উইজার্ড শোবিজ আয়োজন করতে যাচ্ছে ঢাকা মোটর ফেস্ট ২০২৩
This page was last updated on 16-Nov-2023 09:12am , By Raihan Opu Bangla
উইজার্ড শোবিজ ফেব্রুয়ারির ২-৪ তারিখ পর্যন্ত আন্তর্জাতিক কনভেশন সিটি বসুন্ধরা-আইসিসিবিতে আয়োজন করতে যাচ্ছে ঢাকা মোটর ফেস্ট ২০২৩। এই মোটর ফেস্টের অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাইকবিডি।
উইজার্ড শোবিজ আয়োজন করতে যাচ্ছে ঢাকা মোটর ফেস্ট ২০২৩
উইজার্ড শোবিজ হল বাংলাদেশের অন্যতম একটি ইভেন্ট অর্গানাইজার। ২০০০ সালে এই ইভেন্ট অর্গানাইজার প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। এরপর তারা বাংলাদেশে অনেক ধরনের ইভেন্ট করেছে। এর সাথে তারা মোটর ফেস্ট ও বাইক ফেস্ট আয়োজন করে আসছে।
আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা– আইসিসিবিতে তে ২রা ফেব্রুয়ারি ২০২৩ থেকে ৪ই ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা মোটর ফেস্ট ২০২৩ । ইভেন্টটি সকাল ১১:00 টায় শুরু হয়ে শেষ হবে রাত ০৯:00টায়।
এই ইভেন্টের আগে উইজার্ড শোবিজ চট্টগ্রামে ৫ম মোটর ফেস্ট ২০২২ আয়োজন করেছিল। চট্টগ্রামের এই ফেস্টে অটোমোবাইল, মোটরসাইকেল, লুব্রিকেন্টসহ অনেক বড় প্রতিষ্ঠান এই ফেস্টের অংশ নিয়েছিল এবং তাদের পণ্য প্রদর্শন করবে।
তবে এবার তারা ঢাকায় আয়োজন করতে যাচ্ছে মোটর ফেস্ট ২০২৩। এটি বাইকার এবং গাড়ি প্রেমীদের জন্য একটি বিশাল ইভেন্ট হতে চলেছে যেখানে বাইকার এবং দর্শনার্থীদের জন্য অনেক চমকের ব্যবস্থা করা হয়েছে।
এই ফেস্টে দর্শনার্থীদের জন্য থাকছে অনেক চমক, যেমন এই মোটর ফেস্টের দর্শকদের জন্য থাকবে মুভি প্রদর্শন, কনসার্ট, ডিজে, বাইক স্টান্ট, মডিফাইড কার কালেকশন এবং আরও অনেক আকর্ষণীয় সব গাড়ি ও মোটরসাইকেল।
বাইকবিডি হচ্ছে এই ঢাকা মোটর ফেস্ট ২০২৩-এর অনলাইন মিডিয়া পার্টনার। টিম বাইকবিডি এই ফেস্ট তাদের ওয়েব সাইটসহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করবে এবং এই সম্পূর্ণ ইভেন্টটি কভার করবে। মোটর ফেস্টের সর্বশেষ আপডেটের জন্য আমাদের ওয়েবসাইট সাইটে চোখ রাখুন।
প্রতিবারের মতো এবারও বাইকবিডি বাইকার ও দর্শকদের জন্য কিছু চমক নিয়ে হবে। আমরা আশা করি আপনারা সবাই এই জমকালো অনুষ্ঠানের অংশ হবেন এবং এই অনুষ্ঠানটি উপভোগ করবেন। ধন্যবাদ।