সুজুকি ইন্ট্রুডার ১৫০ লঞ্চ করলো র‍্যাংকন মটর বাইকস লিমিটেড বাংলাদেশে

This page was last updated on 11-Jul-2024 04:38am , By Saleh Bangla

র‍্যাংকন মটর বাইকস লিমিটেড প্রথম বারের মত বাংলাদেশে লঞ্চ করলো  সুজুকির নতুন ক্রুজার মোটরসাইকেল সুজুকি ইন্ট্রুডার ১৫০ । গত ৮ই মে ২০১৮, র‍্যাংকন মটর বাইকস লিমিটেড আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী নতুন সুজুকি ইন্ট্রুডার ১৫০ সিসি মোটরসাইকেলটি লঞ্চ করে । মুল অনুষ্ঠানটি সুজুকি ফ্ল্যাগশিপ শো-রুম ( গুলশান তেজগাও লিংক রোড) এ অনুষ্ঠিত হয় । নতুন সুজুকি ইন্ট্রুডারের লো রাইড এক্সপেরিয়েন্স রাইডারকে আরও উন্নত ক্রুজার টাইপ রাইডিং পজিশন দিবে । এছাড়াও এতে আছে এন্টি ব্রেকিং সিস্টেম (এবিএস)।

সুজুকির নতুন মোটরসাইকেল সুজুকি ইন্ট্রুডার ১৫০

 সুজুকি ইট্রুডার ১৫০ বাইকটি উন্মোচন করেন র‍্যাংকন মটর বাইকস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব শন হাকিম ও অন্যান্য কর্মকর্তারা।

>>Suzuki Intruder 150 First Impression Video<<

 অনুষ্ঠানে র‍্যাংকন মটর বাইকস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব শন হাকিম বলেন, “ বিগত তিন বছর ধরে র‍্যাংকন মটর বাইকস লিমিটেড বাংলাদেশে সফলতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে এবং উন্নত মানের পন্য ও নতুন ডিজাইনের মাধ্যমে ক্রেতাদের কাছে দৃষ্টান্ত স্থাপন করে আসছে । আমাদের দ্রুত বর্ধনশীল পোর্টফেলিওতে আছে জিক্সার, জিক্সার এসএফ, হায়াতে, এক্সেস এবং লেটস এর মতো উন্নত সব মডেলের বাইক । সুজুকি নতুন ইন্ট্রুডারের সাথে র‍্যাংকন মটর বাইকস লিমিটেড বাংলাদেশে ক্রুজার বাইক সেগমেন্টে বিশাল পরিবর্তন নিয়ে আসবে।” 

  

সুজুকি ইন্ট্রুডার ১৫০ এর বিস্তারিতঃ

সুজুকি ইন্ট্রুডার ১৫০ বাংলাদেশের নতুন ক্রুজার বাইক । এই বাইকটি ডিজাইন করা হয়েছে সুজুকি ইন্ট্রুডার ১৮০০ এর ডিজাইন অনুসরণ করে। বাইকটিতে ১৫০ সিসি এর এয়ার কুল্ড ইঞ্জিন ব্যাবহার করা হয়েছে। ইঞ্জিনটি প্রায় ১৪.৬ বিএইচপি @ ৮০০০ আরপিএম ম্যাক্সিমাম পাওয়ার এবং ১৪.০ এনএম @ ৬০০০ ম্যাক্সিমাম টর্ক দিতে সক্ষম । এছাড়াও বাইকটিতে রয়েছে প্রোজেকশন হেডলাইট, এলইডি টেইল লাইট, ১৭ ইঞ্চি রিম, ১৪০ সেকশন টিউবলেস টায়ার । 

 সুজুকি ইন্ট্রুডারে যুক্ত করা হয়েছে এবিএস(এন্টি-লক ব্রেকিং সিস্টেম) যা রাস্তায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করে। বাইকটির সব থেকে আকর্ষনীয় বিষয় হল যে ইউনিক শার্প টুইন এক্সজস্ট। বাইকটির স্পিডোমিটারটি একদম সুজুকি জিক্সার এর মতন । বাইকটির ইঞ্জিনের সাথে ৫ টি গিয়ার সংযুক্ত করা হয়েছে এবং বাইকটি শুধু মাত্র  সেলফ/ইলেক্ট্রিক মাধ্যমে স্টার্ট করা যাবে। বাইকটির সামনে টেলিস্কোপ সাস্পেনশন এবং পিছনে সুইং আর্ম মনো সাস্পেনশন ব্যাবহার করা হয়েছে । বাইকটির ওজন ১৪৮ কেজি এবং ফুয়েল ট্যাংক এর ধারন ক্ষমতা ১১ লিটার। 

সুজুকি ইন্ট্রুডার ১৫০  বাংলাদেশের অথোরাইজড সুজুকি ডিলারেদের কাছে পাওয়া যাবে । এটি  একটি সর্ম্পুন ক্রজার এর জন্য তৈরিকৃত বাইক । বাইকটির দাম প্রায় ৩,২৫,০০০ টাকা ।