কমিউটার মোটরসাইকেলে কেন বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রয়োজন?

This page was last updated on 10-Mar-2024 03:38am , By Saleh Bangla

স্ট্যান্ডার্ড ক্যাটাগরীর মোটরসাইকেল বলতে, বিশ্বব্যাপী সাধারণত কমিউটার ক্যাটাগরীর মোটরসাইকেলগুলিকেই ধরা হয়। আর এই স্ট্যান্ডার্ড ক্যাটাগরীর কমিউটার মোটরসাইকেলগুলি মূলত: বাজেট ফ্রেন্ডলি, ফুয়েল ইকোনমিক, ও ইজি হ্যান্ডেলিং ফিচারের কারনে  সারাবিশ্বে প্রতিদিনের চলাফেরায় এক জনপ্রিয় পরিবহন মাধ্যম হিসেবে গৃহীত। 

আর তাই, কমিউটার মোটরসাইকেলগুলি বিশেষ কিছু ফিচার নিয়ে আসে, যা এসব মোটরসাইকেলকে প্রতিদিনের ব্যবহারে আরো বেশি যোগ্য করে তোলে। সেইসূত্রে, অন্যান্য ফিচারের সাথে কমিউটার মোটরসাইকেলগুলি তুলনামূলকভাবে বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে বাজারে আসে। তো আজ আমরা জানবো কমিউটার মোটরসাইকেলে কেন বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রয়োজন হয়।

 

কমিউটার মোটরসাইকেলে কেন বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রয়োজন?

মোটরসাইকেলের গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলতে মূলত: যেকোনো মোটরসাইকেলের সর্বনিম্নের অংশ, তথা ইঞ্জিন-সাম্প বা সেন্টার-স্ট্যান্ড ফ্রেম থেকে গ্রাউন্ড সারফেসের মধ্যে দূরত্বটুকু কে বোঝায়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফিচার, যদিও অফরোড ক্যাটাগরীর মোটরসাইকেল ছাড়া অন্যধরনের মোটরসাইকেলগুলো কিনতে সাধারণত অনেকেই এই ফিচারের দিকে তেমন নজর দেয় না। তবে বাস্তব প্রেক্ষিতে, এর গুরুত্ব মোটামুটি সবাই অনুভব করে। তো কমিউটার মোটরসাইকেলে কেন বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রয়োজন হয় সেই বিষয়ে নিম্নে আলোকপাত করা হলো।

ভালভাবে বিভিন্ন অবসট্যাকল মোকাবেলা করার জন্য

বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স কমিউটার মোটরসাইকেলের একটি অপরিহার্য ফিচার, যা অনেক কারনেই প্রয়োজন হয়। তবে এই ফিচার কমিউটার মোটরসাইকেলগুলিকে শহরে বা গ্রামের রাস্তায় চলার পথে আরো সহজে যেকোন অবসট্যাকল পার হয়ে যেতে সাহায্য করে। 

কেননা সাধারণত শহরতলি ও গ্রামের রাস্তাগুলি প্রায়শই অমসৃণ, গর্ত ভরা, ও ময়লার স্তুপে আবৃত থাকে। এসবস্থানে বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের  মোটরসাইকেলগুলি তাদের তলা আটকে যাওয়ার বদলে বরং সহজেই বাজে স্পীড-ব্রেকার, রাস্তার খানা-খন্দ, ও অন্যান্য বাধা পার হয়ে যেতে পারে।

সবধরণের রাস্তায় চলার সক্ষমতা পাবার জন্য

কমিউটার মোটরসাইকেলগুলি মূলত: যেকোন ওয়েদার ও রোড কন্ডিশনে ব্যবহারের জন্যই ডিজাইন করা হয়ে থাকে। ফলে শীত-বৃষ্টি যাই হোকনা কেন অথবা, রুক্ষ অথবা ভেজা কাদাভরা রাস্তা, গর্ত বা এবড়ো থেবড়ো যেকোন পথেই কমিউটার মোটরসাইকেলগুলোর চলার সক্ষমতা থাকতে হয়।

তো কমিউটার মোটরসাইকেলে বর্ধিত গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকার ফলে তা ইঞ্জিন-সাম্প বা একজষ্ট সিস্টেমের কোন ক্ষতি ছাড়াই সাবলীলভাবে এই বাধাগুলি অতিক্রম  করতে পারে। মোটকথা, হাইয়ার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটি কমিউটার মোটরসাইকেলকে সবধরনের রাস্তায় সাবলীলোবে চলার ক্ষমতা প্রদান করে।

বেটার স্ট্যাবিলিটি ও হ্যান্ডেলিং নিশ্চিত করতে

বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স কমিউটার ক্যাটাগরির মোটরসাইকেলে তার ফোকাসড রোড কন্ডিশন সাপেক্ষে বেটার স্ট্যাবিলিটি ও হ্যান্ডেলিং নিশ্চিত করতে সাহায্য করে। এই বর্ধিত গ্রাউন্ড ক্লিয়ারেন্স কমিউটার মোটরসাইকেলগুলিতে সেগুলির সেন্টার-অফ-গ্রাভিটি কিছুটা উচুতে তুলে দেয়। সেইসাথে বর্ধিত গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দরুন এই মোটরসাইকেলগুলির সাসপেনশন তুলনামূলকভাবে আরও বেশি ট্রাভেল করতে পারে।

ফলে খারাপ রোড কন্ডিশনেও সাসপেনশনগুলি যথেষ্ট ভালো কাজ করতে পারে, টাফ রোড কন্ডিশনেও সাসপেনশনের বটমিং হয়না, আর নিরাপদে টাফ ব্রেকিংও সম্ভব হয়। ফলে  সবমিলিয়ে বিভিন্ন সারফেস কন্ডিশনে কমিউটার মোটরসাইকেলগুলি তাদের স্পিড রেঞ্জে বেশিরভাগ রাস্তায় যথেষ্ট স্ট্যাবল থাকে ও বেটার হ্যান্ডেলিং নিশ্চিত করে রাইডারকে একটি মসৃণ রাইড প্রদান করতে পারে।

বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে

বর্ধিত গ্রাউন্ড ক্লিয়ারেন্স কমিউটার ক্যাটাগরি মোটরসাইকেলের ব্যবহারযোগ্যতার বহুমুখিতা আরও বাড়িয়ে তোলে। কেননা, কমিউটার মোটরসাইকেলগুলি আসলে একাধিক ধরনের কাজে ব্যবহার করার জন্যই ডিজাইন করা হয়। যেমন দেখা যায়, এসব নিয়েই মানুষজন নিত্য প্রয়োজনে যাতায়াত করেন, ব্যাকরোডে রাইড করেন, অনেকে সাধারন মালামাল বহন করেন, আবার অনেকে সপ্তাহান্তে লং-রাইডেও যান। তো বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্সসহ কমিউটার মোটরসাইকেলগুলিকে বলা যায় সব কাজের কাজি। 

স্ট্রাকচারাল ও এরগনোমিক কারণ

কমিউটার মোটরসাইকেলগুলি সাধারণত শহরের পাকা রাস্তায়তো বটেই, সাধারণ গ্রামের পথে-প্রান্তরেও চালানোর জন্য উপযুক্ত করে বানানো হয়। ফলে মসৃন পিচ-রাস্তা থেকে শুরু করে, হালকা অফরোড বা রুক্ষ সারফেস, ও ভাঙ্গাচুড়া রাস্তাতেও এসব মোটরসাইকেল সহজে সার্ভিস দিতে পারে। আর লোয়ার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের মোটরসাইকেলগুলো এসব স্থানে তেমন সাপোর্ট দিতে পারে না। তাই কমিউটার মোটরসাইকেলগুলিতে স্ট্রাকচারাল ও এরগনোমিক কারনে হাইয়ার গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রয়োজন হয়।

 

অতএব, বন্ধুরা, অবধারিতভাবেই কমিউটার মোটরসাইকেলের অন্যতম প্রধান ও প্রয়োজনীয় ফিচার হলো হাইয়ার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। হাইয়ার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আক্ষরিকভাবেই একটি কমিউটার মোটরসাইকেলে বেশি কমফোর্ট, ভালো হ্যান্ডেলিং, ও বেটার কন্ট্রোলিং নিশ্চিতে সাহায্য করে। আর তাই এসব মোটরসাইকেল কেনার সময় এই ফিচারটি নিশ্চিত হয়েই তবে কোনো মডেল পছন্দ করা উচিৎ এবং এটি খুবই গুরুত্বপূর্ণ।