হিরো মোটরসাইকেল ঈদ ক্যাশব্যাক অফার মার্চ ২০২৪
This page was last updated on 31-Jul-2024 08:34am , By Raihan Opu Bangla
ভারতীয় মোটরসাইকেল ব্র্যান্ড গুলোর ভেতর হিরো মোটরসাইকেল বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড। মুলত কমিউটার সেগমেন্টের মোটরসাইকেলর জন্য হিরো অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি হিরো মোটরসাইকেল বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে দারূণ একটি ক্যাশব্যাক অফার।
হিরো মোটরসাইকেল ঈদ ক্যাশব্যাক অফার মার্চ ২০২৪
হিরো মোটরসাইকেল বাংলাদেশ সম্প্রতি লঞ্চ করেছে উচ্চ সিসির নতুন মোটরসাইকেল Hero Karizma 210 । বাইকটি উচ্চ সিসির প্রথম স্পোর্টস মোটরসাইকেল হিসেবে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। এই বাইকটির সাথে হিরো আরও লঞ্চ করেছে ১৬০সিসি সেগমেন্টের দ্রুত গতির মোটরসাইকেল Hero Thriller 160R 4V।
তবে কারিজমা বা হিরো থ্রিলার ৪ভি মডেলে আপাতত কোন ধরনের ক্যাশব্যাক দেয়া হচ্ছে না। শুধু মাত্র Hero Thriller 160R পুরাতন ভার্সনে ৮,০০০ টাকার ক্যাশব্যাক দেয়া হচ্ছে।
অপরদিকে হিরোর ১৫০সিসি সেগমেন্টের জনপ্রিয় মোটরসাইকেল হচ্ছে Hero Hunk 150R। বাইকটি বর্তমানে আধুনিক প্রযুক্তি ফিচার্স এবং আপডেট সমৃদ্ধ করা হয়েছে।
Hero HF Deluxe কমিউটার সেগমেন্টে অনেক জনপ্রিয় একটি মোটরসাইকেল। এই মোটরসাইকেলে হিরো দিচ্ছে ৪,০০০ টাকার ক্যাশব্যাক অফার। এছাড়া হিরোর সবচেয়ে বেশি বিক্রি হওয়া মোটরসাইকেল সিরিজ হিরো স্পেলেন্ডর এর Hero Splendor+ বাইকটিতেও দেয়া হচ্ছে ৬,০০০ টাকার ক্যাশব্যাক অফার।
১২৫সিসি সেগমেন্ট বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সেগমেন্ট। এই সেগমেন্টের অন্যতম স্টাইলিশ ও আধুনিক মোটরসাইকেল হচ্ছে Hero Ignitor 125 XTEC। হিরো এই বাইকটিতে দিচ্ছে ৪,০০০ টাকার ক্যাশব্যাক এবং সেই সাথে এই সেগমেন্টের অন্য একটি মডেল Hero Glamour এ থাকছে ৪,০০০ টাকার ক্যাশব্যাক।
হিরোর এই অফারটি আপনি হিরো মোটরসাইকেল এর অথোরাইজড শোরুম থেকে গ্রহণ করা যাবে। তাই এই ঈদে নতুন হিরো মোটরসাইকেল ক্রয় করার জন্য আপনার কাছাকাছি হিরো মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন।
মোটরসাইকেলের সাম্প্রতিক খবর, মোটরসাইকেলের ব্র্যান্ড ও দাম, টিপস সহ সকল কিছু জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।