কেটিএম প্রো এক্সপি আরবান এস্কেপ - শ্রীমঙ্গল গেটওয়ে

This page was last updated on 31-Jul-2024 03:11am , By Raihan Opu Bangla

কেটিএম বাংলাদেশের অন্যতম প্রিমিয়াম মোটরসাইকেল ব্র্যান্ড। কেটিএম সব সময় তাদের কাস্টোমারদের নিয়ে নানা ধরনের ইভেন্ট ও প্রোগ্রামের আয়োজন করে থাকে। 

কেটিএম প্রো এক্সপি আরবান এস্কেপ

বাংলাদেশে কেটিএম তাদের ইউজারদের নিয়ে একটি সিরিজ রাইড শুরু করেছে যা “কেটিএম প্রো এক্সপি আরবান এস্কেপ” নামে বেশি পরিচিত। কেটিএম তাদের এই সিরিজের মাধ্যমে বাইকারদের ভেতর বাংলাদেশের নৈসর্গি সৌন্দর্য অন্বেষণ করে আসছে। 

যদিও এর আগে তারা ডে লং অনেক গুলো ইভেন্ট তারা করেছে। তবে এবার তারা তাদের রাইডের নিয়ে আয়োজন করেছে “শ্রীমঙ্গল-গেটওয়ে”। এই আরবান এস্কেপ ইভেন্টটি কেটিএম বাংলাদেশের অন্যতম একটি ইভেন্ট। 

কেটিএম প্রো এক্সপি আরবান এস্কেপ

বাংলাদেশের অনেক বাইকাররা আছেন যারা ক্যাম্পিং পছন্দ করে থাকেন এবং সেই সাথে প্রকৃতির সাথে কিছুটা সময় কাটাতে পছন্দ করেন। সেই কথা মাথায় রেখে কেটিএম তাদের ইউজারদের জন্য এবার আয়োজন করেছে এই “শ্রীমঙ্গল-গেট ওয়ে”। 

এবার রাইডারদের জন্য একটি লং হাইওয়ে রাইডের পাশাপাশি ছিল রিসোর্টে থাকার সুব্যবস্থা। রাইডাররা হাইওয়ে রাইড করার পর শ্রীমঙ্গল ক্যাম্প গ্রাউন্ডে পৌছান। 

এই লং হাইওয়ে রাইডের সময় রাইডাররা কেটিএম মোটরসাইকেল এর বেস্ট ফিডব্যাক পেয়েছিলেন। শ্রীমঙ্গল পৌছানোর পর রাইডাররা অনেক আনন্দ করেন, সেই সাথে ছিল ক্যাম্প ফায়ার, গেমস সহ অনেক কিছু। 

কেটিএম প্রো এক্সপি আরবান এস্কেপ

এছাড়া রাতে ছিল বার বি কিউ এর আয়োজন। যেখানে ক্যাম্প ফায়ারের পাশে বসে সবাই শীতের আমেজের সাথে সবাই বার বি কিউ উপভোগ করেন। 

Also Read: কেটিএম মোটরসাইকেলে রেজিস্ট্রেশন ফি ফ্রী!

কেটিএম এর এই ইভেন্টটি সবাই উপভোগ করেছেন। কারণ ব্যস্ত জীবন থেকে কিছু সময়ের জন্য তারা প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটান। এছাড়া সবাই তাদের অভিজ্ঞতা শেয়ার করেন ও এটাও ব্যক্ত করেন যে কেটিএম যেন নিয়মিত এ ধরনের প্রোগ্রাম আয়োজন করে থাকে।

কেটিএম প্রো এক্সপি আরবান এস্কেপ

আমরা আশা করব কেটিএম তাদের এই  “কেটিএম প্রো এক্সপি আরবান এস্কেপ” সিরিজটি নিয়মিত আয়োজন করবে। এছাড়া আপনি কেটিএম বাইক সম্পর্কে জানতে কেটিএম মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ।