টিম বিভিসি আয়োজন করেছিল "জেন্টেলম্যান্স রাইড ২০২৫"

This page was last updated on 29-Jan-2025 12:57pm , By Raihan Opu Bangla

ভেসপা পুরো বিশ্ব জুড়ে সমাদৃত একটি স্কুটার। মুলত স্কুটার সেগমেন্টে ভেসপা পুরো বিশ্ব জুড়ে জনপ্রিয়। প্রতি বছর বিশ্বের ভিন্ন ভিন্ন স্থানে ভেসপা প্রেমীরা নানা ধরনের ইভেন্ট আয়োজন করে থাকেন। তাদের এই আয়োজনের অন্যতম একটি ইভেন্ট হচ্ছে “জেন্টেলম্যান্স রাইড”। 

বিভিসি - জেন্টেলম্যান্স রাইড ২০২৫

team-bikebd-bvc-gentelmens-ride-2025-news

বাংলাদেশ ভেসপা কমিউনিটি (বিভিসি) সম্প্রতি তেমন একটি আয়োজন করেছিল। প্রতি বছরের ন্যায় এই বছর তারা আয়োজন করেছিল “জেন্টেলম্যান্স রাইড ২০২৫”। এই ইভেন্টে অংশ নিয়েছিল ভেসপা এবং স্কুটার প্রেমীরা। 

Also Read: Bike Price In Bangladesh

৩য় বারের মত বিভিসি আয়োজন করেছিল “জেন্টেলম্যান্স রাইড ২০২৫”। এই ইভেন্টে অংশ গ্রহণ করতে হলে শুধুমাত্র ব্লেজার, স্যুট, টাই, জুতা পরিধান করা পুরুষদের জন্য বাধ্যতামুলক রাখা হয়েছিল। ছেলে মেয়ে উভয় রাইডার এবং পিলিওনের জন্যও হেলমেট বাধ্যতামুলক ছিল। কোনো ক্রমেই হেলমেট ছাড়া কাউকে রাইডে অংশ গ্রহন করতে দেয়া হয়নি। 

bvc-gentelmens-ride-2025-team-bikebd

সবাই নিয়ম মেনে বসুন্ধরা কনভেনশন সেন্টার, তিনশ ফিট এর সামনে থেকে রাইড শুরু করে তিনশ ফিট পূর্বাচল হাংগ্রি ডাক এর সামনে গিয়ে রাইড শেষ করেন। ইভেন্টের মুল আয়োজন সেখানেই করা হয়েছিল। 

Also Read: Vespa Price In Bangladesh

এই ইভেন্টে বাংলাদেশ ভেসপা কমিউনিটি (বিভিসি) অনেকেই অংশ গ্রহণ করেছেন। এই দিনটি একটি মিলমেলায় পরিনত হয়েছিল। শুধু ভেসপা নয়, অন্যান্য স্কুটার রাইডার এবং স্কুটার প্রেমীরাও এই ইভেন্টে অংশ নিয়েছিল। 

bvc-gentelmens-ride-2025

এছাড়া টিম বাইকবিডি অন-লাইন মিডিয়া পার্টনার হিসেবে সেখানে উপস্থিত ছিল। তারা পুরো ইভেন্টটি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কভার করেছে। আমরা আশা করব এই ধরনেও আরও ইভেন্ট তারা আয়োজন করবে। ধন্যবাদ।