২৫০ সিসির বাইকের মাইলেজ কত ?

This page was last updated on 29-Jul-2024 10:18am , By Ashik Mahmud Bangla

যেহেতু বর্তমান সময়টাতে বাজারে ২৫০ সিসির বাইক নিয়ে বেশ আলোচনা চলছে , তাই অনেকের মনেই এই প্রশ্নটা এসেছে ২৫০ সিসির বাইকের মাইলেজ কত ? হাই সিসির কোন বাইকের মাইলেজ কত সেটা নির্ভর করে বাইকের অনেকগুলো বিষয়ের উপর। তবে এই মুহূর্তে আলোচনার শীর্ষে থাকা বাইক হচ্ছে Bajaj Pulsar N250 , আজ আমরা এই বাইকের মাইলেজ সম্পর্কেই জানবো।

২৫০ সিসির বাইকের মাইলেজ কত ?

Bajaj Pulsar N250 এখনো আমাদের দেশের বাজারে আসে নি, তবে বাইকটা দ্রুত আমাদের দেশের বাজারে আসার সম্ভাবনা রয়েছে। কবে বাইকটা আমাদের দেশের বাজারে পাওয়া যাবে সেই সম্পর্কে জানতে এই আর্টিকেলটি পড়ুন।


অনেকেই বলতে পারেন বাইক আমাদের দেশে নাই তাতে কি, ইন্ডিয়াতে তো চলে। আমাদের দেশের তেলের মান এবং তেলের কোয়ালিটি ইন্ডিয়ার সাথে কখনো মিলবে না। তাই সম্পূর্ণ সঠিক মাইলেজ জানতে হলে বাইকটা আগে দেশের বাজারে আসতে হবে।


তবে বাজাজের অফিসিয়াল ওয়েবসাইট এবং ইন্ডিয়ার বিভিন্ন জনপ্রিয় নিউজ পোর্টাল থেকে যেটা জানা গেছে সেটা হচ্ছে Bajaj Pulsar N250 mileage 35 kmpl.

 

হাই সিসি বাইক যখন বাংলাদেশে আসবে তখন আমাদের দেশের ফুয়েলের মানও ভালো করতে হবে।কারন এসব বাইক সবার আগে যেই জিনিসটা চায় সেটা হচ্ছে ভালো মানের ফুয়েল। এখন দেখার বিষয় হচ্ছে আমরা এই বাইকগুলো কবে হাতে পাবো।