সুজুকির ব্র্যান্ড এম্বাসেডর হিসেব যুক্ত হলেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ
This page was last updated on 29-Jul-2024 10:12am , By Raihan Opu Bangla
সুজুকি মোটরসাইকেল বাংলাদেশের নতুন ব্র্যান্ড এম্বাসেডর হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। বর্তমান সময়ে নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা হচ্ছেন সিয়াম আহমেদ, তিনি টিম সুজুকির নতুন ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন।
রাজধানীর র্যাংগস ব্যবিলিয়ন ভবনে এক জমকালো আয়োজনের মাধ্যমে সিয়াম আহমেদ কে সুজুকির নতুন ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে যুক্ত করা হয়। এই ইভেন্টে সুজুকির পক্ষ থেকে ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ, চিফ অপারেটিং অফিসার একেএম তৌহিদুর রহমান, এবং হেড অফ মার্কেটিং মোহাম্মদ শামস উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া বাইকবিডির ফাউন্ডার এবং চেয়ারম্যান শুভ্র সেন ও টিম বাইকবিডি এই ইভেন্টে উপস্থিত ছিল।
বিনোদন জগতে সিয়াম আহমেদ জনপ্রিয়তায় অনেকের চেয়ে বেশ এগিয়ে রয়েছেন । তরুন জনপ্রিয় অভিনেতাদের মধ্যে সিয়াম আহমেদ সবার মনে জায়গা করে নিয়েছেন। তিনি তারা মনোমুগ্ধকর ব্যক্তিত্ব, প্রতিভা এবং অভিনয় দিয়ে, তিনি দেশজুড়ে লক্ষ লক্ষ ভক্তদের হৃদয় জয় করেছেন।
চলচ্চিত্র এবং টেলিভিশন নাটকে তার উল্লেখযোগ্য অভিনয়ের জন্য পরিচিত। সিয়াম আহমেদ তার অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে অনেক প্রভাব বিস্তার করেছেন।
সুজুকি মোটরসাইকেল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড। তারা তাদের মোটরসাইকেল তরুন প্রজন্মের কাছে অনেক বেশি জনপ্রিয়। সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ কে নতুন ভাবে সুজুকি বাংলাদেশ তাদের ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে যুক্ত করেছে।
সিয়াম আহমেদ এই কলোবরেশনের জন্য তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "সুজুকি মোটরসাইকেল বাংলাদেশের সাথে যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত। আমি সর্বদা মোটরসাইকেল নিয়ে অনেক বেশি ইমোশনাল এবং প্যাশনেট ছিলাম। সুজুকির সাথে নতুন এই যাত্রা আমাকে আরও সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে এবং এর মাধ্যমে আমি আমার ফ্যানদের সাথে আরও বেশি কাছাকাছি যেত পারব বলে মনে করছি।"
সুজুকি মোটরসাইকেল বাংলাদেশও এই কোলাবরেশন নিয়ে সমানভাবে আনন্দিত। সুজুকি বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, "সিয়াম আহমেদকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তরুণদের মধ্যে সিয়ামের জনপ্রিয়তা এবং তার প্রভাব তাকে আমাদের ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে নিযুক্ত করার জন্য সঠিক বলে মনে হয়েছে। আমরা বিশ্বাস করি যে তার সাথে আমাদের এই কোলাবরেশন আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। সেই সাথে আমাদের টার্গেট অডিয়েন্সের সাথে সংযোগ স্থাপনে সহায়ত করবে বলে আমরা আশা রাখি।"
সুজুকি বাংলাদেশে তাদের মার্কেট সংম্প্রসারণের দিকে এবং ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে তোলার দিকে মনোযোগী হয়েছে। যদিও বর্তমানে তারা বাংলাদেশের অনেক জনপ্রিয় ব্র্যান্ড, কিন্তু তাদের নতুন এই পদক্ষেপ তাদের কে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে।
সুজুকি মোটরসাইকেল বাংলাদেশ এবং সিয়াম আহমেদের মধ্যে নতুন কোলাবরেশনের ফলে, ব্র্যান্ড এবং এর গ্রাহক উভয়ের জন্য এটি আশানুরূপ ফল বয়ে আনবে। এছাড়া আমরা আশা করছি যে সুজুকি ও সিয়াম আহমেদের কোলাবরেশ বাংলাদেশের বাইকিং কমিউনিটিকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ।