রানার অটোমোবাইলস অফিশিয়ালি বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে KTM মোটরসাইকেল!
This page was last updated on 28-Jul-2024 11:49pm , By Raihan Opu Bangla
Runner Automobiles Ltd বাংলাদেশে নিয়ে আসতে যাচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় KTM মোটরসাইকেল। অনেক আগে থেকেই কেটিএম আমদানী করে আসছে বিভিন্ন ডিলারশপ। তবে রানার অফিশিয়ালি এবার কেটিএম নিয়ে আসতে যাচ্ছে বাংলাদেশে।
রানার অটোমোবাইলস অফিশিয়ালি বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে KTM মোটরসাইকেল!
রানার অটোমোবাইলস লিমিটেড এর মোটরসাইকেল প্লান্ট ময়মনসিংহ এর ভালুকায়। বর্তমানে রানার মোটরসাইকেল এর লাইন আপে অনেক জনপ্রিয় ব্র্যান্ড এবং মোটরসাইকেল মডেল রয়েছে। তারা তাদের মোটরসাইকেল গুলো বর্তমানে "মেইড ইন বাংলাদেশ" এর ট্যাগে তৈরি করছে। এছাড়া আমেরিকান মোটরসাইকেল ব্র্যান্ড UM এর সাথে রানারের কোলাবরেশন রয়েছে।
KTM Duke 125 Review
এই বছর রানার ইটালিয়ান স্কুটার ব্র্যান্ড ভেসপা এবং এপ্রিলিয়া যা অন্য একটি ইটালিয়ান বাইক ব্র্যান্ড দুটোই লঞ্চ করেছে। এবার তাদের লাইন আপে যুক্ত হতে যাচ্ছে বিশ্বের অন্যতম ব্র্যান্ড KTM । এটি বাংলাদেশী বাইকারদের সহায়তা করবে অফিশিয়াল ডিস্ট্রিবিউটর কাছ থেকে কেটিএম ক্রয় করার। এতে করে কাস্টোমার আফটার সেলস সার্ভিস, ওয়ারেন্টি এবং স্পেয়ার্স পার্টস এর সুবিধা পাবেন।
KTM Motorcycles পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত তাদের অফ-রোড স্পোর্টস বাইক এর জন্য। বাংলাদেশী বাইকারদের জন্য KTM Duke সিরিজের ১২৫সিসি নেকেড স্পোর্টস বাইকটি জনপ্রিয়। তবে এখানে একটি ছোট সমস্যা রয়েছে, কেটিএম এর বাইক হচ্ছে ১২৫সিসি, ২০০সিসি, ২৫০সিসি, ৩৯০সিসি থেকে ১২০০সিসি পর্যন্ত। কিন্তু বাংলাদেশে সিসি লিমিটেশ এর কারণে বাংলাদেশে KTM Duke 125 এবং KTM RC125 বাইক দুটি পাওয়া যাবে।
যদি রানার অটোমোবাইলস লিমিটেডসহ অন্যান্য মোটরসাইকেল কোম্পানি সরকারকে অনুরোধ করে সিসি লিমিটেশন বাড়িয়ে ২৫০সিসি পর্যন্ত করার। আমার মনে হয় তখন ই শুধু মাত্র বাংলাদেশের বাইকাররা উচ্চসিসির ও পাওয়ার ফুল বাইক পাবে। এছাড়া এসব বাইকের ব্রেকিং, স্ট্যাবিলিটি এবং ফিচার্স সব কিছুই সেফটির নিশ্চয়তা দেয়। আমরা আশা করছি যে, বাংলাদেশের সরকার খুব শীঘ্রই সিসি লিমিটেশন বাড়িয়ে ২৫০সিসি করবে। যাতে করে বাংলাদেশী বাইকাররা ২৫০সিসির বাইক রাইড করতে পারবেন। Runner Automobiles Ltd কে আমরা শুভেচ্ছা জানাচ্ছি তাদের নতুন ব্র্যান্ড ও লাইন আপের জন্য। ধন্যবাদ।