GPX Demon GR165R এ দেয়া হচ্ছে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত ছাড়!

This page was last updated on 28-Jul-2024 07:42am , By Raihan Opu Bangla

স্পীডোজ লিমিটেড বাংলাদেশে GPX Motorcycle এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। তারা GPX Demon GR165R বাইকটির জন্য নতুন একটি অফার নিয়ে এসেছে। এই অফারে কাস্টোমার যত টাকা দিয়ে বুকিং করবেন ঠিক তত টাকা তিনি ডিস্কাউন্ট পাবেন। এই কারণে এই অফারের না রাখা হয়েছে “যত টাকা Booking, তত টাকা Discount”।

GPX Demon GR165R এ দেয়া হচ্ছে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত ছাড়!

 

GPX Demon GR165R

এই অফারের বিশেষত্ব হচ্ছে আপনি যতটাকা দিয়ে বুকিং করবে ঠিক ওই পরিমান টাকা আপনাকে বাইকের দামের উপর ডিস্কাউন্ট দেয়া হবে। উদাহরণ হিসেবে বলা যায় ধরুন আপনি ১০,০০০ টাকা দিয়ে বুকিং করলেন তাহলে আপনি ১০,০০০ টাকা ডিস্কাউন্ট পাবেন। 

সর্বোচ্চ ডিস্কাউন্ট পাবেন ৫০,০০০ টাকা পর্যন্ত। এই অফারটি চলবে আগামী ৭ই জুলাই ২০২১ তারিখ পর্যন্ত। অফারের ডিস্কাউন্ট ও বাইক বুকিং দেয়ার জন্য কি করতে হবে। আপনাকে এই অফারটি গ্রহণ করতে কিছু ধাপ অতিক্রম করতে হবে। 

সেগুলো হচ্ছে -

  • প্রথম ধাপ - বুকিং এর এজন্য এই লিংক এ যেতে হবে - বুকিং এর জন্য ক্লিক করুন এখানে
  • দ্বিতীয় ধাপ - বাইকের কালার পছন্দ করুন
  • তৃতীয় ধাপ - আপনার বুকিং মানি সিলেক্ট করুন এবং Buy Now বাটন এ ক্লিক করুন
  • চতুর্থ ধাপ - পেমেন্ট করার জন্য SSLCommerz গেটওয়ে ব্যবহার করুন

তাই আজই আপনার GPX Demon GP165R বাইকটি দ্রুত বুকিং দিন। তবে এখানে কিছু শর্ত প্রযোজ্য রয়েছে। যে শর্ত গুলো আপনাকে মেনে চলতে হবে। শর্ত গুলো হচ্ছে -

  • এই অফারটি আগামী ৭ই জুলাই পর্যন্ত চলবে। এরপর আর বুকিং নেয়া হবে না।
  • একজন কাস্টোমার সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত ডিস্কাউন্ট পাবেন।
  • হোম ডেলিভারীর জন্য আলাদা চার্জ দিতে হবে।


GPX Demon GR 165R 1000KM Ride Review


ঠিক কয়েক মাস আগেই GPX বাংলাদেশে তাদের প্রথম বাইকটি লঞ্চ করে। GPX একটি থাইল্যান্ড ভিত্তিক মোটরসাইকেল ব্র্যান্ড। GPX Demon GR165R বাইকটি স্পোর্টস বাইক। বাইকটিতে দেয়া হয়েছে ১৬৫সিসি, ফোর স্ট্রোক, লিকুইড কুল ইঞ্জিন, যা থেকে 17.8 BHP @ 9000 RPM & 16 NM of Torque @6500 RPM উৎপন্ন করতে পারে।

ফিচার্স এর দিকে থেকে বাইকটি বেশ সমৃদ্ধ। বাইকটির ফুয়েল ট্যাঙ্কে ১১ লিটারের মত ফুয়েল নেয়া যায়। সামনের দিকে দেয়া হয়েছে ইউএসডি সাসপেনশন এবং রেয়ারে দেয়া হয়েছে শক আপ YSS, মাল্টিলিংক, এবং ৭ স্টেপ প্রিলোড। এছাড়া সামনের দিকে দেয়া হয়েছে ১০০/৮০ সেকশন টায়ার এবং পেছনের দিকে দেয়া হয়েছে ১৪০/৭০ সেকশন টায়ার। উভয় টায়ার ই টিউবলেস। 

GPX Demon GR165R

কোভিড-১৯ এর বিস্তৃতি বেড়েই চলছে। এই মুহূর্তে সবাই গণ পরিবহণ এড়িয়ে চলছেন। তবে যোগাযোগের জন্য হলেও ঘর হতে বের হতে হচ্ছে প্রয়োজনে। তাই এক জায়গাতে থেকে যাওয়া আসা করার জন্য হলেও পরিবহন দরকার। আর এখানে দুই চাকা অনেক বেশী কার্যকরী। তাই দ্রুত আপনার GPX Demon GR165R বাইকটি বুকিং দিন।