কাওয়াসাকি ডি-ট্রেকার এসই ১৫০ বাইকটির দাম কমলো ১৬০০০ টাকা
This page was last updated on 01-Aug-2024 03:21am , By Raihan Opu Bangla
পৃথিবীর বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড গুলোর মধ্যে কাওয়াসাকি অন্যতম একটি মোটরসাইকেল ব্র্যান্ড। কাওয়াসাকি মুলত তাদের উচ্চ সিসির বাইক ও তাদের ইউনিক ডিজাইন এবং স্টাইলের জন্য বিখ্যাত। এছাড়া তাদের কিছু অফ রোড মোটরসাইকেল রয়েছে যা অফ রোড বাইকারদের কাছেও অনেক জনপ্রিয়।
বাংলাদেশে কাওয়াসাকি মোটরসাইকেলের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে এশিয়ান মোটরবাইকস লিমিটেড। এশিয়ান মোটরবাইকস কাওয়াসাকির প্রিমিয়াম ক্যাটাগরির মোটরসাইকেল আমদানী করে থাকে। তাদের লাইন আপে বেশ কিছু অফ রোড মোটরসাইকেল রয়েছে।
যার মধ্যে অন্যতম মডেল হচ্ছে কাওয়াসাকি ডি-ট্রেকার এসই ১৫০। এই বাইকটি সম্প্রতি লঞ্চ হওয়া কাওয়াসাকির নতুন অফ রোড মোটরসাইকেল। কাওয়াসাকি এই বাইকটিতে দিচ্ছে ১৬,০০০ টাকার ডিস্কাউন্ট অফার।
এই অফারটি শুধু মাত্র ডিস্কাউন্ট নয়। এই অফারে মুলত Kawasaki D-Tracker SE 150 বাইকটির দাম কমিয়ে আনা হয়েছে। পূর্বের দাম ছিল ৪,১৫,০০০ টাকা আর দাম কমিয়ে আনার পর বর্তমানে বাইকটির দাম হচ্ছে ৩,৯৯,০০০ টাকা।
কাওয়াসাকি ডি-ট্রেকার এসই ১৫০ বাইকটি বাংলাদেশে অন্যতম অফ রোড মোটরসাইকেল। এই বাইকটিতে দেয়া হয়েছে ১৪৪সিসি, SOHC, সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক, এয়ার কুল্ড ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ১২ পিএস @ ৮০০০আরপিএম এবং ১১.৩ এনএম @৬৫০০ আরপিএম ক্ষমতা উৎপন্ন করতে সক্ষম।
এই বাইকটি ক্রয় করতে এবং কাওয়াসাকির মোটরসাইকেল সম্পর্কে আরও জানতে আপনার কাছাকাছি কাওয়াসাকি মোটরসাইকেলের অথোরাইজ শোরুমে যোগাযোগ করুন।
এছাড়া বাইকের সর্বশেষ দাম, বাইক ও বাইক সম্পর্কিত খবর, টিপস পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।