কিভাবে বৃষ্টির মধ্যে রাইড করার সময় হেলমেটের ভাইজর পরিষ্কার রাখা যায়?
This page was last updated on 13-Jul-2024 03:03pm , By Ashik Mahmud Bangla
বৃষ্টির মধ্যে বাইক রাইড করতে আমরা অনেকেই পছন্দ করি। কিন্তু আমরা সবাই জানি বৃষ্টির মধ্যে রাইড করার সময় হেলমেটের ভাইজর পরিষ্কার রাখা খুব কঠিণ একটা কাজ। বৃষ্টির দিনে রাস্তার কাঁদা যুক্ত নোংরা পানি এবং হেলমেটের মধ্যে জমে যাওয়া ফগ আমাদের চলার পথে বড় রকমের বাধা সৃষ্টি করে। আর আপনি যদি লং ট্যুরের উদ্দেশ্যে বাইরে বের হন তাহলে রাস্তায় বার বার থেমে হেলমেটের ভাইজর পরিষ্কার করাও সম্ভব না।
কিভাবে বৃষ্টির মধ্যে রাইড করার সময় হেলমেটের ভাইজর পরিষ্কার রাখা যায়?
১- ওয়াটার রিপেলেন্টস স্প্রে ব্যবহার করুনঃ
বাজারে রেইন-এক্স এর মতোন বিভিন্ন ধরণের এন্টি ওয়াটার স্প্রে পাওয়া যায়। এগুলো আপনার হেলমেটের ভাইজরে পানি জমতে বাধা দেয়। বৃষ্টির মধ্যে যাত্রা শুরু করার আগে আপনি আপনার হেলমেটের ভাইজরটি রেইন-এক্স দিয়ে পরিষ্কার করে নিন। এর ফলে বৃষ্টির মধ্যে আপনার পথচলা অনেকটাই সহজ হয়ে যাবে। আপনি চাইলে স্প্রে টি নিজের সাথে রেখে দিতে পারেন এবং আপনি যখন চলার পথে বিরতি নিবেন সেই সময় এটি দিয়ে আপনার হেলমেটের ভাইজর পরিষ্কার করে নিতে পারেন।
২- এন্টি ফগ পলিশ ব্যবহার করুনঃ
আপনি যদি ওয়াটার রিপেলেন্টস স্প্রে না পান তাহলে এন্টি ফগ পলিশ ব্যবহার করতে পারেন। এটি আপনার হেলমেটের ভাইজর পরিষ্কার করার পাশাপাশি হেলমেটে ফগ জমায় বাধা দিবে। যার ফলে বৃষ্টির মধ্যে রাইড করার সময় ও আপনার হেলমেটের ভাইজর ঘোলা হয়ে যাবে না। আমরা যারা হেলমেটে মধ্যে চশমা ব্যবহার করি,তারা চাইলে এটি আপনার চশমার গ্লাসেও ব্যবহার করতে পারেন। এর ফলে আপনার হেলমেটের ভাইজরের পাশাপাশি আপনার চশমা ও পরিষ্কার থাকবে এবং আপনি নিরাপদে আপনার গন্তব্যে এগিয়ে যেতে পারবেন।
৩- স্পেশাল হ্যান্ড গ্লাভস ব্যবহার করুনঃ
আজকাল অনেক কোম্পানি বৃষ্টির মধ্যে রাইড করার জন্য স্পেশাল কিছু হ্যান্ড গ্লাভস বাজারে এনেছে। এই গ্লাভস গুলোর আংগুলের সাথে ছোট ছোট বিশেষ ধরণের রাবার সংযুক্ত করা থাকে, আর এই হ্যান্ড গ্লাভসের সাহায্যে আপনি আপনার হেলমেটের ভাইজরে থাকা বৃষ্টি ফোঁটাগুলি মুছতে পারবেন। এর ফলে বৃষ্টির মধ্যেও আপনার হেলমেটের ভাইজর পরিষ্কার থাকবে এবং আপনি নিরাপদে এগিয়ে যেতে পারবেন।
Also Read: SBA-2 ROBOTICS Helmet Price In BD
৪- এন্টি ফগ মাস্ক ব্যবহার করুনঃ
আমরা কম বেশি সবাই জানি বৃষ্টির মধ্যে রাইড করার সময় যখন হেলমেটের ভাইজর অফ করা থাকে তখন এটি কিছুক্ষণ পর ঘোলা হয়ে যায়। যার ফলে সামনে কি আছে সেটা দেখতে আমাদের খুব বেশি সমস্যা হয়। বিশেষকরে আমরা যারা ফুলফেস হেলমেট ব্যবহার করি তারা এই সমস্যার সম্মুখীন অনেক বেশি হয়ে থাকি। আপনি যদি ভালোমানের এন্টি ফগ মাস্ক ব্যবহার করেন তাহলে আপনি এই সমস্যার থেকে অনেকটা মুক্তি পেতে পারেন।
৫- এন্টি ফগ ভাইজর ব্যবহার করুনঃ
বৃষ্টির মধ্যে রাইড করার সময় হেলমেটের ভাইজর পরিষ্কার রাখতে এন্টি ফগ ভাইজর ব্যবহার করুন। আপনি যদি একটি ভালো মানের হেলমেট ব্যবহার করে থাকেন তাহলে আপনার হেলমেটের ভাইজরের মধ্যে এন্টি ফগ ভাইজর লাগানোর পিন দেয়া থাকবে। আপনি খুব সহজে এটির সাথে এন্টি ফগ ভাইজর সেট করে নিতে পারেন। এতে আপনার হেলমেটের ভাইজর ঘোলা হবে না।
৬- বায়ু চলাচলের ব্যবস্থা রাখুনঃ
এটি বৃষ্টির মধ্যে রাইড করার সময় হেলমেট ভাইজর ঘোলা হওয়ার হাত থেকে রক্ষা করার সবচেয়ে সহজ উপায়। আপনার হেলমেটে যদি ভেন্টিলেটর ব্যবস্থা ভালো হয় তাহলে সেগুলো খোলা রাখুন বৃষ্টির মধ্যে বাইক রাইড করার সময়।
৭- নরম কাপড় ব্যবহার করুনঃ
হেলমেটের ভাইজর নোংরা হয়ে গেলে নরম কাপড় ব্যবহার করুন হেলমেটের ভাইজর পরিষ্কার করার জন্য। তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন রানিং বাইকে থাকা অবস্থায় এই কাজটি কখনো করতে যাবেন না,এটি আপনাকে বিপদে ফেলে দিতে পারে। আপনার হেলমেটের ভাইজরে যদি বেশি নোংরা জমে যায় তাহলে আগে ভাইজর পানি দিয়ে ভিজিয়ে নিন। সরাসরি কাপড় দিয়ে ঘষা দিলে ভাইজরে জমে থাকা বালুর কারলে ভাইজরে দাগ পরে যেতে পারে।
৮- বিশেষ ধরনের পলি পেপার ব্যবহার করাঃ
গাড়ির লুকিং গ্লাসে ব্যবহার করার জন্য বিশেষ এক ধরনের পলি পেপার পাওয়া যায়, যেটি গ্লাসে পালি জমে থাকতে বাধা দেয়। আপনি এটি কিনে আপনার হেলমেট ভাইজরে সেট করে নিতে পারেন। এটি ব্যবহারের ফলে আপনার হেলমেটের ভাইজরে কোন পানি পানি জমে থাকতে পারবে না। ফলে বৃষ্টির মধ্যে রাইড করার সময় হেলমেটের ভাইজর পরিষ্কার থাকবে।
৯- হেলমেট ওয়াইপার ব্যবহার করুনঃ
গাড়িতে যেমন গ্লাস পরিষ্কারের জন্য ওয়াইপার লাগানো থাকে,ঠিক তেমনই এখন হেলমেটের ভাইজরের জন্যও হেলমেট ওয়াইপার পাওয়া যায়। যেটি আপনার হেলমেটে সেট করা থাকলে এটি সময়মতো আপনার হেলমেটের ভাইজর পরিষ্কারে করবে। তবে এটি অনেকের কাছেই কিছুটা ঝামেলার মনে হতে পারে। বৃষ্টির মধ্যে রাইড করার সময় হেলমেটের ভাইজর পরিষ্কার রাখার ৯ টি সহজ উপায় আপনাদের সামনে তুলে ধরা হলো।
Also Read: NITRO N2300 UNO JUNIOR Price In BD
বৃষ্টির মধ্যে যারা বাইক রাইড করবেন সব সময় চেষ্টা করুন হেলমেটের ভাইজর পরিষ্কার রাখতে। অনুমান করে ঠিকভাবে রাস্তায় না দেখে বাইক রাইড করা থেকে বিরত থাকুন এটি আপনাকে যে কোন সময় বিপদে ফেলতে পারে। করোনাভাইরাস এর এই সময় মাস্ক ব্যবহার করুন আর যতটুকু সম্ভব জনসমাগম এড়িয়ে চলার চেষ্টা করুন, নিজে ভালো থাকুন ভালো রাখুন।