আবারও শুরু হয়েছে রয়েল এনফিল্ড এর প্রি-বুকিং
This page was last updated on 27-Mar-2025 02:10pm , By Raihan Opu Bangla
পৃথিবীর বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে রয়েল এনফিল্ড মোটরসাইকেল। ২০২৪ মানে গত বছর অক্টোবরে বাংলাদেশে ইফাদ মোটরস এর হাত ধরে রয়েল এনফিল্ড অফিশিয়ালি যাত্রা শুরু করেছে। ডিজাইন, কালার, লুকস, দিয়ে বাইকারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। রয়েল এনফিল্ড এর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে দাম।
রয়েল এনফিল্ড প্রি-বুকিং

রয়েল এনফিল্ড বাংলাদেশে লঞ্চ হবার পর প্রি-বুকিং শুরু হয়ে যায়। আর এক সাথে অনেক বেশি প্রি-বুকিং এর রিকোয়েস্ট আসার কারনে রয়েল এনফিল্ড এর সার্ভার কিছুটা স্লো হয়ে যায়। যার পরিপ্রেক্ষিতে অনেকেই তখন প্রি-বুকিং করতে পারেননি।
ইফাদ মোটরস লিমিটেড বাংলাদেশে রয়েল এনফিল্ডের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। বাইকারদের অভূতপূর্ব আগ্রহ দেখে সবাই আশ্চর্য হয়েছেন। যারা রয়েল এনফিল্ড ভালবাসেন তারা এই বাইকটিকে সাদরে গ্রহণ করেছেন।

তাই যারা প্রি-বুকিং করতে পারেননি। তাদের জন্য ইফাদ মোটরস দারূণ এক সুযোগ নিয়ে এসেছে। আবারও শুরু হয়েছে রয়েল এনফিল্ড এর প্রি-বুকিং। আগের মতই ২৫,০০০/- টাকা দিয়ে প্রি-বুকিং করা যাবে।
রয়েল এনফিল্ড মোটরসাইকেল এর দাম –

মডেল | দাম |
Hunter Rebel Series | 371,500 |
Bullet Standard Series | 417,500 |
Bullet Black Gold | 437,500 |
Classic Dark Series | 447,700 |
Classic Chrome Series | 483,000 |
Meteor Stellar Series | 483,000 |
Meteor Supernova Series | 508,000 |
প্রি-বুকিং এবং রয়েল এনফিল্ড মোটরসাইকেল সম্পর্কে বিস্তারিত জানতে রয়েল এনফিল্ড মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ।