হিরো মোটরসাইকেল ১২ মাসের ০% ইএমই সুবিধা
This page was last updated on 15-Jan-2025 06:57pm , By Raihan Opu Bangla
নতুন বছর নতুন ভাবে শুরু হয়েছে। মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতেও অনেক পরিবর্তন আসবে বলে আমরা আশা রাখি। তবে হিরো মোটরসাইকেল বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য দারূণ একটি অফার নিয়ে হাজির হয়েছে।
হিরো মোটরসাইকেল ১২ মাসের ০% ইএমই/কিস্তি সুবিধা
![](https://adserver.bikebd.com/storage/app/files/1/2025/2.%20February%202025/yamaha%20february%202025%20300-x-250.webp)
Also Read: Energica EsseEsse9+ Price In Bangladesh
এই অফারে হিরো কাস্টোমারগণ তাদের পছন্দের হিরো মোটরসাইকেল কিস্তি বা ইএমই সুবিধার মাধ্যমে ক্রয় করতে পারবেন। বর্তমানে হিরো মোটরসাইকেল দিচ্ছে শতকরা ০% কিস্তি সুবিধা।
![](https://adserver.bikebd.com/storage/app/files/1/2025/1.%20January%202025/suzuki%20january%202025%20in%20article.webp)
Also Read: হিরো গ্ল্যামার বনাম হোন্ডা সিবি শাইন : কোনটি হবে আপনার বাহন
হিরো মোটরসাইকেল বাংলাদেশ তাদের সব গুলো মডেলেই দিচ্ছে ১২ মাসের ০% কিস্তি সুবিধা। এর মধ্যে আলাদা ভাবে কোন চার্জ দিতে হবে না। তার মানে কাস্টোমার মোটরসাইকেল ক্রয় করতে পারবেন শোরুমের দামে।
![](https://adserver.bikebd.com/storage/app/files/1/2023/October%202023/kixx%20in%20article%206th%20para%20october%202023.webp)
Also Read: Motorcycle Price In Bangladesh
কিছু নির্দিষ্ট ব্যাংক থেকে কিস্তি ও লোন সুবিধা পাওয়া যাবে। কাস্টোমার চাইলে ক্যাশ অথবা কার্ডের মাধ্যমে এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
এই সুবিধা গ্রহণের জন্য কাস্টোমারকে অবশ্যই ডাউনপেমেন্ট হিসেবে মোটরসাইকেলের দামের অর্ধেক টাকা পেমেন্ট করতে হবে। বাকি টাকা লোন বা কিস্তি হিসেবে পে করা যাবে। এর সাথে সাথে চাইলে কাস্টোমার কিস্তি সুবিধার মাস বাড়াতে পারবেন। তবে এক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য হবে।
Also Read: Hero Bike Showroom in Cumilla: Cumilla Motorcycle Gallery
হিরো মোটরসাইকেল এবং এর কিস্তি সুবিধা সম্পর্কে জানতে আপনার কাছাকাছি হিরো মোটরসাইকেল শোরুম এ যোগাযোগ করুন।
নতুন বছরে সকল মোটরসাইকেল ব্র্যান্ড, মোটরসাইলের দাম, সাম্প্রতিক খবর, টিপস সহ সকল কিছু জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ।
![Floating Logo](https://www.bikebd.com/den/storage/app/files/shares/2024/10/Bike%20BD%20Desktop.png)