২ লাখ টাকার ভেতর বেস্ট বাইক - ওয়াসিফ আনোয়ার
This page was last updated on 20-Jan-2025 02:35pm , By Raihan Opu Bangla
আমরা গত দু মাস ধরে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, ইউটিউব, ইন্সটাগ্রাম, এসব জায়াগাতে একটি প্রশ্ন বার বার দেখতে পাচ্ছি। প্রশ্নটি হচ্ছে দুই লাখ টাকার ভেতর বাংলাদেশের সেরা বাইক কোনটি। তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ২ লাখ টাকার মধ্যে বাংলাদেশের বেস্ট বাইক।
২ লাখ টাকার ভেতর বেস্ট বাইক
এই লিস্টে আমরা সেই সমস্ত বাইক গুলোকে রেখেছি যেগুলো বর্তমানে মোটরসাইকেল শোরুম গুলো পাওয়া যায়। যেমন এই ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি যে Haojue DR160 বাইকটি লিস্টে রাখার মত, কিন্তু বাইকটি বর্তমানে বাংলাদেশের মার্কেটে এভেইলেবল নয়।
আমরা এখানে লিস্টের সব বাইকের দাম ২২ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত আপডেট প্রাইস দেয়া হয়েছে। এছাড়া আপডেট প্রাইস জানার জন্য আমাদের ওয়েব সাইট ভিজিট করতে থাকুন। নিচে ২ লাখ টাকার ভেতর বেস্ট বাইকের ছোট একটি লিস্ট দেয়ার চেষ্টা করছি।
- Suzuki Gixxer Monotone – দামঃ ১,৭৬,৭৫০/-
আমি বাইকটির ডুয়েল ডিস্ক ভার্সন টেস্ট করেছি, এবং আমার কাছে বাইকটি অসাধারণ লেগেছে। বাইকটির রেডি পিকআপ এর দিক থেকে প্রতিযোগীদের চেয়ে এগিয়ে রয়েছে। এর সাথে বাইকটির ব্রেকিং ও ব্যালেন্স দুটো আপনাকে কর্নারিং অনেক বেশি সাপোর্ট প্রদান করবে।
যদিও এর রেয়ারে দেয়া হয়েছে ড্রাম ব্রেক, কিন্তু দামের দিক থেকে ১৫০-১৬০সিসি সেগমেন্টে এই বাইকটি বেস্ট ভ্যালু ফর মানি বলা যায়।
- TVS Apache RTR160 4V – দামঃ ১,৯৮,৮০০/-
বাংলাদেশের ১৬০সিসি নেকেড স্পোর্টস সেগমেন্টের দ্রুত গতির বাইক হচ্ছে RTR 4V। এই বাইকটি RTR 160 2V এর চেয়ে অনেক বেশি আরামদায়ক। বাইকটির সাসপেনশন আমার বেশ ভাল লেগেছে।
বাইকটির রেয়ার সাসপেনশন এর কারণে বাইকটি খারাপ বা উচু নিচু রাস্তায় রাইড করার সময় তেমন কোন সমস্যা অনুভব হয় না বরং তখন রাইড বেশ আরামদায়ক মনে হবে।
- Honda X Blade – দামঃ ১,৯৫,০০০/-
হোন্ডার ওয়ান্ডার বয় হিসেবে আবির্ভূত হয়েছে এই বাইকটি। প্রথমত বাইকটির লুকস, অসাধারণ ও স্মার্ট লুকস। আমি সম্ভবত কোন একটি রিভিউ ভিডিওতে বলে ছিলাম, যে আমি যদি বাইকবিডি ছেড়ে দেই তখন যদি আমি কোন বাইক ক্রয় করি, তবে আমার পছন্দের তালিকায় দুটি বাইকের একটি বাইক হবে এই Honda X blade।
Also Read: ২ লক্ষ টাকার মধ্যে বাংলাদেশে বাইক এর দাম | বাইকবিডি
বাইকটি কিছুটা শান্ত, যদিও এই লিস্টে থাকার মত এগ্রেসিভ বা পাওয়ার ফুল নয়, তবুও বাইকটি রাইড করা অনেক আনন্দদায়ক। এই দামের মধ্যে হোন্ডা এক্স ব্লেড আপনাকে স্পেশাল অনুভব করাবে বলেই আমি ধারণা করছি।
সময়ের সাথে সাথে আমরা আমাদের ওয়েব সাইটে বাইকের দাম ও নতুন বাইকের আপডেট দেয়ার চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি এতে বাইকারদের অনেক ভবিষ্যতে বাইক ক্রয় ও পছন্দ করতে সহায়ক হবে। আপনার মতে বাংলাদেশে ২ লাখের ভেতর বেস্ট বাইক কোনটি, কমেন্ট সেকশনে আমাদের জানিয়ে দিন। ধন্যবাদ।