ইয়ামাহা ঈদ আনন্দ ভাগাভাগি ক্যাশব্যাক অফার - ১৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

This page was last updated on 12-Jan-2025 12:47pm , By Raihan Opu Bangla

বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের জন্য অন্যতম বড় আনন্দ এবং উৎসবের দিন হচ্ছে ঈদ উল আযহা। এই উপলক্ষ্যে বাংলাদেশের মোটরসাইকেল কোম্পানি গুলো তাদের কাস্টোমারদের জন্য নানা ধরনের অফার নিয়ে এসেছে। 

ইয়ামাহা ঈদ আনন্দ ভাগাভাগি ক্যাশব্যাক অফার

ইয়ামাহা ঈদ আনন্দ ভাগাভাগি ক্যাশব্যাক অফার

প্রিমিয়াম সেগমেন্টের মোটরসাইকেল ব্র্যান্ড হিসেবে বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ। বাংলাদেশে ইয়ামাহা এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে এসিআই মোটরস লিমিটেড। 

Also Read: Yamaha Commuter Bike Price In Bangladesh

এসিআই মোটরস ইয়ামাহা মোটরসাইকেলে ঈদ উল আযহা উপলক্ষ্যে দিচ্ছে ১৫,০০০ টাকা ক্যাশব্যাক অফার। ইয়ামাহা এর জনপ্রিয় মডেলের উপর দেয়া হচ্ছে এই ক্যাশব্যাক অফার। 

  • FZ-S FI V2 DD -এ থাকছে ৮,৫০০ টাকা ক্যাশব্যাক!
  • FZS V3 (BS4) -এ থাকছে ৮,৫০০ টাকা ক্যাশব্যাক!
  • FZS V3 (Vintage) (BS4) -এ থাকছে ১৫,০০০ টাকা ক্যাশব্যাক!
  • FZ-S FI V3 ABS (BS6)-এ থাকছে ৮,৫০০ টাকা ক্যাশব্যাক!
  • FZ-S FI V3 ABS Deluxe (BS6)-এ থাকছে ৮,৫০০ টাকা ক্যাশব্যাক!
  • FZ-X- এ থাকছে ৬,৭০০ টাকা ক্যাশব্যাক!

মুলত FZS সিরিজের মোটরসাইকেল গুলোতে দেয়া হচ্ছে এই ক্যাশব্যাক অফার। সর্বোচ্চ ১৫,০০০ টাকার ক্যাশব্যাক অফার দেয়া হচ্ছে FZS Fi V3 মডেলে।

এই ঈদে আপনার পছন্দের ইয়ামাহা বাইকটি ক্রয় করে উপভোগ করুন দারুণ এই ক্যাশব্যাক অফার। অফারটি সীমিত সময়ের জন্য দেয়া হচ্ছে চলবে পরবর্তি ঘোষণা না দেয়া পর্যন্ত। এখনই আপনার কাছাকাছি ইয়ামাহা অথোরাইজড মোটরসাইকেল শোরুমে গিয়ে আপনার পছন্দের বাইকটি ক্রয় করে নিন। 

এছাড়া মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, মোটরসাইকেলের দাম, ব্র্যান্ড সহ সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।