ইয়ামাহা ফেজার এফআই এর দাম বাড়িয়েছে এসিআই মোটরস!
This page was last updated on 09-Jul-2024 07:56am , By Saleh Bangla
ইয়ামাহা ফেজার এফআই এর মুল্য বৃদ্ধি করেছে এসিআই মোটরস – ইয়ামাহা বাংলাদেশ। পূর্ববর্তী মূল্য ২,৬৮,০০০টাকা থেকে বর্তমান বিক্রয়মূল্য নির্ধারন করা হয়েছে ২,৭১,০০০ টাকা। কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো যে এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এর দাম বৃদ্ধি করবে, এবং সেই গুঞ্জনের পরিপ্রেক্ষিতে অবশেষে বাস্তব হলো এই সিদ্ধান্ত। বাংলাদেশের ১৫০ সিসি মোটরসাইকেল এর বাজারে ইয়ামাহা এর মোটরসাইকেল এর দাম সর্বদাই কিছুটা বেশি। ইয়ামাহা এফজেডএস এফআই এর বিক্রয়মূল্য হচ্ছে ২,৪৯,০০০ টাকা যেখানে এর প্রতিদ্বন্দী সুজুকি জিক্সার এর বিক্রয়মূল্য শুরু হচ্ছে ২,১০,০০০ টাকা থেকে এবং হোন্ডা সিবি হর্নেট এর বিক্রয়মূল্য ২,০০,০০০ টাকা।
Also Read: এসিআই মোটরস লিমিটেড - “রোড টু ড্রিম বাইক” কন্টেস্ট!
ইয়ামাহা মোটরসাইকেল এর বিক্রয়মূল্য বেশি হবার কারন হচ্ছে বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল আমদানী করার সময় সিবিইউ কন্ডিশনে আমদানী করা হয়, ফলে এক্ষেত্রে ১৫১% আমদানী শুল্ক দিতে হয় যেখানে অন্যান্য কোম্পানি সিকেডি ফরম্যাটে বাইক আমদানী করার ফলে তাদের ৯০ থেকে ৯৫% শুল্ক দিতে হয়। সিবিইউ ফরম্যাটে মোটরসাইকেলটি সম্পূর্ন প্রস্তুতকৃত অবস্থায় আমদানী করা হয়, এবং সিকেডি ফরম্যাটে মোটরসাইকেলটি সম্পূর্ন খুলে আলাদা করে আমদানী করা হয় এবং আমদানীর পরে সম্পূর্ন মটরসাইকেলটিকে একত্রে সংযুক্ত করা হয়
ইয়ামাহা ফেজার এফআই এর বিক্রয়মূল্য বৃদ্ধি পাবার পেছনে একটা কারন হতে পারে বাংলাদেশে ডলার এর মূল্য বৃদ্ধি পাওয়া। ২০১৬ সালে এসিআই মটরস যখন বাংলাদেশে তাদের যাত্রা শুরু করে, তখন বাংলাদেশে ডলার এর এক্সচেঞ্জ
রেট ছিলো ৭৮টাকা এবং এখন তা বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ৮৪-৮৫ টাকায়। এবং এর ফলে বর্তমানে এসিআই মোটরসকে তখনকার চাইতে বেশি ট্যাক্স দিতে হচ্ছে, এবং সেজন্যই হয়তো এসিআই মোটরস ইয়ামাহা ফেজার এফআই এর বিক্রয়মূল্য বৃদ্ধি করেছে।
শীঘ্রই বাংলাদেশে ইয়ামাহা এফজেডএস এফআই ডাবল ডিস্ক এডিশন আনতে যাচ্ছে এসিআই মোটরস – এবং ইতিমধ্যেই বাইকটির প্রিবুকিংও শুরু করেছে তারা। এবং এরমধ্যে ইয়ামাহা ফেজার এফআই এর বিক্রয়মূল্য বৃদ্ধি করাতে বাইকটি কি আগের জনপ্রিয়তাই ধরে রাখবে নাকি এর জনপ্রিয়তা হ্রাস পাবে - সেটা সময়ই বলবে।