রানার অটোমোবাইলস পিএলসি ও এবি ব্যাংক লিমিটেড এর মধ্যে চুক্তি স্বাক্ষর

This page was last updated on 06-Jan-2025 04:32pm , By Raihan Opu Bangla

রানার অটোমোবাইলস পিএলসি ও এবি ব্যাংক লিমিটেড এর মধ্যে চুক্তি স্বাক্ষর

রানার অটোমোবাইলস বাংলাদেশের মোটরসাইকেল জগতের অন্যতম জনপ্রিয় নাম। রানার তাদের কমিউটার সেগমেন্টের মোটরসাইকেলের জন্য বেশ জনপ্রিয়। এছাড়া রানারে মোটরসাইকেল গুলো বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকে। 

রানার বাংলাদেশেই মোটরসাইকেল তৈরি করে থাকে। এতে করে মোটরসাইকেলের দাম কাস্টোমারের হাতের নাগালেই থাকে। রানার মুলত কমিউটার সেগমেন্টে বেশি জনপ্রিয়। তাদের রানার বুলেট, রয়েল প্লাস, টার্বো ১২৫ বাইক গুলো জনপ্রিয় মডেল।

সম্প্রতি রানার অটোমোবাইলস  পিএলসি ও এবি ব্যাংক লিমিটেড এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায়, এবি ব্যাংক ক্রেডিট কার্ডহোল্ডারগণ রানার মোটরসাইকেল ক্রয় করার ক্ষেত্রে ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা উপভোগ করবেন। 

এতে করে রানা মোটরসাইকেল ক্রয় আরও সহজ হয়ে গেল। এখন এবি ব্যাংক থেকে কার্ড গ্রহণ করে আপনি রানারের মোটরসাইকেল ১২ মাসের কিস্তি সুবিধার মাধ্যমে ক্রয় করতে পারবেন। 

এছাড়া ১২ মানে ০% কিস্তি সুবিধা দিচ্ছে। এতে করে অতিরিক্তি কোন টাকা বা ইন্টারেস্ট প্রদান করতে হবে না। 

রানার অটোমোবাইলস পিএলসি-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জনাব সনৎ দত্ত এফসিএ এবং এবি ব্যাংক লিমিটেড-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মিজানুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন। এসময় আরও উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আমরা আশা করছি যে এই চুক্তির মাধ্যমে রানার ও এবি ব্যাংকের কাস্টোমাররা তাদের পছন্দের রানার মোটরসাইকেলটি ক্রয় করতে পারবেন। ধন্যবাদ।