স্ট্রিট-টায়ার ভার্স ডুয়াল-স্পোর্ট টায়ার ভার্স ডার্ট-ওরিয়েন্টেড টায়ার - সুবিধা এবং সীমাবদ্ধতা

This page was last updated on 27-Jul-2024 04:38pm , By Saleh Bangla

মোটরসাইকেলের টায়ার হলো মোটরসাইকেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, যেটি মোটরসাইকেলের বিভিন্ন ক্যাটাগরী, পারপোজ, এবং উপযোগিতার সাথে সরাসরি সম্পর্কযুক্ত। ফলে মোটরসাইকেলের যেমন অনেক শ্রেনী রয়েছে, তেমনি টায়ারেরও বিভিন্ন প্রকার ও ক্যাটাগরী রয়েছে। সেকারণেই মোটরসাইকেলের জন্য বাজারে অনেক ধরণের টায়ার পাওয়া যায়, যা বিভিন্ন বৈশিষ্ট্য, উপযোগিতা, এবং সক্ষমতা সহ আসে। তো সেইসূত্রেই, আজ আমরা জানবো স্ট্রিট-টায়ার, ডুয়াল-স্পোর্ট টায়ার, ও ডার্ট-ওরিয়েন্টেড টায়ার গুলির বিভিন্ন সুবিধা এবং সীমাবদ্ধতা সম্পর্কে।

 

স্ট্রিট-টায়ার ভার্স ডুয়াল-স্পোর্ট টায়ার ভার্স ডার্ট-ওরিয়েন্টেড টায়ার 

মোটরসাইকেলের বিভিন্ন টাইপ ও ক্যাটাগরীর মতো মোটরসাইকেলের জন্য বিভিন্ন টাইপ ও ক্যাটাগরীর টায়ারও আমরা বাজারে দেখি। মোটাদাগে এগুলিকে স্ট্রিট-টায়ার, ডুয়াল-স্পোর্ট টায়ার, ও ডার্ট-ওরিয়েন্টেড টায়ারে শ্রেনীবদ্ধ করা যায়। আর এই শ্রেনী অনুসারে টায়ারগুলির বিভিন্ন বৈশিষ্ট্য ও উপযোগীতা রয়েছে। সেইসাথে এসব নির্দিষ্ট ক্যাটাগরীর টায়ারের ক্ষেত্রবিশেষে বেশ কিছু সীমাবদ্ধতাও রয়েছে। তো চলুন প্রত্যেক ধরণের টায়ারের সেই সুবিধা ও সীমাবদ্ধতাগুলি মোটাদাগে দেখে নেয়া যাক।

 

স্ট্রিট-টায়ারের সুবিধা

>> স্ট্রিট-টায়ারগুলি মুলত: স্ট্রিটবাইকে পাকা রাস্তায় চলার জন্যই ডিজাইন করা হয়ে থাকে। তাই এসব টায়ার পাকা ও সলিড সারফেসে চমৎকার গ্রিপ প্রদান করে। এই টায়ারগুলি অ্যাসফল্টে উচ্চতর ট্র্যাকশন এবং স্থিতিশীলতা প্রদান করে এবং সুপারিয়র অনরোড পারফর্মেন্স নিশ্চিত করে।

>> স্ট্রিট টায়ারগুলি সলিড ও প্লেইন সারফেসে মসৃণ রাইডিং এক্সপেরিয়েন্স প্রদান করে এবং স্মুথ হাইয়ার স্পিড পারফর্মেন্স নিশ্চিত করে। স্ট্রিট টায়ারগুলির ট্রেড প্যাটার্ন এবং নির্মান উপাদান বিশেষ করে রোড বাইকের জন্যই বিশেষভাবে ডেভেলপ করা। তাই এই টায়ারগুলি রোড বাইকের জন্য অত্যন্ত আদর্শ টায়ার।

স্ট্রিট টায়ারের সীমাবদ্ধতা

>> স্ট্রিট টায়ারে কখনো এ্যাগ্রেসিভ ট্রেড প্যাটার্ন থাকে না, যা নুড়ি, কাদা, বা বালুভরা সারফেস কন্ডিশনে ট্র্যাকশন পাবার জন্য প্রয়োজন। ফলে স্ট্রিট টায়ারগুলির অফরোড কন্ডিশন ট্যাকল করা সক্ষমতা খুবই সীমিত।

>> স্ট্রিট-ওরিয়েন্টেড টায়ারগুলি অফরোড কন্ডিশনে চলাচল করলে তুলনামূলকভাবে অল্প সময়েই দ্রুত নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে। কেননা, এসব টায়ারের নির্মাণ উপাদান এসব রুক্ষ সারফেসের ধারালো নুড়ি, পাথর, বালি, প্রভৃতি দীর্ঘসময় ধরে মোকাবেলা করার মতো তেমন উপযুক্ত নয়।

ডুয়াল-স্পোর্ট টায়ারের সুবিধা

>> ডুয়াল-স্পোর্ট টায়ারগুলি হলো সবচেয়ে বহুমুখী উপযোগীতা সম্পন্ন টায়ার, যা মোটামুটি সবধরণের সারফেসেই চলাচলের বৈশিষ্ট্যযুক্ত। তাই বলা হয় ডুয়াল-স্পোর্ট টায়ারগুলি অনরোড এবং অফরোড পারফরম্যান্সের মধ্যে অনন্য এক ভারসাম্যপূর্ণ টায়ার। এই টায়ারগুলি মূলত: একটি মোটরসাইকেলকে মোটমুটি বিস্তৃত রাইডিং কন্ডিশনের জন্য উপযুক্ত করে তোলে।

>> ডুয়াল-স্পোর্ট টায়ারগুলি কেবলমাত্র সাধারন পাকা রাস্তাতেই ভালো পারফর্ম করে না, বরং কর্দমাক্ত, নুড়ি এবং রুক্ষ সারফেসের মতো বাজে রোড কন্ডিশনেও চমৎকার সাপোর্ট দেয়। সেইসাথে এসব টায়ার তাদের এ্যাগ্রেসিভ ট্রেড প্যাটার্নের কারণে অফরোড কন্ডিশনও মোটামুটি ভালোভাবে মোকাবেলা করার সক্ষমতা রাখে।

ডুয়াল-স্পোর্ট টায়ারের সীমাবদ্ধতা

>> ডুয়াল-স্পোর্ট টায়ারগুলি মূলত: স্ট্রিট ও নবি ডার্ট টায়ারের মধ্যবর্তী বৈশিষ্ট্যের টায়ার। এই টায়ারগুলি স্ট্রিট এবং অফরোড উভয়ক্ষেত্রেই যথেষ্ট পরিমাণে পারফরম্যান্স দেখায়। তবে সারফেস ডেডিকেটেড টায়ারের তুলনায় এগুলির পারফরম্যান্সে টপ-নচ নাও হতে পারে। ফলে ডুয়াল-স্পোর্ট টায়ারগুলি মূলত: কিছুটা কমপ্রোমাইজড পারফর্মেন্স দেয়।

>> ডুয়াল-স্পোর্ট টায়ারগুলি সারফেস ডেডিকেটেড টায়ারের তুলনায় তুলনামূলকভাবে কিছুটা কম স্থায়ীত্ব সম্পন্ন হয়ে থাকে। আর ডুয়াল পারপোজ ডিজাইনের কারণে সারফেস ডেডিকেটেড টায়ারের তুলনায় এগুলি পাকা এবং অফরোড উভয় সারফেসে বেশি চলার ফলে কিছুটা দ্রুত নষ্ট হয়।

ডার্ট-ওরিয়েন্টেড টায়ারের সুবিধা

>> ডার্ট-ওরিয়েন্টেড টায়ারগুলি মূলত: ডার্ট ও টাফ অফরোডে চালানোর জন্যই বিশেষভাবে ডিজাইন করা হয়। এই টায়ারগুলিতে এ্যাগ্রেসিভ ট্রেড প্যাটার্ন এবং নরম রাবার কম্পেউন্ড থাকায় এগুলি টাফ টেরেইনে কাদা, বালি,নুড়ি, পাথর প্রভৃতিতে সর্বোচ্চ ট্র্যাকশন নিয়ে চলতে পারে। তাই ডার্টবাইক ও অ্যাডভেঞ্চার বাইক ও টাফ রাইডিংয়ের জন্য এসব টায়ার আদর্শ।

>> ডার্ট টায়ারগুলি বিশেষভাবে শক্তপোক্ত সাইডওয়াল, পাংচার-প্রতিরোধী ফ্লেক্সিবল রাবার ম্যাটেরিয়াল এবং এ্যাগ্রেসিভ নবি ট্রেড প্যাটার্ন নিয়ে ডিজাইন করা হয়। এই কারণেই ডার্ট টায়ারগুলি টাফ অফরোড রাইডিংয়ের ধকল চমৎকারভাবে সামলে নেয় এবং একইসাথে স্থায়িত্বও নিশ্চিত করে।

ডার্ট-ওরিয়েন্টেড টায়ারের সীমাবদ্ধতা

>> ডার্ট টায়ারের এ্যাগ্রেসিভ নবি ট্রেড-প্যাটার্ন এবং ডার্ট-ওরিয়েন্টেড বিশেষ রাবার কম্পাউন্ডের কারনে এসব টায়ার স্ট্রিট সারফেসে চলার সময় যথেষ্ট ভাইব্রেশন ও বাজে শব্দ সৃষ্টি করে। ফলে এসব টায়ার নিয়ে সলিড স্ট্রিট সারফেসে চলা যথেষ্ট বিরক্তিকর ও তা তেমন আরামদায়কও নয়।

>> ডার্ট-ওরিয়েন্টেড নবি টায়ারগুলি অফরোড রাইডিংয়ে অত্যন্ত সক্ষম। কিন্তু এই টায়ারগুলির রাস্তা বা অ্যাসফল্টের মতো শক্ত পৃষ্ঠগুলিতে স্ট্রিট টায়ারের মতো সুপারিয়র গ্রিপ নাও দিতে পারে। আবার এসব সারফেসে ডার্ট টায়ারের যথেষ্ট স্ট্যাবিলিটির ঘাটতিও থাকতে পারে। তাই এসব সারফেসেরে জন্য ডার্ট টায়ার উপযুক্ত নয়।

 

সুতরাং, সবমিলিয়ে আমরা দেখতে পাই যে, মোটরসাইকেলের টায়ারের বিভিন্ন শ্রেনী অনুসারে তাদের আলাদা উপযোগীতা ও সুবিধা রয়েছে। সেইসাথে তাদের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। ফলে কোন টায়ার বেছে নেবার আগে একজন রাইডারের তার রাইডিংয়ের ধরণ, টেরেইন সারফেস, ও নির্দিষ্ট প্রয়োজনীতা সম্পর্কে পরিষ্কারভাবে জানতে হবে। এবং সেই অনুযায়ী সঠিক ধরনের টায়ারটি বেছে নিতে হবে। তবেই উপভোগ্য ও নিরাপদ রাইড নিশ্চিত করা সম্ভব হবে।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

KTM Duke 250 (2024)

KTM Duke 250 (2024)

Price: 0.00

VOGE SR150GT

VOGE SR150GT

Price: 0.00

Revoo C03

Revoo C03

Price: 0.00

View all Upcoming Bikes