হাই-পারফরম্যান্স মোটরসাইকেলে পারফরম্যান্স স্পার্ক প্লাগ কি সুবিধা দিতে পারে?
This page was last updated on 06-Nov-2024 09:54am , By Saleh Bangla
শখের মোটরসাইকেল রাইডাররা সবসময়েই তাদের মোটরসাইকেলের সর্বোত্তম পারফরম্যান্স নিশ্চিত করে সেটি টপ রাইডিং কন্ডিশনে রাখতে চান। আর হার্ডকোর রাইডাররা প্রায়ই তাদের হাই-পারফরম্যান্স মোটরসাইকেলে উচ্চমানের আফটারমার্কেট পার্টস ইনস্টল করে সেগুলির টপ-নচ পারফর্মিং কন্ডিশন নিশ্চিত করেন। সেইসূত্রে, অনেকেই তাদের মোটরসাইকেলে পারফরম্যান্স স্পার্ক প্লাগ ইন্সটল করেন। তো আজ আমরা জানবো, হাই-পারফরম্যান্স মোটরসাইকেলে পারফরম্যান্স স্পার্ক প্লাগ কি সুবিধা দিতে পারে এবং কেন সেটি ব্যবহার করবেন সেই বিষয়ে।
পারফরমেন্স স্পার্ক প্লাগ আসলে কি?
পারফরম্যান্স স্পার্ক প্লাগ আসলে মোটর ম্যানুফ্যাকচারারদের ব্যবহৃত স্ট্যান্ডার্ড ফ্যাক্টরি-স্টক স্পার্ক প্লাগ গুলির তুলনায় বিশেষভাবে তৈরী একটু বেশি মানসম্পন্ন স্পার্ক প্লাগ। এই স্পার্ক প্লাগগুলি সাধারণ স্পার্ক-প্লাগের তুলনায় হাইয়ার ইগনিশন পারফরম্যান্স নিশ্চিতের জন্য ইরিডিয়াম বা প্ল্যাটিনামের মতো সুপারিয়র ম্যাটেরিয়াল দিয়ে বিশেষভাবে তৈরী হয়। এছাড়াও, এই স্পার্ক প্লাগগুলিতে হাই-কোয়ালিটি ইলেক্ট্রোড ছাড়াও বেশ কিছু এ্যাডভান্স ফিচার থাকে, যার কারণে এগুলি টপ-নচ কন্ডাক্টিভিটি, নির্ভুল কম্বাশ্চন, ও সুপারিয়র ডিউরাবিলিটি নিশ্চিত করে।
হাই-পারফরম্যান্স মোটরসাইকেলে পারফরম্যান্স স্পার্ক প্লাগ কি সুবিধা দিতে পারে?
পারফরম্যান্স স্পার্ক প্লাগগুলি আসলে হাই-পারফরম্যান্স মোটরসাইকেল ইঞ্জিনে সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিতের জন্যই ব্যবহৃত হয়। যেহেতু হাই-পারফরম্যান্স মোটরসাইকেলগুলি গতি, ক্ষিপ্রতা, এবং সুপারিয়র পারফরম্যান্সের জন্য ডিজাইন করা হয়, তাই তাদের সর্বোচ্চ পারফরম্যান্স পেতে পারফরম্যান্স ডেডিকেটেড পার্টস ব্যবহার অনেকক্ষেত্রেই ভালো ফল দেয়। এখানে পারফরম্যান্স স্পার্ক প্লাগও অনতম সহায়ক একটি পার্টস, যা এসব মোটরসাইকেল ইঞ্জিনের সর্বোচ্চ পারফরম্যান্স পেতে নানাভাবে সহায়ক ভুমিকা রাখে। এবিষয়ে নিম্নে আলোকপাত করা হলো।
কম্বাশ্চন এফিশিয়েন্সি
পারফরম্যান্স স্পার্ক প্লাগগুলি অত্যন্ত শক্তিশালী এবং সর্বোচ্চমানের স্পার্ক তৈরি করতে পারে। এগুলি হাই আরপিএম কন্ডিশনেও প্রতিবার শক্তিশালী ও যথাযথ স্পার্ক তৈরী করে সর্বোচ্চ এফিশিয়েন্সির সাথে এয়ার-ফুয়েলের সর্বোচ্চ কম্বাশ্চন নিশ্চিত করে৷ ফলে হাই-পারফরম্যান্স মোটরসাইকেলগুলিতে যেকোনো আরপিএম রেঞ্জে এই স্পার্কপ্লাগগুলি ভাল থ্রটল রেসপন্স, কুইক এক্সিলারেশন এবং স্মুথ পাওয়ার ডেলিভারী নিশ্চিত করে।
বেটার থ্রটল রেসপন্স
পারফরম্যান্স স্পার্ক প্লাগগুলি হাই-পারফরম্যান্স মোটরসাইকেলে থ্রটল রেসপন্স উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে। হাই-পারফরম্যান্স ইঞ্জিনে প্রতি আরপিএমএ সামঞ্জস্যপূর্ণ এবং শক্তিশালী স্পার্কের ফলে শক্তিশালী কম্বাশ্চন নিশ্চিত হয়। ফলে যেকোনো আরপিএম কন্ডিশনেই এসব মোটরসাইকেলে থ্রটল সমানভাবে রেসপন্স করে। এমনকি হাই আরপিএম কন্ডিশনেও রাইডারের থ্রোটল টুইস্ট অনুসারে দ্রুত থ্রটল রেসপন্স নিশ্চিত করে অনন্য রাইডিং এক্সপেরিয়েন্স দিতে পারে।
হর্সপাওয়ার এবং টর্ক বৃদ্ধি
হাই-পারফরম্যান্স মোটরসাইকেলগুলিতে সাধারনভাবেই হাই-কম্প্রেশন রেশিও ইঞ্জিন ও হাই-আরপিএম অপারেশন ক্যারেক্টারিস্টিকস থাকে। ফলে এসব ইঞ্জিনে দক্ষ এবং শক্তিশালী কম্বাশ্চন নিশ্চিত করা গেলে তা থেকে বর্ধিত ইঞ্জিন পাওয়ার ও টর্ক ডেলিভারি পাওয়া সম্ভব। ফলে হাই-পারফরম্যান্স মোটরসেইকেলগুলিতে পারফরম্যান্স স্পার্ক প্লাগগুলি সাধারনভাবেই অনেকটা পাওয়ার ও টর্ক বৃদ্ধি করে।
ঝামেলাহীন কোল্ড স্টার্ট নিশ্চিত করে
শীতেরদিনে অথবা ঠান্ডা সকালে কোল্ড স্টার্ট কিছুটা হলেও প্রতিটি মোটর ইঞ্জিনের জন্য একটি চ্যালেঞ্জিং বিষয়, বিশেষ করে আর্দ্র আবহাওয়ায় বা উচু পাহাড়ী এলাকায়। আর হাই-পারফরম্যান্স মোটরসাইকেলগুলিতে হাই-কম্প্রেশন ইঞ্জিন থাকায় কোল্ড স্টার্ট বৈরী আবহাওয়া এবং স্থানে অনেকসময়ই ঝামেলায় ফেলতে পারে। তবে এসব মোটরসাইকেলে পারফরম্যান্স স্পার্ক প্লাগ ব্যবহার করা হলে তা স্মার্টভাবে এই জাতীয় সমস্যাগুলি মোকাবেলা করতে পারে এবং ঝামেলাহীন কোল্ড স্টার্ট নিশ্চিত করতে পারে।
ফুয়েল এফিশিয়েন্সি বাড়ায় এবং ইমিশন কমায়
পারফরম্যান্স স্পার্ক প্লাগ হাই-পারফরম্যান্স মোটরসাইকেলগুলোতে কেবল এফিশিয়েন্ট কম্বাশ্চনই নিশ্চিত করে না, বরং ফুয়েল এফিশিয়েন্সিও উল্লেখযোগ্যভাবে বাড়ায়। এটি এফিশিয়েন্ট কম্বাশ্চনে জ্বালানির প্রতিটি ফোঁটা সম্পূর্ণরূপে দহনে এবং প্রতিটি কম্বাশ্চন থেকে আরও বেশি শক্তি উৎপাদনে সহায়তা করে। ফলে, ইঞ্জিনের ভিতরে এয়ার-ফুয়েল মিকচার আরও সঠিকভাবে দহন হবার ফলে জ্বালানীর অপচয় যেমন কম হয়, তেমনি ইমিশনও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।
সুতরাং, হাই-পারফরম্যান্স মোটরসাইকেলে পারফরম্যান্স স্পার্ক প্লাগ ব্যবহার নানাভাবে সুবিধা দিতে পারে এবং তাদের ইঞ্জিনের পারফর্মেন্স অনেকাংশেই বাড়াতে পারে। তবে একথাও সত্য সাধারণ মোটরসাইকেলে এসব স্পার্কপ্লাগ ব্যবহার তেমন ফলদায়ক নয়। কিন্তু আপনি যদি একটি হাই-পারফরম্যান্স মোটরসাইকেলের ওউনার হন তবে নিশ্চিতভাবেই এটি আপনার মোটরসাইকেলে কিছুটা হলেও অনুভব করার মতো পারফর্মেন্স বৃদ্ধি করবে। তবে এরসাথে অবশ্যই মোটরসাইকেলের সার্বিক কন্ডিশন ভালো থাকাটাও জরুরী।