হিরো থ্রিলারে চলছে ফ্রী গ্রেব রেইল ইন্সটলেশন ক্যাম্পেইন
This page was last updated on 04-Jan-2025 03:37pm , By Raihan Opu Bangla
Hero Bike বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইন্ডিয়ান মোটরসাইকেল ব্র্যান্ড। বর্তমানে বাংলাদেশে ১৬০সিসি সেগমেন্টে Hero Thriller 160R বাইকটি বেশ জনপ্রিয়।
Also Read: Hero Launch Two New 100cc Bikes In Bangladesh-Bikebd
বাংলাদেশে নেকেড স্পোর্টস কমিউটার সেগমেন্টে Hero Thriller 160R বাইকটি বর্তমানে বেশ জনপ্রিয়। স্টাইল, ডিজাইন, লুকস সব দিক থেকে বাইকটি এর প্রতিযোগীদের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। তবে অনেকের কাছেই বাইকটিতে কিছু একটা মিসিং মনে হয়েছে।
হ্যা, বাইকটিতে পিলিয়নের জন্য কোন ধরনের গ্রেব রেইল দেয়া হয়নি। তাই পিলিয়নের বসতে কিছুটা সমস্যা হতো। তবে হিরো ,এর সমাধান নিয়ে এসেছে। তারা নতুন সব Hero Thriller 160R বাইকে দিচ্ছে গ্রেব রেইল।
হিরো তাদের এই বাইকটির জন্য শুরু করেছে ফ্রী গ্রেব রেইল ইন্সটলেশন ক্যাম্পেইন। সেই সাথে তারা দিচ্ছে অনেক ধরনের ডিস্কাউন্ট অফার। এই ক্যাম্পেইনটি পুরো বাংলাদেশ জুড়ে চলবে।
থ্রিলার বাইকটি বাংলাদেশের অন্যতম লুকস ডিজাইন এবং স্টাইল সমৃদ্ধ একটি বাইক। বর্তমানে বাইকটি নতুন একটি ভার্সন লঞ্চ করা হয়েছে সেটি হচ্ছে Hero Thriller 160R Refresh।
এই বাইকটিতে হিরো দিয়েছে ১৬৩সিসি সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক, এয়ার কুল্ড ইঞ্জিন এর সাথে যুক্ত করা হয়েছে OHC টু ভাল্ব সেট আপ এবং ফুয়েল সিস্টেম হিসেবে যুক্ত করেছে এফআই মানে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম।
এখন যেহেতু ফ্রী ইন্সটলেশন ক্যাম্পেইন পুরো বাংলাদেশ জুড়ে চলবে, তাই আপনি আপনার এলাকার নিটকস্থ হিরো মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ।