হঠাৎ করে বাইকের সামনে দিয়ে মানুষ দৌড় দিলে যেগুলো করনীয়

This page was last updated on 31-Jul-2024 07:47am , By Ashik Mahmud Bangla

আমাদের দেশের রাস্তার যে অবস্থা তাতে বাইকের সামনে দিয়ে মানুষ দৌড় দেয়া খুব কমন একটা সমস্যা। যারা আমার এই আর্টিকেলটি পড়ছেন তাদের অনেকেই হইতো এই সমস্যার সম্মুখীন হয়েছেন। আবার অনেকেই হইতো এই সমস্যার কারনে মহা বিপদেও পরেছেন। আজ আমি আপনাদের সাথে হুট করে বাইকের সামনে দিয়ে মানুষ দৌড় দিলে যে ভুলগুলো করা যাবে না সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

মানুষ দৌড় দিলে

হুট করে বাইকের সামনে দিয়ে মানুষ দৌড় দিলে যে ভুলগুলো করা যাবে না

১- হঠাৎ করে বাইকের সামনে দিয়ে মানুষ দৌড় দিলে ঘাবড়ে যাওয়া খুবই নরমাল একটা ব্যাপার। কিন্তু ঘাবড়ে যাওয়া যাবে না , কারন ঘাবড়ে গেলে দূর্ঘটনার সম্ভাবনা অনেক বেড়ে যায়। বাইক রাস্তায় চালাতে গেলে এমন অনেক কিছুই হয় যায় জন্য আমরা কেউ কখনোই প্রস্তুত থাকি না। তবুও পরিস্থিতি যাই হউক সব সময় যতটা সম্ভব মাথা ঠাণ্ডা রাখার চেষ্টা করা উচিৎ।

মানুষ দৌড় দিলে

২- হুট করে বাইকের সামনে দিয়ে মানুষ দৌড় দিলে কখনোই সামনের ব্রেক ধরবেন না , কারন আপনি যদি সামনের ব্রেক ধরেন তাহলে বাইক স্লিপ করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এই সময়টাতে সুযোগ পেলে ইঞ্জিন ব্রেক করার চেষ্টা করুন।

৩- যখন আমাদের সামনে দিয়ে মানুষ দৌড় দেয় তখন আমরা সবাই একটা কমন ভুল করে ফেলি সেটা হচ্ছে মানুষের সামনে দিয়ে যে কোনভাবে পার হয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু যদি সুযোগ পান তাহলে সামনে দিয়ে পার হওয়ার চেষ্টা না করে মানুষ যেদিকে দৌড় দিয়েছে তার উল্টা দিক দিয়ে পার হয়ে যাওয়ার চেষ্টা করুন।

মানুষ দৌড় দিলে

৪- যারা নতুন চালক আছেন তারা অনেকেই একটা ভুল করে থাকেন সেটা হচ্ছে থ্রটল ধরে রাখা অবস্থায় বাইক ব্রেক করেন , এর ফলে বাইক নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাই বাইকের সামনে দিয়ে যখন মানুষ দৌড় দিবে তখন সবার আগে বাইকের থ্রটল ছেড়ে দিন , তাপর বাইক ব্রেক করার চেষ্টা করুন।

আমাদের দেশের রাস্তার যে অবস্থা তাতে কখন কার সাথে কি ঘটে যায় সেটা বলা বেশ মুশকিল। কিন্তু জীবনে ভালো থাকলে হলে যতটা সম্ভব আমাদের নিরাপদ থাকার চেষ্টা করা উচিৎ। সব সময় বাইকের গতি নিজের নিয়ন্ত্রণের মধ্যে রাখুন এবং অতিরিক্ত গতি পরিহার করুন।