হিরো বাংলাদেশ আয়োজন করেছিল Hero Xtec ইভেন্ট

This page was last updated on 31-Jul-2024 05:46pm , By Raihan Opu Bangla

সম্প্রতি হিরো মোটরসাইকেল বাংলাদেশ তাদের কাস্টোমার এবং হিরো বাইক লাভারদের জন্য আয়োজন করেছি Hero Xtec ইভেন্ট। গত ০১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ঢাকার একটি সনামধন্য রিসোর্টে এই ইভেন্টটি অনুষ্ঠিত হয়। 

হিরো মটোরকর্প বাংলাদেশ মুলত তাদের Hero Xtec প্রযুক্তিকে সবার সামনে তুলে ধরতেই এই ইভেন্টের আয়োজন করেছে। যা বাইকারদের কে মোটরসাইকেল রাইডিং এর অন্য রকম একটি অনুভূতি প্রদান করবে। 

বর্তমানে হিরোর পাচটি মডেলের মোটরসাইকেলে এই প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। আর এই পাচটি মডেল কমিউটার ও নেকেড স্পোর্টস কমিউটার সেগমেন্টে জনপ্রিয়। এদের মধ্যে Hero Thriller 160R, Hero Passion Xpro Xtec উল্লেখযোগ্য মডেল। 

হিরোর এই ইভেন্টটি ঢাকাস্থ বাটারফ্লাই রিসোর্টে অনুষ্ঠিত হয়। এই রিসোর্টটি ঢাকার ১০০ফিটের কাছে সাতারকুল রোড, বাড্ডায় অবস্থিত। হিরো এই ইভেন্টটি বেশ জাকজমক ভাবে আয়োজন করেছে। 

ইভেন্ট শুরু হয় দুপুরের পর তিনটার দিকে। ৩টায় আমন্ত্রিত অতিথিদের রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রবেশ করানো হয়। এরপর ছিল টেস্ট রাইড ইভেন্ট। যেখানে হিরোর এক্সটেক প্রযুক্তির মোটরসাইকেল টেস্ট রাইড করার সুযোগ ছিল। 

এছাড়া যারা টেস্ট রাইডে অংশ গ্রহণ করেছিলেন তাদের জন্য ছিল গিফট হ্যামপার। যেখানে হিরোর পক্ষ থেকে বেশ কিছু সুভ্যনির দেয়া হয়েছে। 

টেস্ট রাইড ইভেন্টটি বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত করা হয়। এরপর আমন্ত্রিত অতিথিরা উপভোগ করেন স্টান্ট শো। বাংলাদেশ সবচেয়ে বড় স্টান্ট রাইডার গ্রুপ রোড রাইডার্স আরআরজেড এই স্টান্ট শোটি পরিচালনা করেন। 

স্টান্ট শোটি বেশ উপভোগ্য ছিল। সবাই এই শোটি উপভোগ করেছে। বিকেল পাচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এই শো হয়। এরপর কিছুটা সময় ব্রেক দেয়া হয়। 

সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিদের জন্য ছিল স্টেজ পারফর্মেন্স ও শো। যেখানে আমন্ত্রিত বাইকার্স, ইনফ্লুয়েন্সার এবং বাইকার গ্রুপ গুলো উপস্থিত ছিল। তারা সবাই ইভেন্ট সম্পর্কে তাদের মতামত জানিয়েছেন। 

এছাড়া বাইকিং ও বাইক সম্পর্কিত অনেক কিছু শেয়ার করেছেন। যার পরবর্তিতে বাইকারদের অনেক উপকৃত করবে বলে আমরা ধারনা করছি। এরপর গ্রুপ ও ইনফ্লুয়েন্সারদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। 

এরপর সবার জন্য রাতের খাবার ও স্টেজ কনসার্টের শো ছিল। সবাই পুরো ইভেন্টটি বেশ সুন্দর ভাবেই সম্পন্ন হয়েছে। ঠিক রাত ৯টার আগেই ইভেন্টটি শেষ করা হয়। 

এই পুরো ইভেন্টের সার্বিক সহযোগিতায় ছিল টিম বাইকবিডি। হিরো এবং তাদের সংশ্লিস্ট সকলকে আন্তরিক ধন্যবাদ টিম বাইকবিডিকে এই ইভেন্টে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আশা করব হিরো নিয়মিত এই ধরনের ইভেন্ট আয়োজন করবে। ধন্যবাদ। 

 

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

Zontes 703 RR

Zontes 703 RR

Price: 0.00

I-am RAPID

I-am RAPID

Price: 0.00

Salida ZL 9

Salida ZL 9

Price: 0.00

View all Upcoming Bikes