স্পোর্টবাইক ভার্স নেকেড স্পোর্ট বাইক - তাদের সুবিধা ও অসুবিধা

This page was last updated on 09-May-2024 04:49pm , By Saleh Bangla

সাধারণত বেশিরভাগ মানুষই মোটরসাইকেল পছন্দ করেন এবং এখনকার বাজারে মোটরসাইকেল রাইডারদের জন্য বিভিন্ন ধরণের মোটরসাইকেল রয়েছে। সেইসাথে প্রত্যেক ক্যাটাগরী ও মডেলের বিভিন্ন মোটরসাইকেলগুলির ভিন্ন স্পেসিফিকেশন, ফিচার, রাইডিং স্টাইল এবং ফেকাস কাষ্টমার রয়েছে। তবে এসবের মধ্যে অন্যতম জনপ্রিয় দুটি ক্যাটাগরীর মোটরসাইকেল হলো, স্পোর্টবাইক এবং নেকেড স্পোর্ট বাইক।

এই স্পোর্টবাইক এবং নেকেড স্পোর্ট বাইক দুটোই মূলত: হাই-পারফর্মেন্স ক্যাটাগরীর মোটরসাইকেল, যা বিভিন্ন ইউনিক ফিচার ও ক্যারেক্টারিষ্টিক্স নিয়ে বাজারে আসে। তো দুটোই পছন্দ করার মতো ক্যাটাগরীর বাইক হলেও কেনার সিদ্ধান্ত নিতে গিয়ে অনেকেই এই দুটি ক্যাটাগরীর বাইক নিয়ে সংশয়ে পড়েন। তো সেইসূত্রেই আজ আমরা আলোচনা করবো, স্পোর্টবাইক ভার্স নেকেড স্পোর্ট বাইক এবং তাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে।

 

স্পোর্টবাইক ভার্স নেকেড স্পোর্ট বাইক - তাদের সুবিধা ও অসুবিধা

বিশ্বব্যাপী মোটরসাইক্লিংয়ের জগতে, স্পোর্টবাইক এবং নেকেড স্পোর্ট বাইক দুটিই ব্যাপকভাবে জনপ্রিয় মোটরসাইকেল ক্যাটাগরী, যেটি প্রায়শ:ই তাদের ভক্ত রাইডারদের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি করে। আর উভয় ক্যাটাগরী মোটরসাইকেলেরই নিজস্ব কিছু ক্যারেক্টারিষ্টিক্স ও ফিচার যেমন রয়েছে, তেমনি তাদের কিছু নিজস্ব সুবিধা ও অসুবিধাও রয়েছে। ফলে তাদের ভক্তরা সচরাচর কেবল সপক্ষের সুবিধাগুলিই হাইলাইট করে। তো সবার সুবিধার্থে আমরা উভয় ক্যাটাগরীর মোটরসাইকেলেরই সাধারন সুবিধা ও অসুবিধাগুলি এখানে তুলে ধরেছি।

 

স্পোর্টবাইকের সুবিধা সমূহ

>> স্পোর্টবাইকগুলি বিশেষ করে সুপারিয়র পারফর্মেন্স ও স্পিডের জন্যই ডিজাইন করা।

>> এগুলি অত্যন্ত আকর্ষনীয় ও এ্যাগ্রেসিভ স্টাইলিং এবং স্লিক এ্যাপিয়ারেন্স নিয়ে আসে।

>> এই ক্যাটগরীর বাইকগুলি সুপারিয়র এ্যারোডাইনামিক ডিজাইন সমৃদ্ধ হয়ে থাকে।

>> স্পোর্টবাইকগুলি ট্র্যাক রেসিং এবং পারফরম্যান্স-ওরিয়েন্টেড রাইডিংয়ের জন্য আদর্শ বাইক।

>> স্পোর্টবাইকগুলি ওজনে যথেষ্ট হালকা হয় কিন্তু হাই-স্পিডেও এগুলি খুবই স্ট্যাবল থাকতে পারে।

স্পোর্টবাইকের অসুবিধাজনক দিক

>> স্পোর্টবাইকের এ্যাগ্রেসিভ সিটিং ও রাইডিং পজিশন সাধারন রাইডারদের জন্য যথেষ্ট অস্বস্তিকর।

>> স্পোর্টবাইকগুলি প্রাত্যহিক চলাচল ও লম্বা ভ্রমণের জন্য ব্যবহার করা বেশ অস্বস্তিকর।

>> এই বাইকগুলিতে কমিউটিং-ফ্রেন্ডলি ফিচার ও ইরগনোমিক্সের যথেষ্ট অভাব রয়েছে।

>> স্পোর্টবাইকগুলি দামে যেমন ব্যয়বহুল, তেমনি এসবের মেরামত এবং রক্ষণাবেক্ষণও ব্যয়বহুল।

>> স্পোর্টবাইকগুলি নেকেড স্পোর্ট বাইকের তুলনায় কম বৈচিত্রপূর্ণ একটি ক্যাটাগরীর বাইক।

 

নেকেড স্পোর্ট বাইকের সুবিধা সমূহ

>> নেকেড স্পোর্ট বাইকগুলির সিটিং ও রাইডিং পজিশন বেশ আরামদায়ক ধরনের।

>> এই বাইকগুলি ডিজাইনে সাধারণত বেশ মাসকুলার ও এ্যাগ্রেসিভ নেকেড স্টাইলের হয়ে থাকে। 

>> নেকেড স্পোর্ট বাইকগুলোতে সাধারণত কমিউটিং-ফ্রেন্ডলি ফিচার ও ইরগনোমিক্সের সমাহার থাকে।

>> এই বাইকগুলো প্রাত্যহিক জীবনে চলাচল এবং উইকএন্ড লং রাইড উভয়ের জন্যই আদর্শ।

>> নেকেড স্পোর্ট বাইক, স্পোর্টবাইকের চেয়ে সবদিক দিয়েই তুলনামূলকভাবে বেশি সাশ্রয়ী।

>> নেকেড স্পোর্ট বাইকগুলি স্পোর্টবাইকের চেয়ে বহুমুখী বৈশিষ্ট্যের হয়ে থাকে।

নেকেড স্পোর্ট বাইকের অসুবিধাজনক দিক

>> নেকেড স্পোর্ট বাইকগুলি বেশ সীমিত অ্যারোডাইনামিক বডি প্রোফাইল নিয়ে আসে।

>> এই বাইকগুলিকে হাই-স্পিডে উইন্ড-ব্লাস্টের সাথে বেশ লড়াই করে চলতে হয়।

>> নেকেড স্পোর্ট বাইক, স্পোর্টবাইকের তুলনায় অনেকটাই কম টপ স্পীড তুলতে পারে।

>> এই বাইকগুলি সবসময় হালকা ওজনের নাও হতে পারে এবং প্রায়শ:ই এসবে বেশ বড় বডি প্রোফাইল থাকে।

 

স্পোর্টবাইক ভার্স নেকেড স্পোর্ট বাইক – কোনটি কার জন্য ভাল?

সুতরাং, স্পোর্টবাইক এবং নেকেড স্পোর্ট বাইকের বিভিন্ন সুবিধা এবং অসুবিধার দিকে নিবিড়ভাবে নজর দিলে প্রশ্ন আসে, আসলে কোন ক্যাটাগরীর বাইক বেশি ভাল বা কোনটি কার জন্য ভালো? এখানে এই প্রশ্নের উত্তরে বলতে হয়, কোন বাইক ভালো বা খারাপের বিষয়টি মূলত: একেকজনের ব্যক্তিগত পছন্দ, প্রয়োজন, ও তার রাইডিং স্টাইলের উপর নির্ভর করে। কেননা, স্পোর্টবাইক এবং নেকেড স্পোর্ট বাইক উভয়ই চমৎকার পারফরম্যান্স, স্টাইল, এবং রাইডিং এক্সপেরিয়েন্স প্রদান করে।

তো সাধারণভাবে, কেউ যদি সলিড স্পিড ও কেবলমাত্র পারফরম্যান্স এর দিকে নজর দেন আর এগ্রেসিভ রাইডিং পজিশন নিয়ে তেমন সমস্যা মনে না করেন, তাহলে একটি স্পোর্টবাইক তার জন্য বেশ মানানসই পছন্দ হতে পারে। অন্যদিকে, কেউ যদি বেশ আরামদায়ক রাইডিং পজিশন পছন্দ করেন এবং এমন একটি মোটরসাইকেল চান, যা তার প্রতিদিনের রাইডতো বটেই এবং উইকএন্ড লং রাইডের জন্যও বেশ ভালো সাপোর্ট দেবে, তবে তার এই বহুমুখী ব্যবহারের প্রয়োজন মেটাতে একটি নেকেড স্পোর্ট বাইকই বেছে নেয়া উচিৎ।