৮ম বাংলাদেশ বিল্ডকন এক্সপো ২০২৫ তে অংশ নিয়েছিল টোটাল টুলস

This page was last updated on 28-Jan-2025 12:46pm , By Raihan Opu Bangla

বাংলাদেশ বিল্ডকন এক্সপো হচ্ছে বাংলাদেশের কনস্ট্রাকশন এবং বিল্ডিং ম্যাটেরিয়াল ইন্ডাস্ট্রিজ এর অন্যতম মিলন মেলা। মুলত বাংলাদেশে যেসব কোম্পানি কনস্ট্রাকশন, ইন্ডাস্ট্রিয়াল এবং বিল্ডিং ম্যাটেরিয়াল তৈরি এবং বিক্রয় করে থাকে তাদের এক মিলন মেলা। ২০১৫ সাল থেকে এই এক্সপো আয়োজন করা হচ্ছে। ২০২৫ সালে ৮ম বারের মত এই আয়োজন করা হয়ছে। এতে অংশ নিয়েছিল টোটাল টুলস। 

৮ম বাংলাদেশ বিল্ডকন এক্সপো ২০২৫

total-tools-bangladesh-buildcon-expo-2025-iccb

বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার (আইসিসিবি) এর এক্সপো জোনে এই মেলার আয়োজন করা হয়েছিল। গত ২৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত এই মেলার আয়োজন করা হয়েছিল।

Also Read: Total Tools Price In Bangladesh

total-tools-buildcon-expo-2025

এই মেলাটি এমন একটি মেলা যেখানে কোম্পানি গুলো তাদের তৈরি পন্য, সার্ভিস এবং ইঞ্জিন শো করে থাকে। টোটাল টুলসও এবার এই মেলায় অংশ নিয়েছিল। তারা তাদের সকল পন্য, ছোট থেকে ছোট পন্য এই মেলায় শোকেস করেছে। 

total-tools-buildcon-expo-2025-iccb

টোটাল টুলস এর মুলত ফোকাস করে থাকে তাদের কোয়ালিটি টুলস এর উপর। বাংলাদেশে টোটাল টুলস এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে মানসী কর্পোরেশন। তারা বাংলাদেশে টোটাল এর সকল টুলস বাজারজাত করে থাকে।