থাইল্যান্ড থেকে আমদানিকৃত নতুন হোন্ডা সিবিআর১৫০আর ২০১৬
This page was last updated on 04-Jul-2024 03:24am , By Shuvo Bangla
অপূর্ব ট্রেডার্স থাইল্যান্ড থেকে ২০১৫ ও ২০১৬ মডেলের হোন্ডা সিবিআর১৫০আর (সিঙ্গেল হেডলাইট) আমদানি করেছে। ভারতীয় ভার্সনগুলোর মতো এগুলোতেও একই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, তবে পার্থক্য শুধু রঙে। একই প্রতিষ্ঠান এর আগে বাংলাদেশে কাওয়াসাকির অফ রোড বাইক আমদানি করেছে।
আমদানি করা বাইকগুলো থাইল্যান্ডে ২০১৬ মডেল হিসেবে পরিচিত, যেগুলো শুধু রঙ পরিবর্তন করা হয়েছে। এর ইঞ্জিন আগেরটিই অর্থাৎ, পিজিএম-এফআই ৪-স্ট্রোকটিই রয়েছে, যেটাতে ৬ স্পিড গিয়ারবক্স ও ডাবল ক্যামশ্যাফট আছে।
নতুন বাইকটির সর্বোচ্চ ক্ষমতা বর্তমানে বাজারে থাকা ডুয়েল হেডলাইট ২০১৬ ভার্সনের চেয়ে বেশি। এটি সর্বোচ্চ ১৭.৩ বিএইচপি শক্তি উৎপন্ন করতে পারে ১০৫০০ আরপিএমে। তবে এই বাইকটির টর্ক আগেরটির চেয়ে কম, মাত্র ১২.৯ নিউটন মিটার @ ৭৫০০ আরপিএম।
নতুন হোন্ডা সিবিআর১৫০আর এর দুই চাকাতেই ডিস্ক ব্রেক ও টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং এর পিছনে মনো সাসপেনশন রয়েছে। নতুন বাইকটির ডিজাইন ভারতীয় সিবিআর১৫০আর এর মতোই, তবে এতে সিঙ্গেল হেডলাইট লাগানো হয়েছে। তাছাড়া এতে স্প্লিট সিট থাকলেও আগের ২০১৬ ভার্সনের মতো সিটটি আলাদা করা না। ২০১৬ থাই ভার্সন সিবিআর১৫০আর এর রিমটিও রঙিন এবং বডি গ্রাফিকস আগের চেয়ে বেশি অ্যাগ্রেসিভ। অন্যদিকে ২০১৫ ভার্সনটিতে সাদা রঙের উপর স্টিকারের কাজ রয়েছে।
বর্তমানে অপূর্ব ট্রেডার্সের কাছে নিচের কালারগুলো পাওয়া যাবে। প্রদত্ত মূল্যের সঙ্গে রেজিস্ট্রেশন ফিও অন্তর্ভুক্ত।
সাদা ও লাল : ৪,৫০,০০০ টাকা
সাদা ও নীল : ৪,৫০,০০০ টাকা
লাল-কালো, সঙ্গে সোনালি রিম : ৪,৬০,০০০ টাকা
Also Read: বাংলাদেশে হোন্ডা ও সুজুকি দাম কমালেও অন্যরা কেনো কমাচ্ছে না?
আগেই বলে রাখছি, এসব বাইকের সঙ্গে কিন্তু কোনো ইঞ্জিন ওয়ারেন্টি ও ফ্রি সার্ভিস সুবিধা পাবেন না। পাশাপাশি অপূর্ব ট্রেডার্স আপনাকে ক্রয়কৃত বাইকের জন্য কোনো খুচরা যন্ত্রাংশ সরবরাহ করতেও বাধ্য থাকবে না। তবে তাদেরকে কোনো খুচরা যন্ত্রাংশের এনে দেওয়ার জন্য অনুরোধ জানালে তারা তা আমদানি করে এনে দিতে পারেন।
নতুন হোন্ডা সিবিআর১৫০আর ২০১৬ থাই ভার্সনের স্পেসিফিকেশন
কোড | সিবিআর১৫০আরজি টিএইচ |
ইঞ্জিন | ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম পিজিএম-এফআই ৪-স্ট্রোক/ ডাবল ওভারহেড ক্যামশ্যাফট, ওয়াটার কুলড |
ডিসপ্লেসমেন্ট | ১৪৯.৪ |
বোর X স্ট্রোক | ৬৩.৫ x ৪৭.২ |
কম্প্রেশন রেশিও | ১১:০১ |
ক্লাচ | ওয়েট মাল্টি-প্লেট ক্লাচ ওভারহেড |
ট্রান্সমিশন | ৬ স্পিড |
ইগনিশন | ডিজিটাল ট্রানজিস্টরাইজড |
স্টার্ট | ইলেকট্রিকাল |
আয়তন : দৈর্ঘ্য x প্রস্থ x উচ্চতা | ১৯৭৭ x ৬৯৫ x ১১৩০ |
হুইলবেজ | ১৩১০ |
ভূমি থেকে উচ্চতা | ১৮৫ |
সিটের উচ্চতা | ৭৯৩ |
ল্যাংকাস্টার / লঙ ট্রেইল | ২৫ ° ০০ ‘/ ৯০ মিমি |
জ্বালানি ধারণক্ষমতা | ১৩.১ লিটার |
ফ্রেম | টুইন ডায়মন্ড |
সাসপেনশন (সামনে) | টেলিস্কোপিক |
সাসপেনশন (পিছনে) | মনোশক |
ওজন | ১৩৮ কেজি |
ব্রেক (সামনে) | ডুয়েল পিস্টন ডিস্ক |
ব্রেক (পিচনে) | ডিস্ক |
চাকা | অ্যালয় |
টায়ার (সামনে) | ১০০/৮০-১৭ এম/সি ৫২পি সিরিজের স্টেইনলেস স্টিল টিউব |
টায়ার (পিছনে) | ১৩০/৭০-১৭ এম/সি ৬২পি সিরিজের স্টেইনলেস স্টিল টিউব |
জ্বালানি | সিসামুক্ত গ্যাসোলিন, অকটেন ৯৫ বা ৯১ এর সেঙ্গ সর্বোচ্চ ২০% পর্যন্ত ইথানল |
অপূর্ব ট্রেডার্স সড়ক : ২, বাড়ি : ই/২৩, ব্লক-ডি বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা হটলাইন : ০১৭৫৭ ৯১৭ ৭৬৬