছে। শুরুতে এটা শুধুমাত্র গাড়ির জন্য ব্যবহার হলেও, ধীরে ধীরে অন্যান্য যানবাহনও ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস ব্যবহার করা শুরু করে ।
মোটরসাইকেল এর ক্ষেত্রে, ট্র্যাকিং সার্ভিস এখনো তূলনামূলক নতুন একটি বিষয়। আমাদের দেশে চুরি বা হাইজ্যাক হওয়া যানবাহনের মধ্যে বেশিরভাগই হচ্ছে মোটরসাইকেল, ফলে নিজের প্রিয় বাইকটির নিরাপত্তা নিয়ে প্রত্যেক বাইকারই সর্বদা টেনশনে থাকেন। কোনপ্রকার নিরাপত্তা ব্যবস্থা বিহীন বাইক চুরি হওয়া খুবই সহজ, ফলে যেকেউ যদি তার বাইককে ভালোবাসে, তার উচিত বাইকে ভালোমানের সিকিউরিটি সিস্টেম ব্যবহার করা।
বর্তমানে বিভিন্ন রকমের মোটরসাইকেল সিকিউরিটি সিস্টেম রয়েছে। সবচাইতে বেসিক যেটা সেটা হচ্ছে তালা,শিকল, ইত্যাদি। এরপরে রয়েছে বাইকের জন্য ইলেকট্রিক এলার্ম সিটেম, যা খুব সহজেই খুজে বের করা যায় এবং বাইক থেকে সরিয়ে ফেলা যায়। এবং, এরপরেই রয়েছে বাইক ট্র্যাকিং সিস্টেম, যা খুব সম্ভবত বাংলাদেশের প্রেক্ষাপটে বাইকের জন্য অন্যতম সেরা সিকিউরিটি সিস্টেম।
বাংলাদেশে বেশকিছু বাইক ট্র্যাকিং সিস্টেম রয়েছে যারা বাইকের জন্য ট্র্যাকিং সার্ভিস দিয়ে থাকে, এবং এদের মধ্যে Ntrack প্রতিষ্টিত একটি কোম্পানি। Ntrack হচ্ছে নিটোল-নিলয় গ্রুপের একটি অঙ্গ সংগঠন, এবং তারা ২০০৯ সালে তাদের যাত্রা শুরু করে।
Ntrack হচ্ছে একটি কোম্পানি যারা মোটরসাইকেল, গাড়ি এবং ভারী যানবাহন এর জন্য ট্র্যাকিং সার্ভিস এর সুবিধা দেয়। তারা মোটরসাইকেল এর জন্য ট্র্যাকিং সার্ভিসটা খুবই সুবিধাজনক মূল্যে দিচ্ছে, এবং তাদের সার্ভিসটিতে রয়েছে আকর্ষনীয় কিছু ফিচারস! Ntrack ট্র্যাকিং সার্ভিসে তারা মোটরসাইকেল এর রিয়াল টাইম ট্র্যাকিং করে এবং রিয়াল টাইম আপডেট দেয়।
আপনি আপনার বাইকের প্রতি মুহুর্তের লোকেশন একদম সেই মুহুর্তেই দেখতে পাবেন, এবং এই লোকেশনটা আপনি দেখতে পাবেন নিজের মোবাইল ফোনে অথবা কম্পিউটারে, যেটাই ব্যবহার করেন না কেনো! এরপরে রয়েছে বাইকের মুভিং হিস্টোরি এবং আরো অনেক প্রয়োজনীয় ডাটা। এছাড়াও বাইকের ওভার স্পিডিং, এভারেজ ফুয়েল কনজাম্পশন, ট্রিপ ইনফর্মেশন, এবং আরো অনেক ইনফরমেশন জানা যাবে এই সার্ভিসের মাধ্যমেই।
Click Here For Details of Ntrack Tracking System
একটি বেশ ভালো উদ্যোগ হচ্ছে তাদের মোবাইল এপ, যেটার মাধ্যমে আপনি বাইকের বর্তমান লোকেশন দেখতে পারবেন, দেখতে পারবেন যে বাইকের ইঞ্জিনটি চালু আছে নাকি বন্ধ আছে। এছাড়াও বাইকের ইঞ্জিন চালু হওয়া সহ আরো অনেক বিষয়ে এপ এর মাধ্যমে পুশ নোটিফিকেশন পাবেন।
Ntrack ট্র্যাকিং সার্ভিস বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর থেকে লাইসেন্স করা। Ntrack তাদের ট্র্যাকিং সার্ভিসে জিপিএস, জিপিআরএস এবং জিআইএস ব্যবহার করে বাইকের একদম সঠিক লোকেশন এবং ইঞ্জিন স্ট্যাটাস বাইকারের সেলফোন বা কম্পিউটারে প্রদান করে। এন-ট্র্যাক এর মোটরসাইকেল ট্র্যাকিং সিস্টেম প্যাকেজ – Ntrack Moto এর ইন্সটলেশন খরচ হচ্ছে ৩,৪৯৯ টাকা, এবং সার্ভিসটি ব্যবহারের জন্য প্রতিমাসে মাসিক ফি হচ্ছে ১৫০ টাকা।
Click Here For Details of Ntrack Tracking System
Ntrack ট্র্যাকিং সিস্টেম বাইকের জন্য খুবই ভালো একটা সিকিউরিটি সিস্টেম। রিয়াল টাইম ট্র্যাকিং সার্ভিস, যথাযথ দাম এবং উপকারী অনেক ফিচার – সব মিলিয়ে হয়তো এটা শুধুমাত্র মোটরসাইকেলের জন্যই নয়, বরং গাড়ি এবং অন্যান্য যানবাহনের জন্যও বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস হয়ে উঠবে।