টিভিএস রেডিওন ফিচার রিভিউ - এ্যাক্সেলারেটিং রেট্রো
This page was last updated on 14-Jul-2024 09:58am , By Ashik Mahmud Bangla
টিভিএস রেডিওন ফিচার রিভিউ । টিভিএস রেডিওন টিভিএস মোটর কোম্পানীর নতুন একটি কমিউটার ফিচারড মোটরসাইকেল। এতে রয়েছে বেশকিছু এক্সক্লসিভ ফিচার যা মোটরসাইকেলটিকে সাধারন কমিউটার হতে অনেকটাই আলাদা মাত্রা দিয়েছে। তাই বাইকটির ফিচার আলোচনা নিয়েই আমাদের আজকের আয়োজন।
টিভিএস রেডিওন ফিচার রিভিউ
আজকের আলোচিত রেডিওন টিভিএস মোটরের একটি স্মল-ক্যাপাসিটি ও লাইট-ওয়েটেড মোটরসাইকেল। এটি প্রফাইল ও ইরগনোমিক্সে সবদিকে দিয়েই একটি কমিউটার। তবে ডিজাইন ও স্টাইলিংয়ে রেট্রো-নিও ব্লেন্ড ফলো করা হয়েছে। তাই এর অনেক অংশই ওল্ড-স্কুল টেক্সচার ধারন করেছে।
বাইকটিতে আমরা যদি কিছুক্ষণের জন্যে এর কালার ও টেক্সচার ভুলে যাই তাহলে দেখবো এটি সাধারন চেহাড়ার সমসাময়িক একটি কমিউটার। এতে দৃষ্টিকটু কিছুই নেই। বরং অন্যান্য প্রতিযোগী মডেলের সাথে প্রচুর সাদৃশ্য দেখা যাবে। তবে সম্পূর্ণ সজ্জিত একটি রেডিওন আসলেই নতুন রেট্রো-নিও ডিজাইন নিয়ে একদম আলাদা একটি বাইক।
এ্যাক্সেলারেটিং রেট্রো স্টাইলিং
টিভিএস রেডিওন এর হেডল্যাম্প, ফুয়েল-ট্যাঙ্ক, সাইড-প্যানেল, সিট, টেইল সবই কিছুটা ওভাল ও ফোলানো ধরনের। সবকিছুতেই মোটামুটি মডার্ণ ও রেট্রো ডিজাইনের ব্লেন্ড রয়েছে। আর এর কালার-স্কিম পুরোটাই ওল্ড-স্কুল ঘরানার যা কিনা সহজেই পুরোনো দিনগুলির কথা মনে করিয়ে দেবে।
Also Read: টিভিএস ডিস্কাউন্ট অফার অক্টোবর ২০১৮
মোটরসাইকেলটির হেডল্যাম্পটি বেশ বড়সড় আর এতে ক্রোম লাইনিং বেজেল রয়েছে। এতে রয়েছে উঁচানো পাইপ-হ্যান্ডেলবার ও চমৎকার দৃষ্টিনন্দন ডিজাইনের ডাবলপিট ওডো-কন্সোল। এটিও ক্রোম লাইনিং দেয়া। আর তাতে সাধারন সব গজই সমন্বয় করা হয়েছে।
বাইকটির ওভাল শেপের ফুয়েল-ট্যাঙ্ক ও সাইড-প্যানেলগুলো থ্রি-ডি কার্ভসহ ক্রোম লাইনিং ও ওল্ড-স্কুল টেক্সচার রয়েছে। এর সিটটিও ওল্ড-স্কুল স্টাইলে স্টিচড ও কুশনড, যা এর রেট্রো-প্রফাইলকে আরো উজ্জীবিত করেছে।
এছাড়াও ক্রোম কোটেড একজষ্টসহ বাইকটির মাইনর কর্ণারগুলোতেও চমৎকারভাবে ক্রোমের টাচ দেয়া হয়েছে। আর ইঞ্জিনটিও পেয়েছে গোল্ডেন টেক্সচার। তো সবমিলিয়ে মোটরসাইকেলটি পেয়েছে একটি ক্ল্যাসি ডিজাইন। আর অবশ্যই এটি একই ক্যাটাগরীর অন্যান্য বাইক থেকে পেয়েছে এক অনন্য মাত্রা।
ফ্রেম, হুইল, ব্রেক, ও সাসপেনশন সিষ্টেম
টিভিএস রেডিওন মোটরসাইকেলটি একটি সিঙ্গেল-ক্রেডল টিউবুলার ফ্রেমে ডিজাইন করা। ফ্রেমটি হালকা, তবে যথেষ্ট শক্তপোক্ত। বাইকটির চাকাগুলো ১৮” সাইজের, আর তাতে রয়েছে টিউবলেস টাইপ টায়ার। টিভিএস বাইকটিতে দিয়েছে হাই-পারফর্মেন্স ডিউরা-গ্রিপ টায়ার। এগুলি বিভিন্ন সারফেস কন্ডিশনে এ্যাফিশিয়েন্ট গ্রিপ ও পারফর্মেন্স প্রদান করে।
স্ট্যান্ডার্ড মডেল রেডিওনের দুচাকাতেই রয়েছে ড্রাম-টাইপের ব্রেকিং সিস্টেম। এতে রয়েছে এসবিটি সিনক্রোনাইজড ব্রেকিং টেকনলোজি। এটি শর্টার ব্রেকিং ডিসটেন্স নিশ্চিত করে চালককে দিতে পারে এ্যাডভান্সড ব্রেকিং এক্সপেরিয়েন্স। তবে নতুন স্পেশাল ভার্শন রেডিয়নের সামনের চাকায় রয়েছে অপশনাল হাইড্রলিক ডিস্ক ব্রেকিং সিষ্টেম।
সাসপেনশনের ক্ষেত্রে মোটরসাইকেলটিতে সামনে রয়েছে ওয়েল-ডাম্পড টেলিস্কোপিক হাইড্রলিক শক-এ্যাবজরবার। আর এর পেছনে রয়েছে ডাবল শক-এ্যবজরবার সিষ্টেম। পেছনের সাসপেনশনগুলো জো স্প্রিং-লোডেড, আর সেগুলি ৫-স্টেপ এ্যাডজাষ্টেবল টাইপের।
রাইডিং এন্ড হ্যান্ডেলিং ফিচার
টিভিএস রেডিওন বাইকটি ক্যাটাগরীগতভাবেই আপরাইট রাইডিং প্রফাইলের। এর রাইডিং খুবই সহজ ও কমিউটিং ফ্রেন্ডলি। তাই যেকোন বয়সের রাইডার ছেলে হোক বা মেয়ে, রাইডিং নিয়ে চিন্তিত হবার কিছু নেই। ১১২কেজি হালকা ওজনের কারনে বাইকটিকে যেকেউই বেশ ভালভাবেই কন্ট্রোল করতে পারবে।
বাইকটির সিটটিও চওড়া কুশনযুক্ত ও আরামদায়ক রাইডিংয়ের জন্যে ডিজাইন করা। এছাড়া স্টক লাগেজ-ক্যারিয়ার, ব্যাগ হোল্ডার, শাড়ি-গার্ড, ক্র্যাশগার্ড প্রভৃতি নিরাপদ রাইডিংয়ে বাড়তি সুবিধা দেবে। ফলে এতে প্রাত্যহিক রাইডিং বেশ সুবিধাজনক হবে।
এছাড়াও এতে ইউএসবি চার্জার, এনি-গিয়ার সেল্ফ-স্টার্ট, সার্ভিস ইন্ডিকেটর, মেইনটেন্যান্স-ফি ব্যাটারি প্রভৃতি বাড়তি ফিচার রয়েছে। সেই সাথে আরো রয়েছে এসবিটি সেফার ব্রেকিং ফিচার। তো সবমিলিয়ে রেডিওন একটি চমৎকার ফিচারড মোটরসাইকেল যা প্রাত্যহিক রাইডিং আরো বেশি উপভোগ্য করে তুলতে পারে।
ইঞ্জিন ফিচার
টিভিএস রেডিওন মূলত: একটি অল্প ক্ষমতার ছোট কমিউটার মোটরসাইকেল। এটিতে রয়েছে সিঙ্গেল-সিলিন্ডার, ফোর-স্ট্রোক, এয়ার-কুলড, ২-ভালভ ইঞ্জিন। ৪-গিয়ারের এই ইঞ্জিনটিতে রয়েছে কার্বুরেটর ফুয়েল ফিডিংসিষ্টেম। এটি কিকার ও সেল্ফ দুভাবেই স্টার্ট করা যায়।
টিভিএস এর এই লং-লাষ্টিং ডিউরা-লাইফ ইঞ্জিনটি মোটামুটি ৮.৪পিএস পাওয়ার ও ৮.৭এনএম টর্ক উৎপাদন করতে পারে। আর ভালো ফুয়েল ইকোনমি নিশ্চিতের সাথে সাথে এটি বেশ ভালো পারফর্মেন্সও দিতে পারে। তো ১১০সিসির কমিউটার হিসেবে এর পারফর্মেন্স রেটিং যথেষ্টই ভালো বলা যায়।
TVS Radeon Specification
Specification | TVS Radeon 110 |
Engine | Single Cylinder, Four Stroke, Air Cooled, 2 Valve Engine |
Displacement | 109.7cc |
Bore x Stroke | 53.5mm x 48.8mm |
Compression Ratio | 9.65:1 |
Maximum Power | 8.4PS (6.18kW) @7,000RPM |
Maximum Torque | 8.7NM@5,000RPM |
Fuel Supply | Carburetor |
Ignition | CDI |
Starting Method | Kick & Electric Start |
Clutch Type | Wet, Multiple-disc |
Lubrication | Wet Sump |
Transmission | 4-Speed Constant Mesh |
Dimension | |
Frame Type | Single Cradle Tubular Frame |
Dimension (LxWxH) | 2,006mm x705mm x 1,070mm |
Wheelbase | 1,265mm |
Ground Clearance | 180mm |
Saddle Height | |
Weight (Kerb) | 112kg |
Fuel Capacity | 10 Liters Including 1.5 Liter Reserve |
Wheel, Brake & Suspension | |
The suspension (Front/Rear) | Telescopic Oil Damped Suspension 5 Step Adjustable Hydraulic Shock Absorber x 2, |
Brake system (Front/Rear) | 130mm Drum / 110mm Drum |
Tire size (Front / Rear) | Front: 2.75X18 (Tubeless) Rear: 3.00X18 (Tubeless) |
Battery | 12V |
Headlamp | 12V 35/35W |
Speedometer | Analog |
*All the specifications are subject to change upon company rules, policy, offer & promotion. BikeBD is not liable for the changes.
তো বন্ধুরা, এই ছিলো আমাদের টিভিএস রেডিওয়ন ফিচার রিভিউ। আশা করি আপনারা বাইকটি সম্পর্কে মোটামুটি স্বচ্ছ একটি ধারনা পেয়ে গেছেন। এটি বেশ আকর্ষনীয় প্যাকেজের চমৎকার স্টাইলের একটি মোটরসাইকেল। তো প্রাত্যহিক সাধারন চলাচলে এটি হতে পারে আপনার পছন্দের অনন্য একটি বাহন। তবে পছন্দের বিষয়টি অবশ্যই আপনাদের; ধন্যবাদ।