মোটরসাইকেল ব্রেকিং সিস্টেম ফ্রি-প্লে কেন প্রয়োজন?

This page was last updated on 20-Apr-2024 10:10am , By Saleh Bangla

ব্রেকিং সিস্টেম হলো একটি মোটরসাইকেলের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কন্ট্রোলিং মেকানিজম। ব্রেকিং সিস্টেম অন্যান্য মোটরগাড়ির মতোই একটি মোটরসাইকেলকে নিরাপদে চলতে ও কন্ট্রোল করতে সাহায্য করে। আর এই ব্রেকিং মেকানিজমের একটি গুরুত্বপূর্ন ফ্যাক্টর হলো ফ্রি-প্লে। অনেকের মনে হতে পারে ব্রেকিং সিস্টেমের ফ্রি-প্লে কি এমন গুরুত্বপূর্ন বিষয়। তো তাদের জন্যই আজ আমরা আলোচনা করবো, মোটরসাইকেল ব্রেকিং সিস্টেম ফ্রি-প্লে কেন প্রয়োজন ও তার গুরুত্ব

 

মোটরসাইকেল ব্রেকিং সিস্টেম ফ্রি-প্লে

সাধারণ বিভিন্ন যানবাহনের মতো মোটরসাইকেলও বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে তৈরী। এসব যন্ত্রাংশে বেশ কিছু মেকানিজম রয়েছে, যেগুলি মোটরসাইকেলের কন্ট্রোলিং মেকানিজ হিসেবে পরিচত। যেমন: ব্রেকিং সিস্টেম, যা মূলত: একটি মোটরসাইকেল নিরাপদে চালানো ও নিয়ন্ত্রনে অপরিহার্য। আর একটি সঠিক কর্মক্ষম ব্রেকিং সিস্টেমের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ এবং বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে ব্রেক-লিভার বা প্যাডেলে ফ্রি-প্লে ও ব্রেক-শু ফ্রি-প্লে একটি ব্রেকিং সিস্টেমের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।

তো ব্রেকিং সিস্টেমের ফ্রি-প্লের গুরুত্ব বোঝার আগে আমাদের জানা দরকার যে, এই ফ্রি-প্লে বলতে আসলে কি বোঝায়। তো ব্রেকিং সিস্টেমের ফ্রি-প্লে বলতে আসলে ব্রেক কাজ করার আগে স্থির থাকা অবস্থায় ব্রেক মেকানিজম তথা ব্রেক-লিভার বা প্যাডেল প্রভৃতির ফ্রি-মুভমেন্টকে। যেকোন ব্রেকিং সিস্টেমেই, হোক তা হাইড্রলিক অথবা মেকানিক্যাল, ব্রেক মেকানিজম স্থির থাকা অবস্থায় অপ্রয়োজনীয় ব্রেক এনগেজমেন্ট রোধ করতে, অযথোচিতো ঘর্ষণ ও ব্রেক লকআপের মতো সমস্যাগুলি প্রতিরোধ করতে ব্রেক মেকানিজমে এই ফ্রি-মুভমেন্ট থাকা খুবই প্রয়োজনীয়।

আর ভালো ওয়ার্কিং কন্ডিশনের ব্রেক মেকানিজমের সাথে সাথে ব্রেক-শু, ব্রেক প্যাড, এবং ব্রেক ডিস্ক বা ব্রেক ড্রামের মধ্যে ন্যূনতম ফাঁক তথা ব্রেক ফ্রি-প্লে থাকাও সমান গুরুত্বপূর্ণ। এটি প্রকৃতপক্ষে ব্রেকিং সিস্টেম ফ্রি-প্লে এর একটি অংশ এবং ব্রেক লিভার ফ্রি-প্লে এর সাথে আন্তঃসংযুক্ত। তো চলুন আরো জেনে নেওয়া যাক মোটরসাইকেল ব্রেকিং সিস্টেমে ফ্রি-প্লে কতটা গুরুত্বপূর্ণ এবং এটি সত্যিকার অর্থে কি ধরনের সুবিধা দিতে পারে।

মোটরসাইকেল ব্রেকিং সিস্টেম ফ্রি-প্লে কেন প্রয়োজন ও তার গুরুত্ব

মোটরসাইকেল ব্রেকিং সিস্টেমের বিভিন্ন অংশে ফ্রি-প্লে নিশ্চিত করার অন্যতম মূল কারন হলো ব্রেক মেকানিজম ব্যবহার হবার সময় ছাড়া ব্রেক প্যাড, হাব, লিঙ্ক, তার বা হাইড্রোলিক ফ্লুইডের স্ট্যাটিক প্রেশার প্রভৃতির সঠিক আইডল বা নিষ্ক্রিয় পজিশন নিশ্চিত করা। এর ফলে প্রয়োজন ছাড়া ব্রেকের কোন অংশ মোটরসাইকেল চলার সময় বাধার সৃস্টি করে না। বরং এটি ব্রেক মেকানিজমকে সঠিক কার্যক্ষম এবং নিষ্ক্রিয় অবস্থানে থাকতে সাহায্য করে এবং প্রয়োজনে কার্যকরী হবার জন্য প্রস্তুত রাখে।

দ্বিতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যথাযথ ফ্রি-প্লে ব্রেক মেকানিজমের প্রতিটি অংশকে ব্রেক ব্যবহারের সময় এবং ব্যবহার আগে ও পরে প্রতিটি সময়েই যথাযথভাবে সমন্বিত অবস্থানে থাকতে সাহায্য করে। এছাড়াও লিভার পয়েন্ট বা ব্রেক মেকানিজমের মধ্যে পর্যাপ্ত ফ্রি-প্লে বা ফাঁকা জায়গা না থাকলে, ব্রেক মেকানিজম রাইডারের কম্ফোর্ট লেভেলের সাথে মিলিয়ে সঠিকভাবে এ্যাডজাষ্টও করা যায় না। তাই নিঁখুত ব্রেক এ্যাডজাষ্টমেন্ট ও পারফর্মেন্সের জন্য ফ্রি-প্লে অবশ্যই প্রয়োজন।

মোটরসাইকেল ব্রেক মেকানিজমে ফ্রি-প্লে নিশ্চিত করার আরেকটি গুরুত্বপূর্ণ কারন হলো ব্রেক মেকানিজমে অপ্রয়োজনীয় ও অযথোচিতো এনগেজমেন্ট রোধ করা। কেননা, পর্যাপ্ত ফ্রি-প্লে ছাড়া, ব্রেক-শু বা প্যাডগুলি ব্রেক-ড্রাম বা ডিস্কের সাথে লেগে থাকতে পারে, যা ব্রেক-ড্র্যাগিং সৃস্টি করে চাকা জ্যাম করে দিতে পারে। এছাড়াও ব্রেক মেকানিজম অতিরিক্ত গরম হয়ে তাড়াতাড়ি নষ্ট হওয়া ছাড়াও পুরোপুরি বিকলও হয়ে যেতে পারে। তাই যথাযথ ফি-প্লে নিশ্চিত করা আবশ্যক যাতে ব্রেক মেকানিজম আইডল বা স্থির অবস্থাতেও ব্রেকের কোন অংশ একে অপরের সাথে কোনোভাবে লেগে না থাকে বা ঘসা না লাগে।

সঠিক ওয়ার্কিং কন্ডিশনে একজন মোটরসাইকেল রাইডার যখন ব্রেক লিভার চাপেন, তখন ব্রেক-শু বা প্যাডগুলি ইন্টারঅ্যাক্ট করে এবং ব্রেক-ড্রাম বা ডিস্ককে চেপে ধরে। এরফলে ব্রেক-শু ও ডিস্ক বা ড্রামের মধ্যে ঘর্ষণ সৃষ্টি হয় এবং সেই অনুপাতে চাকার রোটেশন কমে আসে ও রোটেশন একসময় থেমে যায়। কিন্তু ব্রেক মেকানিজমের মধ্যে যদি কোনো ফ্রি-প্লে না থাকে, তাহলে ব্রেক-শু বা প্যাড আইডল অবস্থাতেও ডিস্ক বা ড্রাম স্পর্শ করে থাকতে পারে। ফলশ্রুতিতে এটি চাকা জ্যাম করে দিয়ে ব্রেক মেকানিজম তো বটেই মোটরসাইকেলেরও কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে। তাই মোটরসাইকেল ব্রেকগুলিতে সঠিক ফ্রি-প্লে প্রয়োজন।

যেকোন মোটরযানের মতোই মোটরসাইকেল ব্রেকিং সিস্টেমে ফ্রি-প্লে ব্রেকিং অ্যাসেম্বলিতে উৎপাদিত  তাপ কমিয়ে ফেলতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করে। যখন মোটরসাইকেলের ব্রেক লিভার বা প্যাডেলে পর্যাপ্ত ফ্রি-প্লে থাকে, তখন আইডল অবস্থায় ব্রেকের বিভিন্ন অংশ যথাস্থানে ফিরে আসে। ফলে ব্রেকের নিষ্ক্রিয় অবস্থায় ব্রেক-শু বা প্যাডগুলি ড্রাম বা ডিস্কের পৃষ্ঠের সাথে চেপে থাকে না বরং যথেষ্ট পরিমান ফাঁক থাকে। এসময় এইফাঁ‍কগুলিতে বায়ুচলাচল নিশ্চিত হয়ে উৎপন্ন তাপকে কমিয়ে দেয় এবং ব্রেক পার্টসগুলিকে সঠিক ওয়ার্কিং কন্ডিশনে রাখে।

আবার, ব্রেকিং সিস্টেমে সঠিক ফ্রি-প্লে মোটরসাইকেলের ব্রেকিং পারফরম্যান্সকেও উন্নত করে। ব্রেক লিভার এবং ব্রেক-শু উভয়ের মধ্যে সঠিক ফ্রি-প্লে সঠিক মাত্রায় ব্রেক মেকানিজম এনগেজ ও ডিজএনগেজ হাবার প্রক্রিয়াটি নিশ্চিত করতে সাহায্য করে। এটি উৎপন্ন তাপকে প্রশমিত করে, ভেতরে জমে থাকা ধুলো এবং ময়লা বের হতে সাহায্য করে, ব্রেক-শু এর বিকৃতি এড়াতে সাহায্য করে, এবং ক্ষয় হবার মাত্রা কমায়। এছাড়াও এটি ব্রেক লিভারে প্রয়োগকৃত শক্তি ব্রেকে সঠিকভাবে সঞ্চালন করে। ফলে সঠিক ফ্রি-প্লে সবমিলিয়ে মোটরসাইকেল ব্রেকিং সিস্টেমে সর্বোত্তম ব্রেকিং কার্যক্ষমতা নিশ্চিত করে।

 

সুতরাং বন্ধুরা, আশাকরি মোটরসাইকেল ব্রেকিং সিস্টেম ফ্রি-প্লে কেন প্রয়োজন এবং তার গুরুত্ব কতটুকু তা আমরা আপনাদের কাছে পরিস্কার তুলে ধরতে পেরেছি। সন্দেহ নেই যে, ব্রেকিং সিস্টেম ফ্রি-প্লে সমগ্র ব্রেকিং সিস্টেমের সঠিক ওয়ার্কিং কন্ডিশন ও পারফর্মেন্সকে নিশ্চিত করে। সুতরাং আপনার মোটরসাইকেলের ব্রেকিং সিস্টেম ফ্রি-প্লের দিকে নজর দিন ও সেটিকে সঠিক মাত্রায় রাখুন ও চমৎকার রাইড উপভোগ করুন। সবাইকে ধন্যবাদ।