Hero Thriller 160R ৯০০০ কিলোমিটার মালিকানা রিভিউ - ইয়াজভীর

This page was last updated on 30-Jul-2024 08:30am , By Shuvo Bangla

আমি গোলাম ইয়াজভীর তালুকদার। আমার জীবনের নিজের টাকায় কিনা বাইক Hero Thriller 160R Refresh এর মালিকানা রিভিউ শেয়ার করবো ।

hero thriller 160r

আমার বাইক নিয়ে বর্তামানে ৯,৩১৩ কিলোমিটার  চালোনার অভিজ্ঞতা এবং ভালো মন্দ দিক শেয়ার করব। আমি বর্তামানে কক্সবাজার জেলার উখিয়া থানায় বসবাস করি চাকরির সুবাদে।

আমার বাইক এর নেশা ছোট বেলা থেকে ছিলো সব সময় ফেসবুক ইউটিউব বাইক বিডি ওয়েব সাইটে বাইক দেখতাম আর এক এক সময় এক এক বাইক পছন্দ হতো কিন্তু কেনার সার্মথ্য ছিলোনা তবে বাইক কেনার প্রবল ইচ্ছে ছিলো, আর সেই ইচ্ছে থেকে নিজের চেষ্টা আল্লাহ ইচ্ছে ১৩-০৮-২০২২ তারিখ আমি কক্সবাজার হিরোর শোরুম জিনান মটরস থেকে হিরো থ্রিলার রিফ্রেশ এডিশন বাইকটি ক্রয় করি ।


এই বাইক পছন্দের একমাত্র কারণ ছিলো এই বাইকটা প্রযুক্তিগত দিক দিয়ে অন্যান্য বাইক এর তুলানায় আপডেট যা এই বাইকের দাম অনুযায়ী বেস্ট বাইক ভ্যালুফর মানি এই বাইকটা । ২ লক্ষ ১৪ হাজার ৯৯৯ টাকায় EFI সাথে এবিএস এবং ১৪ টি সেন্সর আফার করছে যা আমার খুব ভালো লেগেছে আর সব কিছু মিলিয়ে এই বাইক নিয়ে নেই।

hero thriller 160r

Hero Thriller 160R Refresh বাইকের কিছু খারাপ দিক -

  • বাইক এর হেড লাইড লাইট এর আলো একটু কম মনে হয়েছে হাইওয়ে রাইডে।
  • হর্ন এর সাউন্ড কম। তবে আফারটার মার্কেট হর্ন লাগিয়ে নিলে সমাধান হয়ে যায়।
  • কিছু পার্টাস এর দাম অনেক বেশি।
  • ৩ নাম্বার গিয়ার এবং ৫ নাম্বার গিয়ার বাইক এর পাওয়ার একটু কম পাওয়া যায়।
  • বাইক টা যদি ওয়েল কুল / লিকুইড কুল দেওয়া হতো রাইড করে লং ট্যুরে আরো বেশি কনফিডেন্সে পাওয়া যেত।
  • টপ স্পিড অন্যান্য বাইক তুলায় কম,  ১৫০-১৬০ সিসি বাইকের মধ্যে।
  • ১০৫ এর পর খুব আস্তে আস্তে স্পিড উঠে আরো ফাস্ট উঠতে পারত।
  • চেইন থেকে নয়েজ আসে যা আমার কাছে ভালো লাগে নাই।
  • হিরো সার্ভিস সেন্টার গুলাতে এই বাইকের সার্ভিস করিয়ে আমি সন্তুষ্ট না।

Hero Thriller 160R Refresh বাইকের কিছু ভালো দিক -

  • এই দামে ভিতর এত স্মুথ এবং কম্ফোটেবল বাইক এক কথায় আসাধারণা।
  • ব্রেকিং এবং কন্ট্রোল অসাধারন।
  • ৯০ স্পিড এর ভিতর কোন ভাইব্রেশন পাই নাই।
  • ০ থেকে ১০০ কিলোমিটার পার ঘন্টা স্পিড খুব দ্রুত উঠে যায়।
  • ইঞ্জিনের সাউন্ড খুব স্মুথ।
  • বাইকের মাইলেজ অসাধারণ আমি সব সময় ৪৮ থেকে ৫৩ পাই।
  • মোটা টায়ের জন্য কনারিং করে কনফিডেন্স পাওয়া যায়।
  • স্পোর্টস লুকস টা আমার কাছে খুব ভালো লাগে।

hero thriller 160r

এই ৯ হাজার ৩১৩ কিলোমিটার রাইডে আমি শধুমাত্র সামনে ডিস্ক ব্রেক সু পরিবর্তন করি, এই পর্যন্ত ৪ টা ফ্রি  সার্ভিস করিয়েছি আমি সবসময় হিরোর 4T জেনুইন ইঞ্জিন অয়েল ব্যবহার করি 10w30 গ্রেড এর এবং সব সময় অকটেন ব্যবহার করি।

আমি এই বাইক নিয়ে ২ টা লং ট্যুর দিয়েছি কক্সবাজার উখিয়া থেকে ময়মনসিংহ গিয়ে আবার কক্সবাজার উখিয়া ব্যাক করছি এবং বাইকের কোন প্রকার পাওয়ার লস বা ইঞ্জিন ওভার হিট এর সম্যসা ফেস করি নাই। এবং এর সাসপেন্সসন এত সুন্দর ফিডব্যাক দেয় ভাংচুরা রাস্তায় তেমন অসুবিধা ফেস করি নাই। থ্রিলার ইউজার দের কমন আভিযোগ রানিং ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া আমার বাইক এখন পর্যন্ত এমন সম্যসা হয় নাই।

hero thriller 160r

এই বাইকে আমি সর্বোচ্চ স্পিড তুলছি ১২১ তারপর আর চেষ্টা করি নাই। সর্বশেষ এই বাইক টা ব্যবহার করে আমি খুব খুশি যা আশা করিছিলাম তার থেকে ভালো ফিডব্যাক পেয়েছি বাইক থেকে আমার মতে এই বাইক টা বর্তমান বাজারে এই দামের ভিতর সেরা একটা বাইক। হিরো দেশ বাংলাদেশ। বাইক মানে বাইক বিডি৷ ধন্যবাদ ।

লিখেছেনঃ গোলাম ইয়াজভীর তালুকদার
 
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।